ETV Bharat / city

নিখোঁজ চার্টার্ড আকাউনট্যান্ট, বাড়িতে অপরিচিতর ফোন - ভক্তিনগর থানা

গতকাল থেকে খোঁজ নেই শিলিগুড়ির চার্টার্ড আকাউনট্যান্ট কিষাণ কুমার আগরওয়ালের । বার দুয়েক অপরিচিত এক নম্বর থেকে ফোনও এসেছে পরিবারের লোকেদের কাছে । পুলিশ সূত্রে জানা গেছে, অপরিচিত ওই নম্বর থেকে মুক্তিপণের দাবি করা হচ্ছে ।

Chartered Accountant
কিষাণকুমার আগরওয়াল
author img

By

Published : Jan 8, 2020, 7:03 PM IST

শিলিগুড়ি, 8 জানুয়ারি : শিলিগুড়ি পৌরনিগমের পাঞ্জাবিপাড়ায় বাড়ি কিষাণ কুমার আগরওয়ালের । পেশায় চার্টার্ড অ্যাকাউনট্যান্ট । আর পাঁচটা দিনের মতো গতকালও সকাল সাড়ে ন'টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন কিষাণবাবু । সাড়ে দশটা নাগাদ ফোনে পরিবারের লোকেদের সঙ্গে কথাও বলেন । কিন্তু তারপর থেকেই আর খোঁজ নেই তাঁর । রাত তখন প্রায় 8টা । ফোনে অনেকবার চেষ্টা করেও তাঁকে পাননি পরিবারের লোকেরা । এরইমধ্যে বার দুয়েক অপরিচিত এক নম্বর থেকে ফোন আসে পরিবারের লোকেদের কাছে ।

এরপরই পুলিশের দ্বারস্থ হয় কিষাণবাবুর পরিবার । ঘটনার তদন্তে নেমেছে ভক্তিনগর থানার পুলিশ । পরিবারের তরফে মুখ না খোলা হলেও অপরিচিত ওই নম্বর থেকে ফোন করে কিষাণবাবুর জন্য মুক্তিপণ চাওয়া হয়েছে বলেই জানা গেছে পুলিশ সূত্রে ।

জানা গেছে, গতকাল সকালে সাড়ে ন'টা নাগাদ বাড়ি থেকে রওনা দিয়েছিলেন চার্টার্ড অ্যাকাউনট্যান্ট কিষাণ কুমার আগরওয়াল । এরপর ফোনে সাড়ে ১০টা নাগাদ পরিবারের সঙ্গে কথাও হয় । কিন্তু তারপর আর ফোনে যোগাযোগ সম্ভব হয়নি কিষাণবাবুর সঙ্গে । রাত 8 টা পেরিয়ে যাওয়ার পরও কোনও খোঁজ না মেলায় পুলিশের দ্বারস্থ হন কিষাণবাবুর পরিবারের লোকেরা । সেই থেকেই শুরু হয় তদন্ত । তবে এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি তাঁর ৷ পুলিশ জানিয়েছে, গতকাল থেকে বারকয়েক এক অপরিচিত নম্বর থেকে ফোন আসে কিষাণবাবুর পরিবারের লোকের কাছে । জানা গেছে, ফোন মারফত মুক্তিপণ দাবি করা হয়েছে পরিবারের লোকের কাছে ৷ যদিও পরিবারের লোকেরা এবিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি ।

এদিকে ঘটনাটি প্রকাশ্যে আসতেই কিষাণবাবুর পরিবারের লোকের সঙ্গে কথা বলতে হাজির হন দার্জিলিং জেলা তৃণমূলের সভাপতি রঞ্জন সরকার । পরিবার ও পুলিশ আধিকারিকদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি । তাঁকে এ-বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমরা চাই উনি সুস্থভাবে ফিরে আসুক । আমরা যতটা শুনেছি ওনার বাড়িতে বারকয়েক ফোন এসেছিল । তবে সঠিক কী কথা হয়েছে জানা নেই ৷ পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে ।"

শিলিগুড়ি, 8 জানুয়ারি : শিলিগুড়ি পৌরনিগমের পাঞ্জাবিপাড়ায় বাড়ি কিষাণ কুমার আগরওয়ালের । পেশায় চার্টার্ড অ্যাকাউনট্যান্ট । আর পাঁচটা দিনের মতো গতকালও সকাল সাড়ে ন'টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন কিষাণবাবু । সাড়ে দশটা নাগাদ ফোনে পরিবারের লোকেদের সঙ্গে কথাও বলেন । কিন্তু তারপর থেকেই আর খোঁজ নেই তাঁর । রাত তখন প্রায় 8টা । ফোনে অনেকবার চেষ্টা করেও তাঁকে পাননি পরিবারের লোকেরা । এরইমধ্যে বার দুয়েক অপরিচিত এক নম্বর থেকে ফোন আসে পরিবারের লোকেদের কাছে ।

এরপরই পুলিশের দ্বারস্থ হয় কিষাণবাবুর পরিবার । ঘটনার তদন্তে নেমেছে ভক্তিনগর থানার পুলিশ । পরিবারের তরফে মুখ না খোলা হলেও অপরিচিত ওই নম্বর থেকে ফোন করে কিষাণবাবুর জন্য মুক্তিপণ চাওয়া হয়েছে বলেই জানা গেছে পুলিশ সূত্রে ।

জানা গেছে, গতকাল সকালে সাড়ে ন'টা নাগাদ বাড়ি থেকে রওনা দিয়েছিলেন চার্টার্ড অ্যাকাউনট্যান্ট কিষাণ কুমার আগরওয়াল । এরপর ফোনে সাড়ে ১০টা নাগাদ পরিবারের সঙ্গে কথাও হয় । কিন্তু তারপর আর ফোনে যোগাযোগ সম্ভব হয়নি কিষাণবাবুর সঙ্গে । রাত 8 টা পেরিয়ে যাওয়ার পরও কোনও খোঁজ না মেলায় পুলিশের দ্বারস্থ হন কিষাণবাবুর পরিবারের লোকেরা । সেই থেকেই শুরু হয় তদন্ত । তবে এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি তাঁর ৷ পুলিশ জানিয়েছে, গতকাল থেকে বারকয়েক এক অপরিচিত নম্বর থেকে ফোন আসে কিষাণবাবুর পরিবারের লোকের কাছে । জানা গেছে, ফোন মারফত মুক্তিপণ দাবি করা হয়েছে পরিবারের লোকের কাছে ৷ যদিও পরিবারের লোকেরা এবিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি ।

এদিকে ঘটনাটি প্রকাশ্যে আসতেই কিষাণবাবুর পরিবারের লোকের সঙ্গে কথা বলতে হাজির হন দার্জিলিং জেলা তৃণমূলের সভাপতি রঞ্জন সরকার । পরিবার ও পুলিশ আধিকারিকদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি । তাঁকে এ-বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমরা চাই উনি সুস্থভাবে ফিরে আসুক । আমরা যতটা শুনেছি ওনার বাড়িতে বারকয়েক ফোন এসেছিল । তবে সঠিক কী কথা হয়েছে জানা নেই ৷ পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে ।"

Intro:অপহরণ চার্টার্ড আকাউনট্যান্টের, মুক্তিপন চেয়ে ফোন শিলিগুড়িতে!

শিলিগুড়ি, ৮ জানুয়ারিঃ ২৪ ঘন্টার বেশি সময় যাবৎ নিখোঁজ চার্টার্ড অ্যাকাউনট্যান্ট কিষাণ কুমার আগরওয়াল। ঘটনার পর থেকেই বারকয় ফোন এসেছে অপরিচিত নম্বর থেকে। এরপরেই পুলিশের দ্বারস্থ হন কিষাণবাবুর পরিবার। আজ সকাল থেকেই কোমড় বেঁধে তদন্তে নেমেছে পুলিশ। যদিও এখনও কোন সূত্র মেলেনি। সূত্রের খবর, অপরিচিত নম্বর থেকে ফোন করে কিষাণবাবুর মুক্তিপণ চাওয়া হয়েছে। সে বিষয়টি ক্ষতিয়ে দেখছে পুলিশ।

Body:জানা গিয়েছে গতকাল সকালে সাড়ে ন'টা নাগাদ বাড়ি থেকে রওনা দিয়েছিলেন চার্টার্ড অ্যাকাউনট্যান্ট কিষাণ কুমাএ আগরওয়াল। এরপর ফোনে কথা হয় সাড়ে ১০ টা নাগাদ। তারপর আর ফোনে যোগাযোগ সম্ভব হয়নি পরিবারের লোকের। এরপর সন্ধ্যে ৮ টা পেড়িয়ে গেলেও কোন খোঁজ না মেলায় পুলিশের দ্বারস্থ হন পরিবারের লোকেরা। সেই থেকেই শুরু হয় তদন্ত। যদিও এখনও কোন খোঁজ নেই ওই ব্যক্তির৷ এদিকে সূত্রের খবর, ঘটনার পর ওইদিনই বারকয় এক অপরিচিত নম্বর থেকে ফোন আসে কিষাণবাবুর পরিবারের লোকের কাছে। জানা গিয়েছে, ফোন মারফৎ মুক্তিপন দাবী করা হয়েছে পরিবারের লোকের কাছে৷ যদিও পরিবারের লোকেরা এবিষয়ে কোন মন্তব্য করতে নারাজ।

Conclusion:এদিকে ঘটনাটি চাউর হতেই পরিবারের লোকের সঙ্গে কথা বলতে হাজির হন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রঞ্জণ সরকার। পরিবার ও পুলিশ আধিকারীকদের সঙ্গে কথা বলার পর সংবাদমাধ্যমের সামনে উপস্থিত হয়ে তিনি বলেন, আমরা চাই উনি সুস্থভাবে ফিরে আসুক। আমরা যতটা শুনেছি ওনার বাড়িতে বারকয় ফোন এসেছিল। তবে সঠিক কি কথা হয়েছে জানা নেই৷ পুলিশ বিষয়টি ক্ষতিয়ে দেখছে। পাশাপাশি এই বিষয়টি আমরা দলের উচ্চ আধিকারীকদের কাছে জানাবো।

পুলিশ প্রশাসনের তরফে জানা গিয়েছে এই ঘটনায় তদন্ত চলছে। অতিদ্রুত খোঁজ মিলবে কিষাণ কুমার আগরওয়ালের।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.