ETV Bharat / city

Siliguri student suicide : ‘মা আই কুইট’, অঙ্ক না মেলায় আত্মহত্যা ছাত্রের - অঙ্ক না মেলায় আত্মহত্যা ছাত্রের

শিলিগুড়ি বয়েজ হাইস্কুলের বিজ্ঞান শাখার ছাত্র ছিল সোমনাথ সাহা ৷ মানসিক অবসাদে বোর্ডে ‘মা আই কুইট (Maa I Quit)’ লিখে আত্মহত্যা করল সে (Student Commits Suicide in Siliguri) ।

Siliguri School student suicide
অঙ্ক না মেলায় আত্মহত্যা ছাত্রের
author img

By

Published : Jan 27, 2022, 7:01 AM IST

Updated : Jan 27, 2022, 10:09 AM IST

শিলিগুড়ি, 27 জানুয়ারি : ‘থ্রি ইডিয়টস' সিনেমায় পড়াশোনার অতিরিক্ত চাপে আত্মহননের পথ বেছে নিয়েছিল জয় লোবো । এবার সেই মর্মান্তিক ছবির বাস্তবে সাক্ষী থাকল শিলিগুড়ি । মানসিক অবসাদে বোর্ডে ‘মা আই কুইট’ লিখে আত্মহত্যা করল এক মেধাবী পড়ুয়া । ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পৌরনিগমের 31 নম্বর ওয়ার্ডের জ্যোতিনগর এলাকায় । মৃত ছাত্রের নাম সোমনাথ সাহা (Student Commits Suicide in Siliguri) ।

জানা গিয়েছে, সে শিলিগুড়ি বয়েজ হাইস্কুলের বিজ্ঞান শাখার ছাত্র ছিল । স্বপ্ন ছিল পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করে পরবর্তীতে অ্যাস্ট্রোনমি পড়ার । বরাবরই মেধাবী ছাত্র মাধ্যমিকে মোট ছ'টা বিষয়ে লেটার মার্কসও পেয়েছিল । উচ্চমাধ্যমিকেও সাফল্যের শীর্ষে পৌঁছাতে চেয়েছিল । সেই মতো চলছিল পড়াশোনাও ৷ হঠাৎই ছন্দপতন ৷ বুধবার শোবার ঘর থেকে সোমনাথের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ ।

শিলিগুড়িতে অঙ্ক না মেলায় আত্মহত্যা দ্বাদশ শ্রেণির ছাত্রের

পরিবার সূত্রে খবর, অন্যান্য দিনের মতো এদিনও সকলের সঙ্গে স্বাভাবিকভাবেই মিশেছিল সোমনাথ । এরপরে দুপুরে খাওয়া-দাওয়ার পর নিজের ঘরে গিয়ে নিয়মমাফিক পড়াশোনা করছিল । বিকেল নাগাদ আচমকাই তার ঠাকুমা দেখতে পান যে ঘরের ভিতরে ফ্যান থেকে ঝুলছে সোমনাথের দেহ । এরপরই পাড়ায় হইচই পড়ে যায় । বাবা সুবীর সাহা ও তাঁর স্ত্রী দু'জনেই বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন ।

আরও পড়ুন : টেস্টে টুকলি করায় শাস্তি ওঠবস, অ্যাসিড খেয়ে আত্মঘাতী দশমের ছাত্রী

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এনজেপি থানার পুলিশ । তাঁরা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় । এদিন দুপুরে ওই ছাত্রের মৃতদেহ আনা হয় তার বাড়িতে । এমন ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা ৷

শিলিগুড়ি, 27 জানুয়ারি : ‘থ্রি ইডিয়টস' সিনেমায় পড়াশোনার অতিরিক্ত চাপে আত্মহননের পথ বেছে নিয়েছিল জয় লোবো । এবার সেই মর্মান্তিক ছবির বাস্তবে সাক্ষী থাকল শিলিগুড়ি । মানসিক অবসাদে বোর্ডে ‘মা আই কুইট’ লিখে আত্মহত্যা করল এক মেধাবী পড়ুয়া । ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পৌরনিগমের 31 নম্বর ওয়ার্ডের জ্যোতিনগর এলাকায় । মৃত ছাত্রের নাম সোমনাথ সাহা (Student Commits Suicide in Siliguri) ।

জানা গিয়েছে, সে শিলিগুড়ি বয়েজ হাইস্কুলের বিজ্ঞান শাখার ছাত্র ছিল । স্বপ্ন ছিল পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করে পরবর্তীতে অ্যাস্ট্রোনমি পড়ার । বরাবরই মেধাবী ছাত্র মাধ্যমিকে মোট ছ'টা বিষয়ে লেটার মার্কসও পেয়েছিল । উচ্চমাধ্যমিকেও সাফল্যের শীর্ষে পৌঁছাতে চেয়েছিল । সেই মতো চলছিল পড়াশোনাও ৷ হঠাৎই ছন্দপতন ৷ বুধবার শোবার ঘর থেকে সোমনাথের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ ।

শিলিগুড়িতে অঙ্ক না মেলায় আত্মহত্যা দ্বাদশ শ্রেণির ছাত্রের

পরিবার সূত্রে খবর, অন্যান্য দিনের মতো এদিনও সকলের সঙ্গে স্বাভাবিকভাবেই মিশেছিল সোমনাথ । এরপরে দুপুরে খাওয়া-দাওয়ার পর নিজের ঘরে গিয়ে নিয়মমাফিক পড়াশোনা করছিল । বিকেল নাগাদ আচমকাই তার ঠাকুমা দেখতে পান যে ঘরের ভিতরে ফ্যান থেকে ঝুলছে সোমনাথের দেহ । এরপরই পাড়ায় হইচই পড়ে যায় । বাবা সুবীর সাহা ও তাঁর স্ত্রী দু'জনেই বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন ।

আরও পড়ুন : টেস্টে টুকলি করায় শাস্তি ওঠবস, অ্যাসিড খেয়ে আত্মঘাতী দশমের ছাত্রী

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এনজেপি থানার পুলিশ । তাঁরা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় । এদিন দুপুরে ওই ছাত্রের মৃতদেহ আনা হয় তার বাড়িতে । এমন ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা ৷

Last Updated : Jan 27, 2022, 10:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.