ETV Bharat / city

Binay Tamang : আচমকা মোর্চা থেকে পদত্যাগ বিনয়ের, পাহাড়ে নতুন রাজনৈতিক সমীকরণ - Anit Thapa

বৃহস্পতিবার আচমকাই মোর্চা থেকে পদত্যাগ করলেন বিনয় তামাং (Binay Tamang) ৷ এদিন নিজ বাসভবনে সাংবাদিক বৈঠক করে মোর্চার সভাপতি এবং সদস্য পদ থেকে পদত্যাগের কথা ঘোষণা করেন ৷

মোর্চা থেকে পদত্যাগ বিনয় তামাংয়ের ৷
মোর্চা থেকে পদত্যাগ বিনয় তামাংয়ের ৷
author img

By

Published : Jul 15, 2021, 5:29 PM IST

Updated : Jul 15, 2021, 5:50 PM IST

শিলিগুড়ি, 15 জুলাই : ফের রাজনৈতিক আলোচনায় পাহাড় । বৃহস্পতিবার আচমকা গোর্খা জনমুক্তি মোর্চার (Gorkha Janmukti Morcha) সভাপতির পদ ও মোর্চার সদস্য পদ থেকে পদত্যাগ করেন বিনয় তামাং (Binay Tamang) । তাঁর ওই পদত্যাগের পরই রাজনৈতিক মহলে তুমুল শোরগোল পড়ে গিয়েছে । এদিন দার্জিলিংয়ের নিজ বাসভবনে সাংবাদিক বৈঠক করে পদত্যাগের কথা ঘোষণা করেন বিনয় তামাং ।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিনয় তামাং বলেন, "নির্বাচনে পরাজয়ের পর আমি ফলাফল নিয়ে পর্যালোচনা করেছি । পরাজয় আমি স্বীকার করে নিচ্ছি । তার জন্য কারো উপর দোষ চাপিয়ে দেব না । পাহাড় ও পাহাড়বাসীর স্বার্থে পদত্যাগ করছি ৷ এখন থেকে পাহাড়ে বিনয়পন্থী মোর্চা বলে কিছু রইল না ।" পাশাপাশি তিনি বলেন, "মোর্চার পতাকা মোর্চার প্রতিষ্ঠাতা সদস্য বিমল গুরুংয়ের কাছে সম্মানের সঙ্গে তুলে দেব ।" তাঁর পদত্যাগের পর পাহাড়ের রাজনীতিতে বিনয়পন্থী গোর্খা জনমুক্তি মোর্চা বলে আর কিছু রইল না ।

বিধানসভা নির্বাচনের পর থেকেই সহ সভাপতি অনিত থাপার সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছিল । দলের সাংগঠনিক বিষয়ে সম্পূর্ণ দায়ভার নিয়ে নিয়েছিলেন অনিত । দলীয় সূত্রে জানা গিয়েছে, দলের বৈঠকেও আর ডাকা হচ্ছিল না বিনয়কে ৷ পদত্যাগের পর এবার বিনয় তৃণমূল কংগ্রেস নাকি ফের বিমল শিবিরে নাম লেখাবেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে ৷ তবে বিনয়ের পদত্যাগের পর স্তম্ভিত তার ছায়াসঙ্গী অনিত থাপা (Anit Thapa) । অনিত বলেন, "আমি সংবাদমাধ্যম থেকে তাঁর পদত্যাগের খবর পেয়েছি ৷ আমি নিজেও স্তম্ভিত । জানি না কেন তিনি এই পদক্ষেপ নিলেন । আমি দলের নেতৃত্বর সঙ্গে আলোচনার পর কিছু বলতে পারব ।"

বিনয়ের সিদ্ধান্তকে একদিকে স্বাগত জানিয়েছেন মোর্চা সুপ্রিমো বিমল গুরুং (Bimal Gurung) । গুরুং বলেন, "দল গঠনের সময় বিনয় তামাং একজন প্রতিষ্ঠাতা সদস্য । ওঁর অধিকার রয়েছে । তাঁর সিদ্ধান্তকে স্বাগত জানাই ।"

1999 সালে জিএনএলএফের (Gorkha National Liberation Front- GNLF) হাত ধরে রাজনৈতিক জীবনের অধ্যায় শুরু হয়েছিল বিনয় তামাংয়ের । তারপর 2007 সালে বিমল গুরুংয়ের সঙ্গে মিলে গোর্খা জনমুক্তি মোর্চায় যোগদান করেন । দু'টো বড় অধ্যায়ের পর এবার মোর্চা থেকে পদত্যাগ করার পর রাজনীতি না ছেড়ে খুব দ্রুত তৃতীয় অধ্যায়ের সূচনা করবেন বলে স্পষ্ট জানিয়েছেন বিনয় তামাং ।

আরও পড়ুন : বিজেপির যুব মোর্চার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হলেন রাজু বিস্তা

শিলিগুড়ি, 15 জুলাই : ফের রাজনৈতিক আলোচনায় পাহাড় । বৃহস্পতিবার আচমকা গোর্খা জনমুক্তি মোর্চার (Gorkha Janmukti Morcha) সভাপতির পদ ও মোর্চার সদস্য পদ থেকে পদত্যাগ করেন বিনয় তামাং (Binay Tamang) । তাঁর ওই পদত্যাগের পরই রাজনৈতিক মহলে তুমুল শোরগোল পড়ে গিয়েছে । এদিন দার্জিলিংয়ের নিজ বাসভবনে সাংবাদিক বৈঠক করে পদত্যাগের কথা ঘোষণা করেন বিনয় তামাং ।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিনয় তামাং বলেন, "নির্বাচনে পরাজয়ের পর আমি ফলাফল নিয়ে পর্যালোচনা করেছি । পরাজয় আমি স্বীকার করে নিচ্ছি । তার জন্য কারো উপর দোষ চাপিয়ে দেব না । পাহাড় ও পাহাড়বাসীর স্বার্থে পদত্যাগ করছি ৷ এখন থেকে পাহাড়ে বিনয়পন্থী মোর্চা বলে কিছু রইল না ।" পাশাপাশি তিনি বলেন, "মোর্চার পতাকা মোর্চার প্রতিষ্ঠাতা সদস্য বিমল গুরুংয়ের কাছে সম্মানের সঙ্গে তুলে দেব ।" তাঁর পদত্যাগের পর পাহাড়ের রাজনীতিতে বিনয়পন্থী গোর্খা জনমুক্তি মোর্চা বলে আর কিছু রইল না ।

বিধানসভা নির্বাচনের পর থেকেই সহ সভাপতি অনিত থাপার সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছিল । দলের সাংগঠনিক বিষয়ে সম্পূর্ণ দায়ভার নিয়ে নিয়েছিলেন অনিত । দলীয় সূত্রে জানা গিয়েছে, দলের বৈঠকেও আর ডাকা হচ্ছিল না বিনয়কে ৷ পদত্যাগের পর এবার বিনয় তৃণমূল কংগ্রেস নাকি ফের বিমল শিবিরে নাম লেখাবেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে ৷ তবে বিনয়ের পদত্যাগের পর স্তম্ভিত তার ছায়াসঙ্গী অনিত থাপা (Anit Thapa) । অনিত বলেন, "আমি সংবাদমাধ্যম থেকে তাঁর পদত্যাগের খবর পেয়েছি ৷ আমি নিজেও স্তম্ভিত । জানি না কেন তিনি এই পদক্ষেপ নিলেন । আমি দলের নেতৃত্বর সঙ্গে আলোচনার পর কিছু বলতে পারব ।"

বিনয়ের সিদ্ধান্তকে একদিকে স্বাগত জানিয়েছেন মোর্চা সুপ্রিমো বিমল গুরুং (Bimal Gurung) । গুরুং বলেন, "দল গঠনের সময় বিনয় তামাং একজন প্রতিষ্ঠাতা সদস্য । ওঁর অধিকার রয়েছে । তাঁর সিদ্ধান্তকে স্বাগত জানাই ।"

1999 সালে জিএনএলএফের (Gorkha National Liberation Front- GNLF) হাত ধরে রাজনৈতিক জীবনের অধ্যায় শুরু হয়েছিল বিনয় তামাংয়ের । তারপর 2007 সালে বিমল গুরুংয়ের সঙ্গে মিলে গোর্খা জনমুক্তি মোর্চায় যোগদান করেন । দু'টো বড় অধ্যায়ের পর এবার মোর্চা থেকে পদত্যাগ করার পর রাজনীতি না ছেড়ে খুব দ্রুত তৃতীয় অধ্যায়ের সূচনা করবেন বলে স্পষ্ট জানিয়েছেন বিনয় তামাং ।

আরও পড়ুন : বিজেপির যুব মোর্চার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হলেন রাজু বিস্তা

Last Updated : Jul 15, 2021, 5:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.