ETV Bharat / city

শিলিগুড়ি সফরে মুখ্যমন্ত্রী

আগামী দু'দিন উত্তরকন্য়ায় উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার সঙ্গে প্রশাসনিক বৈঠক করবেন তিনি । 1 অক্টোবর কলকাতায় ফিরে যাবেন ।

মমতা বন্দোপাধ্যায়
মমতা বন্দোপাধ্যায়
author img

By

Published : Sep 28, 2020, 5:27 PM IST

শিলিগুড়ি, 28 সেপ্টেম্বর : আজ তিন দিনের শিলিগুড়ি সফরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দুপুর আড়াইটা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান তিনি । সেখান থেকে সড়কপথে উত্তরকন্যার পাশে কন্যাশ্রীতে যান । উত্তরবঙ্গের জেলাগুলির সঙ্গে প্রশাসনিক বৈঠক করতেই মুখ্যমন্ত্রীর এই সফর ।

বিধানসভা নির্বাচনের আগে ফের শিলিগুড়ি এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী দু'দিন উত্তরকন্যায় উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার সঙ্গে প্রশাসনিক বৈঠক করবেন তিনি । 1 অক্টোবর কলকাতায় ফিরে যাবেন।

বিধানসভা নির্বাচনের আগে এটিই সম্ভবত মুখ্যমন্ত্রীর শেষ উত্তরবঙ্গ সফর । সামনেই পুজো । পুজোর পরেই ভোটের ঢাকে কাঠি পড়তে পারে । ফলে, বিভিন্ন চালু প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখার কাজ সেরে নিতে চাইছেন মুখ্যমন্ত্রী ।

আরও পড়ুন : রাজ্যের মুখ্য়সচিব হচ্ছেন আলাপন বন্দ্যোপাধ্যায়

তাঁর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি কোরোনা আবহে এই সফর হওয়ায় বিশেষ বন্দোবস্ত করছে প্রশাসন । মুখ্যমন্ত্রী যেখানে থাকবেন সেই জায়গা ও প্রশাসনিক সভাস্থল স্যানিটাইজ় করা হয়েছে ।

শিলিগুড়ি, 28 সেপ্টেম্বর : আজ তিন দিনের শিলিগুড়ি সফরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দুপুর আড়াইটা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান তিনি । সেখান থেকে সড়কপথে উত্তরকন্যার পাশে কন্যাশ্রীতে যান । উত্তরবঙ্গের জেলাগুলির সঙ্গে প্রশাসনিক বৈঠক করতেই মুখ্যমন্ত্রীর এই সফর ।

বিধানসভা নির্বাচনের আগে ফের শিলিগুড়ি এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী দু'দিন উত্তরকন্যায় উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার সঙ্গে প্রশাসনিক বৈঠক করবেন তিনি । 1 অক্টোবর কলকাতায় ফিরে যাবেন।

বিধানসভা নির্বাচনের আগে এটিই সম্ভবত মুখ্যমন্ত্রীর শেষ উত্তরবঙ্গ সফর । সামনেই পুজো । পুজোর পরেই ভোটের ঢাকে কাঠি পড়তে পারে । ফলে, বিভিন্ন চালু প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখার কাজ সেরে নিতে চাইছেন মুখ্যমন্ত্রী ।

আরও পড়ুন : রাজ্যের মুখ্য়সচিব হচ্ছেন আলাপন বন্দ্যোপাধ্যায়

তাঁর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি কোরোনা আবহে এই সফর হওয়ায় বিশেষ বন্দোবস্ত করছে প্রশাসন । মুখ্যমন্ত্রী যেখানে থাকবেন সেই জায়গা ও প্রশাসনিক সভাস্থল স্যানিটাইজ় করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.