ETV Bharat / city

Bimal announces support to Mamata : 24-এ মমতার পাশে থাকার ঘোষণা বিমল গুরুংয়ের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং ৷ 2024-এ মমতার দলকেই সমর্থনের ঘোষণা করেছেন তিনি (Bimal Gurung announces support to Mamata Banerjee in 2024) ৷

bimal gurung announces to support mamata banerjee in 2024
bimal announces to support mamata : 24-এ মমতার পাশে থাকার ঘোষণা বিমল গুরুংয়ের
author img

By

Published : Dec 7, 2021, 2:16 PM IST

Updated : Dec 7, 2021, 5:45 PM IST

শিলিগুড়ি, 7 ডিসেম্বর : কলকাতা থেকে ফিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং (Bimal Gurung praises Mamata Banerjee) ৷ মঙ্গলবার সকালে তিনি ট্রেনে কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছান ৷ সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা জানান ৷

তিনি বলেন, ‘‘রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়, তরাই, ডুয়ার্সের জন্য খুব ভালো কাজ করছে । আমরা তাঁর সঙ্গে আছি । সারা দেশের মুখ এখন তিনি । আর আমরা 2024 সালে তাঁকে ভাল জায়গায় দেখতে চাই ।’’

এখানে উল্লেখ করা প্রয়োজন যে পাহাড়ের একাধিক দাবি নিয়ে কলকাতা সফরে গিয়েছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার 15 সদসস্যের এক প্রতিনিধি দল । সেই দলে বিমল গুরুং, রোশন গিরি-সহ মোর্চার আরও অনেক গুরুত্বপূর্ণ নেতা ছিলেন ৷ 15 দিন ধরে তাঁরা কলকাতায় রাজ্যের বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে দেখা করেন ৷ পাহাড়বাসীর সমস্যার কথা মন্ত্রীদের তাঁরা জানান ।

বিমল গুরুং জানিয়েছেন, তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করতে চাইলেও তিনি ব্যস্ত থাকায় তা সম্ভব হয়নি ৷ তবে ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Bimal Gurung Abhishek Banerjee Meeting) সঙ্গে দেখা করে পাহাড় সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান দাবি করেন । তারপর জিটিএ নির্বাচন করার দাবিও জানান ।

এই নিয়ে বিমল গুরুং বলেন, ‘‘আমাদের এই সফর খুব ভাল হয়েছে । আমরা আমাদের দাবিদাওয়া নিয়ে বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছি । তাঁরাও ইতিবাচক সাড়া দিয়েছেন আমাদের । পাহাড়ে পৌঁছে আমরা একটি দলীয় বৈঠক করব সেখানেই এসব নিয়ে আলোচনা হবে ।’’

আরও পড়ুন : Anjan Dutt on separate Gorkhaland : 'শৈশবের দার্জিলিংটা' কতটা বাঙালির ? দেখাবেন অঞ্জন, আপত্তি গোর্খাল্যান্ডে

এছাড়াও তিনি বলেন, ‘‘পাহাড়ে যাঁরা নতুন দল গড়ছে, তাঁদের অনেক অনেক শুভেচ্ছা । কিন্তু মনে রাখা উচিত সব দলের যাতে আলাদা আলাদা নীতি হয় ৷’’

শিলিগুড়ি, 7 ডিসেম্বর : কলকাতা থেকে ফিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং (Bimal Gurung praises Mamata Banerjee) ৷ মঙ্গলবার সকালে তিনি ট্রেনে কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছান ৷ সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা জানান ৷

তিনি বলেন, ‘‘রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়, তরাই, ডুয়ার্সের জন্য খুব ভালো কাজ করছে । আমরা তাঁর সঙ্গে আছি । সারা দেশের মুখ এখন তিনি । আর আমরা 2024 সালে তাঁকে ভাল জায়গায় দেখতে চাই ।’’

এখানে উল্লেখ করা প্রয়োজন যে পাহাড়ের একাধিক দাবি নিয়ে কলকাতা সফরে গিয়েছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার 15 সদসস্যের এক প্রতিনিধি দল । সেই দলে বিমল গুরুং, রোশন গিরি-সহ মোর্চার আরও অনেক গুরুত্বপূর্ণ নেতা ছিলেন ৷ 15 দিন ধরে তাঁরা কলকাতায় রাজ্যের বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে দেখা করেন ৷ পাহাড়বাসীর সমস্যার কথা মন্ত্রীদের তাঁরা জানান ।

বিমল গুরুং জানিয়েছেন, তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করতে চাইলেও তিনি ব্যস্ত থাকায় তা সম্ভব হয়নি ৷ তবে ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Bimal Gurung Abhishek Banerjee Meeting) সঙ্গে দেখা করে পাহাড় সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান দাবি করেন । তারপর জিটিএ নির্বাচন করার দাবিও জানান ।

এই নিয়ে বিমল গুরুং বলেন, ‘‘আমাদের এই সফর খুব ভাল হয়েছে । আমরা আমাদের দাবিদাওয়া নিয়ে বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছি । তাঁরাও ইতিবাচক সাড়া দিয়েছেন আমাদের । পাহাড়ে পৌঁছে আমরা একটি দলীয় বৈঠক করব সেখানেই এসব নিয়ে আলোচনা হবে ।’’

আরও পড়ুন : Anjan Dutt on separate Gorkhaland : 'শৈশবের দার্জিলিংটা' কতটা বাঙালির ? দেখাবেন অঞ্জন, আপত্তি গোর্খাল্যান্ডে

এছাড়াও তিনি বলেন, ‘‘পাহাড়ে যাঁরা নতুন দল গড়ছে, তাঁদের অনেক অনেক শুভেচ্ছা । কিন্তু মনে রাখা উচিত সব দলের যাতে আলাদা আলাদা নীতি হয় ৷’’

Last Updated : Dec 7, 2021, 5:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.