ETV Bharat / city

কোরোনা আতঙ্কে বন্ধ রক্তদান শিবির, হাহাকার ব্ল্যাড ব্যাঙ্কে - কোরোনা আতঙ্কে বন্ধ রক্তদান শিবির, হাহাকার ব্ল্যাড ব্যাঙ্কে

পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন ক্লাব এবং স্বেচ্ছাসেবী সংস্থা গুলোকে দ্রুত রক্তদান শিবির করার অনুরোধ জানিয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল ৷

blood bank closed remain corona fear in uttar banga medical
উত্তরবঙ্গ মেডিকেলের ব্লাড ব্যাঙ্কে রক্তের হাহাকার
author img

By

Published : Mar 16, 2020, 10:20 PM IST

শিলিগুড়ি, 16 মার্চ : কোরোনা আতঙ্কে বন্ধ একাধিক রক্তদান শিবির । এর জেরে চরম সংকটে ভুগছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক । উত্তরবঙ্গের আটটি জেলা ছাড়াও প্রতিবেশী রাজ্যগুলি থেকেও প্রতিদিন এখানে বহু রোগী আসেন । দৈনিক গড় চাহিদা 80 ইউনিট রক্ত । এই পরিস্থিতিতে মজুত রয়েছে মাত্র 100 ইউনিট রক্ত ৷

শিলিগুড়ি, 16 মার্চ : কোরোনা আতঙ্কে বন্ধ একাধিক রক্তদান শিবির । এর জেরে চরম সংকটে ভুগছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক । উত্তরবঙ্গের আটটি জেলা ছাড়াও প্রতিবেশী রাজ্যগুলি থেকেও প্রতিদিন এখানে বহু রোগী আসেন । দৈনিক গড় চাহিদা 80 ইউনিট রক্ত । এই পরিস্থিতিতে মজুত রয়েছে মাত্র 100 ইউনিট রক্ত ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.