ETV Bharat / city

Kalimpong Landslide : কালিম্পংয়ের মামখোলায় ধসে নিখোঁজ এক শ্রমিকের দেহ উদ্ধার - কালিম্পং

কালিম্পংয়ের মামখোলায় ধসে চাপা পড়া এক শ্রমিকের দেহ উদ্ধার হল বুধবার ৷ গত 30 জুলাই মামখোলায় সেবক-রংপো রেল প্রকল্পে ধসে তলিয়ে যান তিনজন শ্রমিক ৷ তাঁদের একজনের দেহ উদ্ধার হল আজ ৷ ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ৷

কালিম্পংয়ের মামখোলায় ধস
কালিম্পংয়ের মামখোলায় ধস
author img

By

Published : Aug 4, 2021, 10:05 PM IST

কালিম্পং, 4 অগস্ট : সম্প্রতি কালিম্পংয়ের মামখোলায় ধসে চাপা পড়ে তিনজন শ্রমিক নিখোঁজ হয়ে যান । বুধবার তাঁদের মধ্যে এক শ্রমিকের দেহ উদ্ধার হল । ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ এখনও নিখোঁজ রয়েছেন দুই শ্রমিক ৷ তাঁদের খোঁজে তল্লাশি জারি রয়েছে ৷

এদিন সকালে কালিঝোরা হাইডেল প্রকল্পে লোয়ার ড্যামে অরুণ রাইয়ের দেহ উদ্ধার করে তিস্তা রঙ্গিত রেসকিউ টিম । মৃত শ্রমিক কালিম্পং জেলার তারখোলার বাসিন্দা । উদ্ধারের পর ময়নাতদন্ত করে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় ।

গত 30 জুলাই মামখোলায় সেবক-রংপো রেল প্রকল্পে ধস নামে । তাতে দু'জন শ্রমিকের মৃত্যু হয় । আরও তিনজন শ্রমিক তিস্তায় তলিয়ে নিখোঁজ হয়ে যায় । বাকি আরও দু'জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় । তলিয়ে যাওয়া তিনজনের মধ্যে এদিন একজনের দেহ পাওয়া গেল । বাকি দু'জনের খোঁজে র‍্যাফটিং দল তিস্তায় তল্লাশি চালাচ্ছে ।

প্রশাসন সূত্রে খবর, ধসের পর থেকেই নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে ৷ তারা আশাবাদী বাকি দু'টি দেহও উদ্ধার হবে । এদিকে আহত দুই ব্যক্তি এখন আগের থেকে অনেকটাই ভাল রয়েছেন । তবে তাঁরা এখনও আতঙ্ক কাটিয়ে উঠতে পারেননি ।

আরও পড়ুন : টানা বৃষ্টির জেরে আবারও ধস কালিম্পংয়ে, ধস নামল দার্জিলিংয়েও

কালিম্পং, 4 অগস্ট : সম্প্রতি কালিম্পংয়ের মামখোলায় ধসে চাপা পড়ে তিনজন শ্রমিক নিখোঁজ হয়ে যান । বুধবার তাঁদের মধ্যে এক শ্রমিকের দেহ উদ্ধার হল । ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ এখনও নিখোঁজ রয়েছেন দুই শ্রমিক ৷ তাঁদের খোঁজে তল্লাশি জারি রয়েছে ৷

এদিন সকালে কালিঝোরা হাইডেল প্রকল্পে লোয়ার ড্যামে অরুণ রাইয়ের দেহ উদ্ধার করে তিস্তা রঙ্গিত রেসকিউ টিম । মৃত শ্রমিক কালিম্পং জেলার তারখোলার বাসিন্দা । উদ্ধারের পর ময়নাতদন্ত করে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় ।

গত 30 জুলাই মামখোলায় সেবক-রংপো রেল প্রকল্পে ধস নামে । তাতে দু'জন শ্রমিকের মৃত্যু হয় । আরও তিনজন শ্রমিক তিস্তায় তলিয়ে নিখোঁজ হয়ে যায় । বাকি আরও দু'জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় । তলিয়ে যাওয়া তিনজনের মধ্যে এদিন একজনের দেহ পাওয়া গেল । বাকি দু'জনের খোঁজে র‍্যাফটিং দল তিস্তায় তল্লাশি চালাচ্ছে ।

প্রশাসন সূত্রে খবর, ধসের পর থেকেই নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে ৷ তারা আশাবাদী বাকি দু'টি দেহও উদ্ধার হবে । এদিকে আহত দুই ব্যক্তি এখন আগের থেকে অনেকটাই ভাল রয়েছেন । তবে তাঁরা এখনও আতঙ্ক কাটিয়ে উঠতে পারেননি ।

আরও পড়ুন : টানা বৃষ্টির জেরে আবারও ধস কালিম্পংয়ে, ধস নামল দার্জিলিংয়েও

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.