ETV Bharat / city

Coronavirus: বাড়ছে করোনার প্রকোপ, 24 ঘণ্টায় উত্তরবঙ্গ মেডিক্য়ালে মৃত 2

আবারও বাড়ছে করোনার (Coronavirus) প্রকোপ ৷ শিলিগুড়িতে বাড়ছে সংক্রমণের হার ৷ গত 24 ঘণ্টায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু দুই করোনা আক্রান্তের ৷

corona cases rise again in north bengal
Coronavirus: বাড়ছে করোনার প্রকোপ, 24 ঘণ্টায় উত্তরবঙ্গ মেডিক্য়ালে মৃত 2
author img

By

Published : Jul 10, 2022, 5:07 PM IST

শিলিগুড়ি, 10 জুলাই: উত্তরবঙ্গে আবারও বাড়ছে করোনার (Coronavirus) সংক্রমণ ৷ রবিবারের হিসাব বলছে, গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ গিয়েছে (Corona Death) দু'জনের ৷ ঘটনায় উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য দফতরের ৷ দু'জনেরই মৃত্যু হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৷

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে মৃত্যু হয় সুব্রত মিত্র (50) নামে এক ব্যক্তির ৷ তিনি শিলিগুড়ি পৌরনিগম এলাকার 23 নম্বর ওয়ার্ডের ভারতনগরের বাসিন্দা ছিলেন ৷ উত্তরবঙ্গ মেডিক্য়ালের মেডিসিন বিভাগে ভর্তি ছিলেন সুব্রত ৷ করোনার উপসর্গ থাকায় তাঁর কোভিড পরীক্ষা করানো হয়েছিল ৷ শনিবার রাতেই সেই পরীক্ষার রিপোর্ট আসে পজিটিভ ৷ কিন্তু, কোভিড ওয়ার্ডে স্থানান্তরিত করার আগেই তাঁর মৃত্যু হয় ৷ চিকিৎসকরা জানিয়েছেন সুব্রতর কোমর্বিডিটি ছিল ৷

আরও পড়ুন: Covid Vaccination for Children: শীঘ্রই 5-12 বছর বয়সিদের দেওয়া হবে করোনার টিকা

এর কয়েক ঘণ্টা পর রবিবার সকালে আরও এক করোনা আক্রান্তের মৃত্যু হয় ৷ তাঁর নাম ধন ঠাকুর (60) ৷ গত 5 জুলাই তিনি উত্তরবঙ্গ মেডিক্য়ালে ভর্তি হন ৷ কার্শিয়াং মহকুমার সেভকের বাসিন্দা এই বৃদ্ধ কোভিড ওয়ার্ডেই চিকিৎসাধীন ছিলেন ৷ রবিবার দুপুর পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে, উত্তরবঙ্গ মেডিক্য়ালে 12 জন সক্রিয়া করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন ৷ উল্লেখ্য, এর আগে গত শনিবারও এক করোনা আক্রান্তের মৃত্যু হয়েছিল ৷ 40 বছরের ওই ব্যক্তির নাম মণি তামাং ৷ করোনা টিকার দু'টি ডোজই নেওয়া ছিল তাঁর ৷

তথ্য বলছে, দার্জিলিংয়ের শিলিগুড়ি মহকুমায় ফের একবার করোনার সংক্রমণ বাড়ছে ৷ গত 24 ঘন্টায় শিলিগুড়ি জেলা হাসপাতাল ও উত্তরবঙ্গ মেডিক্যাল মিলিয়ে মোট 228 নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এর মধ্যে 51 জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে ৷ তার আগে গত শুক্রবার 183টি নমুনার মধ্যে 43 জনের সংক্রমণ ধরা পড়েছিল ৷

শিলিগুড়ি, 10 জুলাই: উত্তরবঙ্গে আবারও বাড়ছে করোনার (Coronavirus) সংক্রমণ ৷ রবিবারের হিসাব বলছে, গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ গিয়েছে (Corona Death) দু'জনের ৷ ঘটনায় উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য দফতরের ৷ দু'জনেরই মৃত্যু হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৷

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে মৃত্যু হয় সুব্রত মিত্র (50) নামে এক ব্যক্তির ৷ তিনি শিলিগুড়ি পৌরনিগম এলাকার 23 নম্বর ওয়ার্ডের ভারতনগরের বাসিন্দা ছিলেন ৷ উত্তরবঙ্গ মেডিক্য়ালের মেডিসিন বিভাগে ভর্তি ছিলেন সুব্রত ৷ করোনার উপসর্গ থাকায় তাঁর কোভিড পরীক্ষা করানো হয়েছিল ৷ শনিবার রাতেই সেই পরীক্ষার রিপোর্ট আসে পজিটিভ ৷ কিন্তু, কোভিড ওয়ার্ডে স্থানান্তরিত করার আগেই তাঁর মৃত্যু হয় ৷ চিকিৎসকরা জানিয়েছেন সুব্রতর কোমর্বিডিটি ছিল ৷

আরও পড়ুন: Covid Vaccination for Children: শীঘ্রই 5-12 বছর বয়সিদের দেওয়া হবে করোনার টিকা

এর কয়েক ঘণ্টা পর রবিবার সকালে আরও এক করোনা আক্রান্তের মৃত্যু হয় ৷ তাঁর নাম ধন ঠাকুর (60) ৷ গত 5 জুলাই তিনি উত্তরবঙ্গ মেডিক্য়ালে ভর্তি হন ৷ কার্শিয়াং মহকুমার সেভকের বাসিন্দা এই বৃদ্ধ কোভিড ওয়ার্ডেই চিকিৎসাধীন ছিলেন ৷ রবিবার দুপুর পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে, উত্তরবঙ্গ মেডিক্য়ালে 12 জন সক্রিয়া করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন ৷ উল্লেখ্য, এর আগে গত শনিবারও এক করোনা আক্রান্তের মৃত্যু হয়েছিল ৷ 40 বছরের ওই ব্যক্তির নাম মণি তামাং ৷ করোনা টিকার দু'টি ডোজই নেওয়া ছিল তাঁর ৷

তথ্য বলছে, দার্জিলিংয়ের শিলিগুড়ি মহকুমায় ফের একবার করোনার সংক্রমণ বাড়ছে ৷ গত 24 ঘন্টায় শিলিগুড়ি জেলা হাসপাতাল ও উত্তরবঙ্গ মেডিক্যাল মিলিয়ে মোট 228 নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এর মধ্যে 51 জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে ৷ তার আগে গত শুক্রবার 183টি নমুনার মধ্যে 43 জনের সংক্রমণ ধরা পড়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.