ETV Bharat / city

শিলিগুড়িতে জোড়া অভিযান, বিপুল মাদক-সহ গ্রেফতার 6 - গাঁজা উদ্ধার

শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকায় জোড়া অভিযান ৷ উদ্ধার 1 কেজি 200 গ্রাম ব্রাউন সুগার এবং 25 কেজি গাঁজা ৷ ধৃত এক মহিলা-সহ ছ’জন ৷

brown sugar ganja recover in Siliguri
শিলিগুড়িতে জোড়া অভিযান, বিপুল মাদক-সহ গ্রেফতার 6
author img

By

Published : Jun 1, 2021, 6:57 PM IST

শিলিগুড়ি, 1 জুন : দু’টি অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ ব্রাউন সুগার ও গাঁজা ৷ মাদক পাচারের অভিযোগে এক মহিলা-সহ ছ’জনকে গ্রেফতার করল পুলিশ ৷ রবিবার রাতে ঘটনা দু’টি ঘটে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকায় ৷

brown sugar ganja recover in Siliguri
ব্রাউন সুগার পাচারের ঘটনায় ধৃত অভিযুক্তরা ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ ও মাটিগাড়া থানা যৌথ অভিযান চালায় ৷ তাতে উদ্ধার হয় 1 কেজি 200 গ্রাম ব্রাউন সুগার ৷ গ্রেফতার করা হয় চারজনকে ৷ ধৃতদের মধ্যে একজন মহিলা ৷ ধৃতদের মধ্যে ওয়াসিম আক্রম, আনসারুল মোমিন ও সাদ্দাম হোসেন মালদার কালিয়াচকের বাসিন্দা ৷ এছাড়া, ধৃত সোনম শাহ শিলিগুড়ি লাগোয়া মাটিগাড়ার বাসিন্দা ৷

রবিবার রাতে মাটিগাড়ার খাপরাইল মোড় সংলগ্ন এলাকায় যৌথভাবে অভিযান চালায় মাটিগাড়া থানার পুলিশ ও এসওজি ৷ একটি চারচাকা গাড়ি করে ওই মাদক ভারত-নেপাল সীমান্ত পার করে নেপালে পাচারের পরিকল্পনা ছিল পাচারকারীদের ৷ পুলিশ গাড়িটিকে তাড়া করে ধরে ফেলে ৷ এরপর ওই গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির ভিতরে থাকা একটি স্কুল ব্যাগের ভিতর থেকে প্রায় 20 লাখ টাকার মাদক উদ্ধার হয় ৷

আরও পড়ুন : মালদায় পিকআপ ভ্যানে উদ্ধার 10 লাখের ব্রাউন সুগার

অন্যদিকে, রবিবার রাতেই শিলিগুড়ি কমিশনারেটের আশিঘর ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে 25 কেজি গাঁজা উদ্ধার করে ৷ ঘটনায় দু’জন পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনায় ধৃতরা হলেন দক্ষিণ একতিয়াশালের বাসিন্দা সমীর রায় ও ভোলানাথ পাড়ার বাসিন্দা উমেশ রায় ৷ শিলিগুড়ি সংলগ্ন ইস্টার্ন বাইপাস লাগোয়া বাণেশ্বর মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে পুলিশ ৷ বাজারের ব্যাগে করে তাঁরা ওই গাঁজা শহরের বিভিন্ন জায়গায় বিক্রি করতেন বলে পুলিশি জেরায় স্বীকার করেছেন ওই দুই যুবক ৷ উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারদর প্রায় 2 লাখ টাকা ৷

শিলিগুড়ি, 1 জুন : দু’টি অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ ব্রাউন সুগার ও গাঁজা ৷ মাদক পাচারের অভিযোগে এক মহিলা-সহ ছ’জনকে গ্রেফতার করল পুলিশ ৷ রবিবার রাতে ঘটনা দু’টি ঘটে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকায় ৷

brown sugar ganja recover in Siliguri
ব্রাউন সুগার পাচারের ঘটনায় ধৃত অভিযুক্তরা ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ ও মাটিগাড়া থানা যৌথ অভিযান চালায় ৷ তাতে উদ্ধার হয় 1 কেজি 200 গ্রাম ব্রাউন সুগার ৷ গ্রেফতার করা হয় চারজনকে ৷ ধৃতদের মধ্যে একজন মহিলা ৷ ধৃতদের মধ্যে ওয়াসিম আক্রম, আনসারুল মোমিন ও সাদ্দাম হোসেন মালদার কালিয়াচকের বাসিন্দা ৷ এছাড়া, ধৃত সোনম শাহ শিলিগুড়ি লাগোয়া মাটিগাড়ার বাসিন্দা ৷

রবিবার রাতে মাটিগাড়ার খাপরাইল মোড় সংলগ্ন এলাকায় যৌথভাবে অভিযান চালায় মাটিগাড়া থানার পুলিশ ও এসওজি ৷ একটি চারচাকা গাড়ি করে ওই মাদক ভারত-নেপাল সীমান্ত পার করে নেপালে পাচারের পরিকল্পনা ছিল পাচারকারীদের ৷ পুলিশ গাড়িটিকে তাড়া করে ধরে ফেলে ৷ এরপর ওই গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির ভিতরে থাকা একটি স্কুল ব্যাগের ভিতর থেকে প্রায় 20 লাখ টাকার মাদক উদ্ধার হয় ৷

আরও পড়ুন : মালদায় পিকআপ ভ্যানে উদ্ধার 10 লাখের ব্রাউন সুগার

অন্যদিকে, রবিবার রাতেই শিলিগুড়ি কমিশনারেটের আশিঘর ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে 25 কেজি গাঁজা উদ্ধার করে ৷ ঘটনায় দু’জন পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনায় ধৃতরা হলেন দক্ষিণ একতিয়াশালের বাসিন্দা সমীর রায় ও ভোলানাথ পাড়ার বাসিন্দা উমেশ রায় ৷ শিলিগুড়ি সংলগ্ন ইস্টার্ন বাইপাস লাগোয়া বাণেশ্বর মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে পুলিশ ৷ বাজারের ব্যাগে করে তাঁরা ওই গাঁজা শহরের বিভিন্ন জায়গায় বিক্রি করতেন বলে পুলিশি জেরায় স্বীকার করেছেন ওই দুই যুবক ৷ উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারদর প্রায় 2 লাখ টাকা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.