ETV Bharat / city

তৃণমূলের সঙ্গে ভবিষ্যতে জোটের সম্ভাবনা নস্যাৎ সূর্যকান্তের - latest political news today

শিলিগুড়িতে প্রয়াত সিপিএম নেতা অনিল বিশ্বাসের স্মরণসভায় হাজির হয়েছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ৷ তিনি সেখানে রাজ্যের জোট রাজনীতি ও বামফ্রন্টের ভবিষ্যৎ নিয়ে কথা বললেন ৷

cpim-bengal-state-secretary-said-there-will-be-no-chance-to-make-alliance-with-trinamool-congress-in-future
তৃণমূলের সঙ্গে ভবিষ্যতে জোটের কোনও সম্ভাবনাই নেই, শিলিগুড়িতে জানালেন সূর্য
author img

By

Published : Jul 12, 2021, 8:02 PM IST

শিলিগুড়ি, 12 জুলাই : কয়েকদিন আগেই তিনি বলেছেন যে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে প্রধান শত্রু চিনতে ভুল হয়েছিল সিপিএমের ৷ আর তার পর থেকেই জল্পনা শুরু হয় যে আগামী লোকসভা নির্বাচনে কি বিজেপিকে রুখতে তৃণমূলের হাত ধরবে সিপিএম ! সোমবার সেই সম্ভাবনা খারিজ করে দিলেন দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ৷

এদিন শিলিগুড়িতে প্রয়াত সিপিএম নেতা অনিল বিশ্বাসের স্মরণসভায় যোগ দেন তিনি । সেখানেই তিনি বলেন, ‘‘কোনও নির্বাচনেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে সিপিএমের জোটের সম্ভাবনা নেই ।’’ একই সঙ্গে তিনি জানিয়েছেন, যৌথমঞ্চ গড়েই আগামী পুরসভা ও 2024-এর লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বামেরা ।

আরও পড়ুন : জাতীয়স্তরে সংগঠন বাড়াতে ভিনরাজ্যের জনপ্রিয় নেতাদের দলে টানার কৌশল তৃণমূলের

সিপিএম না-হয় তৃণমূলের সঙ্গে হাত মেলাবে না ৷ কিন্তু কংগ্রেস কী করবে ? বিজেপিকে ঠেকাতে কংগ্রেস কি এই রাজ্যে তৃণমূলের সঙ্গে জোট করবে ? এই জোট যদি হয়, তাহলে সিপিএমের অবস্থান কী হবে ? এই নিয়ে সূর্যকান্ত মিশ্র বলেন, ‘‘কংগ্রেস যদি তৃণমূলের সঙ্গে জোট করতে চায় তাতে আমার কিছু করার নেই । আমরা কাউকে ছাড়িনি । কে কোথায় যাবে, সেটা তারা ঠিক করবে । কিন্তু বরাবরই সিপিএম নির্বাচনে মানুষের জন্য সংযুক্ত ফ্রন্ট গড়ে এসে লড়াই করেছে । আর সেই মঞ্চ করার লড়াই আমরা অব্যাহত রাখব ।’’

বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে জেলা কমিটির সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠকও করেন সূর্যকান্ত মিশ্র । পাশাপাশি পুরসভা এবং মহকুমা পরিষদ নির্বাচন নিয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন তিনি । সূর্যকান্ত মিশ্র বলেন, "পুরসভা এবং মহকুমা পরিষদ নির্বাচন না করার সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে তৃণমূল কংগ্রেস । অবিলম্বে পুরসভা এবং মহকুমা পরিষদ নির্বাচন হওয়া উচিত ।"

আরও পড়ুন : বিধানসভার 8টি কমিটির চেয়ারম্যান পদ থেকে আগামিকাল ইস্তফা বিজেপি বিধায়কদের

এছাড়া সম্প্রতি উত্তরবঙ্গকে নিয়ে পৃথক রাজ্য গড়ার দাবি নিয়ে তাঁর বক্তব্য, "জেলা ভাগ হবে না রাজ্য ভাগ হবে, তার চেয়ে বড় কথা হচ্ছে মানুষকে ভাগ করা হবে । সামাজিক ও অর্থনৈতিকভাবে যারা বঞ্চিত তাদের এক করতে হবে । সেসব বঞ্চিত মানুষদের গণতান্ত্রিক ইতিবাচক দাবিকে উপেক্ষা করলে হবে না ৷ সেগুলো শুনতে হবে ।"

এদিন শিলিগুড়িতে দার্জিলিং জেলা সিপিএমের দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবনে দলীয় কর্মীদের সঙ্গে নির্বাচনী ফলাফল নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন সূর্যকান্ত মিশ্র । বিধানসভা নির্বাচনে অশোক ভট্টাচার্যের মতো হেভিওয়েট সিপিএম নেতার পরাজয় এবং শঙ্কর ঘোষের দলত্যাগের পর বিজেপিতে যোগদানের বিষয় নিয়ে আলোচনা সেরে নেন তিনি ।

আরও পড়ুন : রাজনীতিতে মোহভঙ্গ ! দল তুলে দেওয়ার সিদ্ধান্ত রজনীকান্তের

শুধু তাই নয় । পুরসভা নির্বাচন হলে দলের অবস্থান কী থাকতে পারে, তা নিয়েও বিস্তারিত রিপোর্ট নিয়েছেন সূর্যকান্ত মিশ্র । এছাড়া দলের ভাঙ্গন রুখতে কী কী করণীয় সেই বিষয়ে অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার-সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বদের সঙ্গে কথা বলেছেন তিনি ।

শিলিগুড়ি, 12 জুলাই : কয়েকদিন আগেই তিনি বলেছেন যে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে প্রধান শত্রু চিনতে ভুল হয়েছিল সিপিএমের ৷ আর তার পর থেকেই জল্পনা শুরু হয় যে আগামী লোকসভা নির্বাচনে কি বিজেপিকে রুখতে তৃণমূলের হাত ধরবে সিপিএম ! সোমবার সেই সম্ভাবনা খারিজ করে দিলেন দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ৷

এদিন শিলিগুড়িতে প্রয়াত সিপিএম নেতা অনিল বিশ্বাসের স্মরণসভায় যোগ দেন তিনি । সেখানেই তিনি বলেন, ‘‘কোনও নির্বাচনেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে সিপিএমের জোটের সম্ভাবনা নেই ।’’ একই সঙ্গে তিনি জানিয়েছেন, যৌথমঞ্চ গড়েই আগামী পুরসভা ও 2024-এর লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বামেরা ।

আরও পড়ুন : জাতীয়স্তরে সংগঠন বাড়াতে ভিনরাজ্যের জনপ্রিয় নেতাদের দলে টানার কৌশল তৃণমূলের

সিপিএম না-হয় তৃণমূলের সঙ্গে হাত মেলাবে না ৷ কিন্তু কংগ্রেস কী করবে ? বিজেপিকে ঠেকাতে কংগ্রেস কি এই রাজ্যে তৃণমূলের সঙ্গে জোট করবে ? এই জোট যদি হয়, তাহলে সিপিএমের অবস্থান কী হবে ? এই নিয়ে সূর্যকান্ত মিশ্র বলেন, ‘‘কংগ্রেস যদি তৃণমূলের সঙ্গে জোট করতে চায় তাতে আমার কিছু করার নেই । আমরা কাউকে ছাড়িনি । কে কোথায় যাবে, সেটা তারা ঠিক করবে । কিন্তু বরাবরই সিপিএম নির্বাচনে মানুষের জন্য সংযুক্ত ফ্রন্ট গড়ে এসে লড়াই করেছে । আর সেই মঞ্চ করার লড়াই আমরা অব্যাহত রাখব ।’’

বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে জেলা কমিটির সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠকও করেন সূর্যকান্ত মিশ্র । পাশাপাশি পুরসভা এবং মহকুমা পরিষদ নির্বাচন নিয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন তিনি । সূর্যকান্ত মিশ্র বলেন, "পুরসভা এবং মহকুমা পরিষদ নির্বাচন না করার সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে তৃণমূল কংগ্রেস । অবিলম্বে পুরসভা এবং মহকুমা পরিষদ নির্বাচন হওয়া উচিত ।"

আরও পড়ুন : বিধানসভার 8টি কমিটির চেয়ারম্যান পদ থেকে আগামিকাল ইস্তফা বিজেপি বিধায়কদের

এছাড়া সম্প্রতি উত্তরবঙ্গকে নিয়ে পৃথক রাজ্য গড়ার দাবি নিয়ে তাঁর বক্তব্য, "জেলা ভাগ হবে না রাজ্য ভাগ হবে, তার চেয়ে বড় কথা হচ্ছে মানুষকে ভাগ করা হবে । সামাজিক ও অর্থনৈতিকভাবে যারা বঞ্চিত তাদের এক করতে হবে । সেসব বঞ্চিত মানুষদের গণতান্ত্রিক ইতিবাচক দাবিকে উপেক্ষা করলে হবে না ৷ সেগুলো শুনতে হবে ।"

এদিন শিলিগুড়িতে দার্জিলিং জেলা সিপিএমের দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবনে দলীয় কর্মীদের সঙ্গে নির্বাচনী ফলাফল নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন সূর্যকান্ত মিশ্র । বিধানসভা নির্বাচনে অশোক ভট্টাচার্যের মতো হেভিওয়েট সিপিএম নেতার পরাজয় এবং শঙ্কর ঘোষের দলত্যাগের পর বিজেপিতে যোগদানের বিষয় নিয়ে আলোচনা সেরে নেন তিনি ।

আরও পড়ুন : রাজনীতিতে মোহভঙ্গ ! দল তুলে দেওয়ার সিদ্ধান্ত রজনীকান্তের

শুধু তাই নয় । পুরসভা নির্বাচন হলে দলের অবস্থান কী থাকতে পারে, তা নিয়েও বিস্তারিত রিপোর্ট নিয়েছেন সূর্যকান্ত মিশ্র । এছাড়া দলের ভাঙ্গন রুখতে কী কী করণীয় সেই বিষয়ে অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার-সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বদের সঙ্গে কথা বলেছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.