শিলিগুড়ি, 26 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে যুব মোর্চার তরফে পাহাড়ে 29 ডিসেম্বর 12 ঘণ্টা বনধের ডাক দেওয়া হয়েছিল ৷ যদিও এখন তা প্রত্যাহার করতে চাইছে মোর্চা ৷ শিলিগুড়িতে আজ বিনয় তামাং জানান, বনধ হলে সাধারণ মানুষের অসুবিধা হবে ৷ পর্যটকদের বিপদে ফেলে নয়, বরং সবাইকে সঙ্গে নিয়েই আন্দোলন করা হোক ৷ তিনি বনধ প্রত্যাহারের আবেদন জানান ৷
গতকাল শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে মোর্চা সভাপতি বলেন, "যুব মোর্চা আমাদের একটি সংগঠন । আমাদের দলের নীতি দার্জিলিং-কে বনধ মুক্ত জ়োন ঘোষণা করা । তাছাড়া আমরা আগেও বলেছি পাহাড়ে আর কোনও পরিস্থিতিতেই বনধ হবে না । তবে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ জানাতে যুব মোর্চার তরফে পাহাড়ে 29 ডিসেম্বর বনধ ডাকা হয়েছিল । কিন্তু এই সময় পর্যটনের ভরা মরশুম । প্রচুর পর্যটক পাহাড়ে আসছেন । তাছাড়া বড়দিন উদযাপন হচ্ছে । এছাড়া একাধিক উৎসব রয়েছে সামনে । এই পরিস্থিতিতে বনধ হলে ভুগতে হবে সাধারণ বাসিন্দাদের । তাই আমরা যুব মোর্চার কাছে অনুরোধ করছি ওই বনধ প্রত্যাহার করে নিন । আন্দোলন হোক মানুষকে সঙ্গে নিয়ে ।"
তিনি আরও বলেন, "আমাদের আন্দোলন চলবে ৷ 29 তারিখে বনধের বদলে দু'টি ভাগে আমরা আন্দোলন করব ৷ 28 ডিসেম্বর প্রতিবাদ মিছিল করা হবে ৷ জানুয়ারি মাসের 5 তারিখ আরও একটি প্রতিবাদ মিছিল করা হবে ৷ "