শিলিগুড়ি, 27 নভেম্বর : মহানন্দা অভয়ারণ্যে চালু হল কার সাফারি। আজ আনুষ্ঠানিকভাবে এর সূচনা হয় । ছিলেন রাজ্য চিড়িয়াখানা কর্তৃপক্ষের সদস্য সচিব বিনোদকুমার যাদব, অতিরিক্ত মুখ্য বনপাল(পাহাড়) বিনোদ জাখর, দার্জিলিঙের পদ্মজা নাইডু জ়ুলজিকাল পার্কের ডিরেক্টর ধরমদেও রাই সহ অন্যরা।
কার সাফারি চালুর পাশাপাশি আজ মহানন্দা অভয়ারণ্যের মহানদী ফরেস্ট ব্লক এলাকায় মোট দশটি বিলুপ্তপ্রায় বন মুরগি ছাড়া হয়। এই প্রজাতির মুরগি মূলত পাহাড়ি এলাকায় দেখা যায়। এবার থেকে মহানন্দা অভয়ারণ্যেও দেখা যাবে ওই প্রজাতি ৷ এছাড়াও পর্যটকদের নজর কাড়তে ছাড়া হয় পাঁচটি কলিজ(পাখি)। বিনোদকুমার যাদব বলেন, "উত্তরবঙ্গে প্রায় 600-র বেশি প্রজাতির পাখি নজরে আসে। সেক্ষেত্রে প্রতি বছরের মতো এবারও পাখি গণনার কাজ চলবে।" পাশাপাশি বক্সার আদলে এবার মহানন্দা অভয়ারণ্যের লাটপাংচারে প্রথমবার পাখি উৎসবের আয়োজন করা হবে বলেও আজ জানান তিনি।
বিনোদ জাখর বলেন, কার সাফারি পর্যটকদের নজর কাড়বে। সেই লক্ষ্যে আপাতত একটি বাস চলবে। দিনে পাঁচটি সাফারি হবে। কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে 28 আসনের বাসে 18 জন পর্যটক নিয়ে সাফারি চলবে। অনলাইন ও অফলাইনে টিকিট বুকিংয়ের সুবিধাও থাকবে বলে জানান তিনি।
মহানন্দা অভয়ারণ্যে চালু কার সাফারি - অতিরিক্ত মুখ্যবনপাল(পাহাড়) বিনোদ জাখর
বক্সার আদলে এবার মহানন্দা অভয়ারণ্যের লাটপাংচারে পাখি উৎসবের আয়োজন করা হবে বলে আজ জানান রাজ্য চিড়িয়াখানা কর্তৃপক্ষের সদস্য সচিব বিনোদকুমার যাদব ৷
শিলিগুড়ি, 27 নভেম্বর : মহানন্দা অভয়ারণ্যে চালু হল কার সাফারি। আজ আনুষ্ঠানিকভাবে এর সূচনা হয় । ছিলেন রাজ্য চিড়িয়াখানা কর্তৃপক্ষের সদস্য সচিব বিনোদকুমার যাদব, অতিরিক্ত মুখ্য বনপাল(পাহাড়) বিনোদ জাখর, দার্জিলিঙের পদ্মজা নাইডু জ়ুলজিকাল পার্কের ডিরেক্টর ধরমদেও রাই সহ অন্যরা।
কার সাফারি চালুর পাশাপাশি আজ মহানন্দা অভয়ারণ্যের মহানদী ফরেস্ট ব্লক এলাকায় মোট দশটি বিলুপ্তপ্রায় বন মুরগি ছাড়া হয়। এই প্রজাতির মুরগি মূলত পাহাড়ি এলাকায় দেখা যায়। এবার থেকে মহানন্দা অভয়ারণ্যেও দেখা যাবে ওই প্রজাতি ৷ এছাড়াও পর্যটকদের নজর কাড়তে ছাড়া হয় পাঁচটি কলিজ(পাখি)। বিনোদকুমার যাদব বলেন, "উত্তরবঙ্গে প্রায় 600-র বেশি প্রজাতির পাখি নজরে আসে। সেক্ষেত্রে প্রতি বছরের মতো এবারও পাখি গণনার কাজ চলবে।" পাশাপাশি বক্সার আদলে এবার মহানন্দা অভয়ারণ্যের লাটপাংচারে প্রথমবার পাখি উৎসবের আয়োজন করা হবে বলেও আজ জানান তিনি।
বিনোদ জাখর বলেন, কার সাফারি পর্যটকদের নজর কাড়বে। সেই লক্ষ্যে আপাতত একটি বাস চলবে। দিনে পাঁচটি সাফারি হবে। কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে 28 আসনের বাসে 18 জন পর্যটক নিয়ে সাফারি চলবে। অনলাইন ও অফলাইনে টিকিট বুকিংয়ের সুবিধাও থাকবে বলে জানান তিনি।