ETV Bharat / city

Corona Infection at NBMC : এবার করোনা আক্রান্ত উত্তরবঙ্গের ওএসডি, সংক্রামিত প্রিন্সিপালও - north bengal medical college

উত্তরবঙ্গ মেডিক্যালে করোনার থাবা অব্যাহত (covid in nbmc) ৷ এবার করোনা আক্রান্ত হলেন উত্তরবঙ্গ জনস্বাস্থ্য বিভাগের অফিসার সুশান্ত রায়-সহ মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ৷ চিন্তায় স্বাস্থ্য বিভাগ ৷

Corona Infection at NBMC
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে করোনা
author img

By

Published : Jan 6, 2022, 3:55 PM IST

Updated : Jan 6, 2022, 5:17 PM IST

শিলিগুড়ি, 6 জানুয়ারি : চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পর এবার করোনা আক্রান্ত উত্তরবঙ্গ জনস্বাস্থ্য বিভাগের স্পেশাল অন ডিউটি অফিসার সুশান্ত রায় ৷ তাঁর পাশাপাশি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল ইন্দ্রজিৎ সাহা, চিকিৎসক কল্যাণ খাঁ ও সুপার সঞ্জয় মল্লিকের কার্যালয়ের পাঁচ কর্মীও করোনা আক্রান্ত ৷ আর এতেই চিন্তায় স্বাস্থ্য বিভাগ (nbmc covid update) ৷

বেশ কিছুদিন ধরেই সর্দি-কাশিতে ভুগছিলেন সুশান্ত রায় ও ইন্দ্রজিৎ সাহা । এরপর দু‘জনেই নমুনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে । সুশান্ত রায়ের উচ্চ রক্তচাপ, সুগার-সহ কো-মর্বিডিটি ও আনুষাঙ্গিক রোগ থাকায় তাঁকে কলকাতায় বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । এই নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে 67 জনেরও বেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত ৷

মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গ মেডিক্যালে চিকিৎসক, পড়ুয়া ও নার্স-সহ 25 জন করোনা আক্রান্ত হন । এরপর রাতে আরও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী-সহ 40 জনের লালারসের নমুনা ভাইরাল রিসার্চ এন্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে (ভিআরডিএল) পাঠালে তার মধ্যে 28 জন পড়ুয়া ও চার ফ্যাকাল্টির রিপোর্ট পজিটিভ আসে । তবে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে হাসপাতাল কর্তৃপক্ষ ।

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে করোনা

আরও পড়ুন : SMC Election 2022 : নির্বাচনী প্রচারে করোনা-বিধির দফারফা শাসকদলের প্রার্থীদের

ইতিমধ্যে 12 জন পড়ুয়াকে কোভিড ব্লকে ভর্তি করা হয়েছে । এছাড়া যারা সংক্রমণহীন আক্রান্ত তাঁদের হোস্টেলের একটি ব্লককে সেফ হাউজ বানিয়ে সেখানে আলাদা করে রাখা হয়েছে । তবে সুস্থ পড়ুয়াদের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে নিজেদের বাড়ি ফিরে যাওয়ার আবেদন জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে ।

অন্যদিকে, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের একটা বড় অংশ করোনা আক্রান্ত হওয়ায় অন্যান্য বিভাগের চিকিৎসক ও স্নাতকোত্তরের ছাত্রদের চিকিৎসার কাজে লাগানো হয়েছে । তবে এসবের মাঝে সব থেকে বেশি চিন্তিত অভিভাবকরা । আলিপুরদুয়ারের এক ছাত্রের বাবা দেবব্রত মজুমদার বলেন, "1 জানুয়ারি ছেলে করোনায় আক্রান্ত হয় । আমরা খবর পাওয়া মাত্র ছেলের সঙ্গে দেখা করতে এসেছি । আলাদা রয়েছে হোস্টেলে ।"

আরও পড়ুন : Corona Infection at NBMC : উত্তরবঙ্গ মেডিক্যালে করোনায় আক্রান্ত অন্তত 25

শিলিগুড়ি, 6 জানুয়ারি : চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পর এবার করোনা আক্রান্ত উত্তরবঙ্গ জনস্বাস্থ্য বিভাগের স্পেশাল অন ডিউটি অফিসার সুশান্ত রায় ৷ তাঁর পাশাপাশি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল ইন্দ্রজিৎ সাহা, চিকিৎসক কল্যাণ খাঁ ও সুপার সঞ্জয় মল্লিকের কার্যালয়ের পাঁচ কর্মীও করোনা আক্রান্ত ৷ আর এতেই চিন্তায় স্বাস্থ্য বিভাগ (nbmc covid update) ৷

বেশ কিছুদিন ধরেই সর্দি-কাশিতে ভুগছিলেন সুশান্ত রায় ও ইন্দ্রজিৎ সাহা । এরপর দু‘জনেই নমুনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে । সুশান্ত রায়ের উচ্চ রক্তচাপ, সুগার-সহ কো-মর্বিডিটি ও আনুষাঙ্গিক রোগ থাকায় তাঁকে কলকাতায় বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । এই নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে 67 জনেরও বেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত ৷

মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গ মেডিক্যালে চিকিৎসক, পড়ুয়া ও নার্স-সহ 25 জন করোনা আক্রান্ত হন । এরপর রাতে আরও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী-সহ 40 জনের লালারসের নমুনা ভাইরাল রিসার্চ এন্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে (ভিআরডিএল) পাঠালে তার মধ্যে 28 জন পড়ুয়া ও চার ফ্যাকাল্টির রিপোর্ট পজিটিভ আসে । তবে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে হাসপাতাল কর্তৃপক্ষ ।

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে করোনা

আরও পড়ুন : SMC Election 2022 : নির্বাচনী প্রচারে করোনা-বিধির দফারফা শাসকদলের প্রার্থীদের

ইতিমধ্যে 12 জন পড়ুয়াকে কোভিড ব্লকে ভর্তি করা হয়েছে । এছাড়া যারা সংক্রমণহীন আক্রান্ত তাঁদের হোস্টেলের একটি ব্লককে সেফ হাউজ বানিয়ে সেখানে আলাদা করে রাখা হয়েছে । তবে সুস্থ পড়ুয়াদের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে নিজেদের বাড়ি ফিরে যাওয়ার আবেদন জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে ।

অন্যদিকে, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের একটা বড় অংশ করোনা আক্রান্ত হওয়ায় অন্যান্য বিভাগের চিকিৎসক ও স্নাতকোত্তরের ছাত্রদের চিকিৎসার কাজে লাগানো হয়েছে । তবে এসবের মাঝে সব থেকে বেশি চিন্তিত অভিভাবকরা । আলিপুরদুয়ারের এক ছাত্রের বাবা দেবব্রত মজুমদার বলেন, "1 জানুয়ারি ছেলে করোনায় আক্রান্ত হয় । আমরা খবর পাওয়া মাত্র ছেলের সঙ্গে দেখা করতে এসেছি । আলাদা রয়েছে হোস্টেলে ।"

আরও পড়ুন : Corona Infection at NBMC : উত্তরবঙ্গ মেডিক্যালে করোনায় আক্রান্ত অন্তত 25

Last Updated : Jan 6, 2022, 5:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.