শিলিগুড়ি, 1 মে : আজ উত্তরবঙ্গে ফের পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধি দল । আজ দুপুরে বিহার সীমান্ত এলাকা পরিদর্শন করে তারা । সেখান থেকে তারা নেপাল সীমান্ত এলাকা পরিদর্শনে যায় ৷ বিহার থেকে যেসব গাড়ি আসছে তা জীবানুমুক্ত করা হচ্ছে কি না, সেগুলি কীভাবে আসছে, কারা আসছে, কেউ অসুস্থ থাকলে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তাও খতিয়ে দেখে তারা ।
প্রতিনিধি দলের তরফে বিনীত যোশী বলেন, "কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুসারে এই এলাকা রেড জ়োনের আওতাভুক্ত । আমরা আগেও বলেছিলাম, রাজ্যের পরিস্থিতি আগের মতোই আছে । লকডাউন পালনে আরও কড়া হতে হবে রাজ্যকে ।" কেন্দ্রের প্রকাশিত সর্বশেষ তালিকায় উত্তরবঙ্গের চারটি জেলা- দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও মালদাকে রেড জ়োনের আওতায় ফেলা হয়েছে ।
লকডাউন চলার সময় বিভিন্ন এলাকায় অনেকেই রাস্তায় বের হচ্ছেন বলে মনে করছে দলটি । এই পরিস্থিতিতে পুলিশ কড়া পদক্ষেপ করছে না বলেই মনে করছে তারা । এই নিয়ে কেন্দ্রের কাছে রিপোর্ট জমা দেওয়ার পাশাপাশি গতকাল ডিভিশনাল কমিশনার অজিত রঞ্জন বর্ধনকে ডেকে নিজেদের ক্ষোভের কথাও জানিয়েছিল তারা ।