ETV Bharat / city

উৎসবের মরশুমে পাহাড়ে বনধ প্রত্যাহারের আবেদন বিনয় তামাঙের - বিনয় তামাং

উৎসবের মরশুম ৷ পর্যটক ও সাধারণ মানুষের কথা ভেবে 29 তারিখের বনধ প্রত্যাহারের জন্য যুব মোর্চাকে আবেদন বিনয় তামাঙের৷

Binay Tamang request of withdraw strike on 29th December
বিনয় তামাং
author img

By

Published : Dec 26, 2019, 12:41 PM IST

Updated : Dec 26, 2019, 7:48 PM IST

শিলিগুড়ি, 26 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে যুব মোর্চার তরফে পাহাড়ে 29 ডিসেম্বর 12 ঘণ্টা বনধের ডাক দেওয়া হয়েছিল ৷ যদিও এখন তা প্রত্যাহার করতে চাইছে মোর্চা ৷ শিলিগুড়িতে আজ বিনয় তামাং জানান, বনধ হলে সাধারণ মানুষের অসুবিধা হবে ৷ পর্যটকদের বিপদে ফেলে নয়, বরং সবাইকে সঙ্গে নিয়েই আন্দোলন করা হোক ৷ তিনি বনধ প্রত্যাহারের আবেদন জানান ৷

গতকাল শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে মোর্চা সভাপতি বলেন, "যুব মোর্চা আমাদের একটি সংগঠন । আমাদের দলের নীতি দার্জিলিং-কে বনধ মুক্ত জ়োন ঘোষণা করা । তাছাড়া আমরা আগেও বলেছি পাহাড়ে আর কোনও পরিস্থিতিতেই বনধ হবে না । তবে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ জানাতে যুব মোর্চার তরফে পাহাড়ে 29 ডিসেম্বর বনধ ডাকা হয়েছিল । কিন্তু এই সময় পর্যটনের ভরা মরশুম । প্রচুর পর্যটক পাহাড়ে আসছেন । তাছাড়া বড়দিন উদযাপন হচ্ছে । এছাড়া একাধিক উৎসব রয়েছে সামনে । এই পরিস্থিতিতে বনধ হলে ভুগতে হবে সাধারণ বাসিন্দাদের । তাই আমরা যুব মোর্চার কাছে অনুরোধ করছি ওই বনধ প্রত্যাহার করে নিন । আন্দোলন হোক মানুষকে সঙ্গে নিয়ে ।"

দেখুন ভিডিয়ো...

তিনি আরও বলেন, "আমাদের আন্দোলন চলবে ৷ 29 তারিখে বনধের বদলে দু'টি ভাগে আমরা আন্দোলন করব ৷ 28 ডিসেম্বর প্রতিবাদ মিছিল করা হবে ৷ জানুয়ারি মাসের 5 তারিখ আরও একটি প্রতিবাদ মিছিল করা হবে ৷ "

শিলিগুড়ি, 26 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে যুব মোর্চার তরফে পাহাড়ে 29 ডিসেম্বর 12 ঘণ্টা বনধের ডাক দেওয়া হয়েছিল ৷ যদিও এখন তা প্রত্যাহার করতে চাইছে মোর্চা ৷ শিলিগুড়িতে আজ বিনয় তামাং জানান, বনধ হলে সাধারণ মানুষের অসুবিধা হবে ৷ পর্যটকদের বিপদে ফেলে নয়, বরং সবাইকে সঙ্গে নিয়েই আন্দোলন করা হোক ৷ তিনি বনধ প্রত্যাহারের আবেদন জানান ৷

গতকাল শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে মোর্চা সভাপতি বলেন, "যুব মোর্চা আমাদের একটি সংগঠন । আমাদের দলের নীতি দার্জিলিং-কে বনধ মুক্ত জ়োন ঘোষণা করা । তাছাড়া আমরা আগেও বলেছি পাহাড়ে আর কোনও পরিস্থিতিতেই বনধ হবে না । তবে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ জানাতে যুব মোর্চার তরফে পাহাড়ে 29 ডিসেম্বর বনধ ডাকা হয়েছিল । কিন্তু এই সময় পর্যটনের ভরা মরশুম । প্রচুর পর্যটক পাহাড়ে আসছেন । তাছাড়া বড়দিন উদযাপন হচ্ছে । এছাড়া একাধিক উৎসব রয়েছে সামনে । এই পরিস্থিতিতে বনধ হলে ভুগতে হবে সাধারণ বাসিন্দাদের । তাই আমরা যুব মোর্চার কাছে অনুরোধ করছি ওই বনধ প্রত্যাহার করে নিন । আন্দোলন হোক মানুষকে সঙ্গে নিয়ে ।"

দেখুন ভিডিয়ো...

তিনি আরও বলেন, "আমাদের আন্দোলন চলবে ৷ 29 তারিখে বনধের বদলে দু'টি ভাগে আমরা আন্দোলন করব ৷ 28 ডিসেম্বর প্রতিবাদ মিছিল করা হবে ৷ জানুয়ারি মাসের 5 তারিখ আরও একটি প্রতিবাদ মিছিল করা হবে ৷ "

Intro:নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা পাহাড়ে যুব মোর্চার তরফে আগামী 29 ডিসেম্বর 12 ঘণ্টা বন্ধের ডাক দেওয়া হলেও এখন তা প্রত্যাহার করে দিতে চাইছে মোর্চা। শিলিগুড়িতে আজ বিনয় তামাং বলেন এই বনধ হলে তাতে মানুষের অসুবিধা হবে। তাই মানুষকে বিপদে ফেলে নয়, আন্দোলন করুন মানুষকে সঙ্গে নিয়ে। আমাদের অনুরোধ যুব মোর্চা ওই বনধ প্রত্যাহার করে নিন।।


Body:আজ শিলিগুড়িতে পিনটেইল ভিলেজে সাংবাদিক বৈঠকে মোর্চা সভাপতি বিনয় তামাং বলেন যুব মোর্চা আমাদের একটি সংগঠন। আমাদের দলের নীতি দার্জিলিঙকে স্ট্রাইক ফ্রী জোন হিসেবে ঘোষণা করা। তাছাড়া আমরা আগেও বলেছি পাহাড়ে আর কোন পরিস্থিতিতেই বন্ধ হবে না। তবে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ জানাতে যুব মোর্চার তরফে পাহারে 29 শে ডিসেম্বর বনধ ডাকা হয়েছে। এই সময় পর্যটনের ভরা মরসুম। প্রচুর পর্যটক পাহারে আসছেন। তাছাড়া ক্রিসমাস উদযাপন হচ্ছে। পাহারে। এছাড়া একাধিক উৎসব রয়েছে। এই পরিস্থিতিতে বনধ হলে তাতে ভুগতে হবে সাধারণ বাসিন্দাদের। তাই আমরা যুব মোর্চার কাছে অনুরোধ করছি ওই বনধ প্রত্যাহার করে নিন। আন্দোলন হোক মানুষকে সঙ্গে নিয়ে।


Conclusion:
Last Updated : Dec 26, 2019, 7:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.