ETV Bharat / city

বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে শিলিগুড়িতে বিক্ষোভ যুব মোর্চার, গ্রেপ্তার 3 - বিদ্যুৎ বিল

কোরোনা পরিস্থিতিতে জনসাধারণের খানিকটা আর্থিক চাপ শিলিগুড়িতে বিক্ষোভ BJP যুব মোর্চার । ঘটনায় গ্রেপ্তার তিন জন সমর্থক ।

siliguri
বিদ্যুত বিল মুকুবের দাবিতে শিলিগুড়িতে বিক্ষোভ যুব মোর্চার, গ্রেপ্তার ৩
author img

By

Published : Jul 1, 2020, 2:35 PM IST

Updated : Jul 2, 2020, 6:18 AM IST

শিলিগুড়ি, 1 জুলাই : বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে আজ সকালে শিলিগুড়ির সেবক রোডে বসে বিক্ষোভ যুবমোর্চার । ঘটনায় গ্রেপ্তার তিন জন সমর্থক ।

BJP যুব মোর্চার দাবি, লকডাউন পরিস্থিতিতে আর্থিক সংকটে ভুগছেন বাসিন্দারা । এই পরিস্থিতিতে বিদ্যুতের বিল মুকুব করা হলে কিছুটা সুরাহা হতে পারে বাসিন্দাদের । কিন্তু এই নিয়ে রাজ্য সরকারের কাছে দাবি জানান হলেও বিল মুকুব করা হচ্ছে না । এই পরিস্থিতিতে আজ শিলিগুড়িতে বিদ্যুত বিভাগের অফিসে বিক্ষোভ দেখায় যুব মোর্চা । সামাজিক দুরত্ব মেনেই সেখানে বিক্ষোভ দেখান মোর্চা সমর্থকেরা । পুলিশ এসে আন্দোলনকারীদের বাধা দেয় । আন্দোলনকারীরা আন্দোলন তুলে নিতে না চাইলে তিনজনকে গ্রেপ্তার করে নিয়ে যান ভক্তিনগর থানার পুলিশ কর্মীরা ।

কী কারণে শিলিগুড়িতে বিক্ষোভ করলেন BJP-র যুব মোর্চা

বিদ্যুৎ বিভাগের তরফে অবশ্য জানানো হয়েছে, আপাতত বাড়িতে বাড়িতে মিটার রিডিং নেওয়া হচ্ছে না । বিল জমা না পড়লে লাইন কাটাও হচ্ছে না । তবে, বিল মুকুব নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি ।

শিলিগুড়ি, 1 জুলাই : বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে আজ সকালে শিলিগুড়ির সেবক রোডে বসে বিক্ষোভ যুবমোর্চার । ঘটনায় গ্রেপ্তার তিন জন সমর্থক ।

BJP যুব মোর্চার দাবি, লকডাউন পরিস্থিতিতে আর্থিক সংকটে ভুগছেন বাসিন্দারা । এই পরিস্থিতিতে বিদ্যুতের বিল মুকুব করা হলে কিছুটা সুরাহা হতে পারে বাসিন্দাদের । কিন্তু এই নিয়ে রাজ্য সরকারের কাছে দাবি জানান হলেও বিল মুকুব করা হচ্ছে না । এই পরিস্থিতিতে আজ শিলিগুড়িতে বিদ্যুত বিভাগের অফিসে বিক্ষোভ দেখায় যুব মোর্চা । সামাজিক দুরত্ব মেনেই সেখানে বিক্ষোভ দেখান মোর্চা সমর্থকেরা । পুলিশ এসে আন্দোলনকারীদের বাধা দেয় । আন্দোলনকারীরা আন্দোলন তুলে নিতে না চাইলে তিনজনকে গ্রেপ্তার করে নিয়ে যান ভক্তিনগর থানার পুলিশ কর্মীরা ।

কী কারণে শিলিগুড়িতে বিক্ষোভ করলেন BJP-র যুব মোর্চা

বিদ্যুৎ বিভাগের তরফে অবশ্য জানানো হয়েছে, আপাতত বাড়িতে বাড়িতে মিটার রিডিং নেওয়া হচ্ছে না । বিল জমা না পড়লে লাইন কাটাও হচ্ছে না । তবে, বিল মুকুব নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি ।

Last Updated : Jul 2, 2020, 6:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.