ETV Bharat / city

TMC leader arrested : নকল মদ তৈরি করে বিহারে পাচার, গ্রেফতার তৃণমূল নেতা - গ্রেফতার

নকল মদ তৈরি করে বিহারে পাচারের অভিযোগ ৷ কাঠগড়ায় শিলিগুড়ির এক তৃণমূল নেতা ৷ সোমবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করে বিহার পুলিশের একটি দল ৷ মঙ্গলবার ট্রানজিট রিমান্ডে বিহার নিয়ে যাওয়া হয় ৷ ধৃতের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই বলে দাবি জেলা তৃণমূল নেতৃত্বের ৷

Bihar police arrests TMC leader for producing and smuggling illegal liquor in Siliguri
TMC leader arrest : নকল মদ তৈরি করে বিহারে পাচার, গ্রেফতার তৃণমূল নেতা
author img

By

Published : Jul 20, 2021, 4:45 PM IST

Updated : Jul 20, 2021, 4:57 PM IST

শিলিগুড়ি, 20 জুলাই : নকল মদ তৈরি ও পাচারের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা ৷ ধৃতের নাম বিশ্বজিৎ সরকার ৷ সোমবার গভীর রাতে শিলিগুড়ির হাকিমপাড়া থেকে তাঁকে পাকড়াও করে বিহার পুলিশের একটি দল ৷ মঙ্গলবার তাঁকে ট্রানজিট রিমান্ডে বিহারে নিয়ে যাওয়া হয় ৷ সূত্রের দাবি, ধৃত বিশ্বজিৎ তৃণমূল কংগ্রেসের বিধাননগর-2-এর অঞ্চল সভাপতি ৷ অস্বীকার দলের জেলা নেতৃত্বের ৷ তাদের পাল্টা দাবি, এক বছর আগেই বিশ্বজিৎকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ৷ এমনকী, তাঁর সঙ্গে তৃণমূল দলেরই কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছেন জেলাস্তরের নেতারা ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি শহর লাগোয়া ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের বাসিন্দা এই বিশ্বজিৎ সরকার ৷ এলাকায় সকলেই তাঁকে তৃণমূলের দাপুটে নেতা বলে জানেন ৷ এমনকী, তাঁর স্ত্রীও একাধিকবার তৃণমূলের টিকিটে জিতে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য নির্বাচিত হয়েছেন ৷

আরও পড়ুন : শিশু পাচার চক্রে জড়িত অভিযোগে গ্রেফতার কেন্দ্রীয় স্কুলের অধ্যক্ষ

অভিযোগ, ফাঁসিদেওয়াতেই একটি নকল মদ তৈরির কারাখানা খুলেছিলেন বিশ্বজিৎ ৷ সেখানে মদ তৈরি করে তা বিহারে পাচার করতেন তিনি ৷ এ নিয়ে বিহারের একাধিক থানায় তাঁর নামে অভিযোগ দায়ের করা হয় ৷ সেই ঘটনার তদন্তে নেমেই বিশ্বজিতের খোঁজে পশ্চিমবঙ্গে এসে পৌঁছয় বিহার পুলিশের একটি দল ৷

সূত্রের খবর, বিশ্বজিতের নাগাল পেতে গত প্রায় 15 দিন ধরে নানা জায়গায় তল্লাশি চালাচ্ছিল পুলিশ ৷ শেষমেশ সোমবার রাতে তাঁর হদিশ পাওয়া যায় ৷ জানা যায়, শিলিগুড়়ির হাকিমপাড়ায় রয়েছেন তিনি ৷ এরপরই অভিযানে নামে পুলিশ ৷ গভীর রাতেই পাকড়াও করা হয় বিশ্বজিৎকে ৷ মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হলে সাত দিনের জন্য ট্রানজিট রিমান্ড দেন বিচারক ৷ এরপরই বিশ্বজিৎকে নিয়ে বিহার রওনা দেয় সেরাজ্যের পুলিশের দল৷

আরও পড়ুন : মঙ্গলকোটে তৃণমূলের অঞ্চল সভাপতি খুনে গ্রেফতার সহ-সভাপতি

এদিকে, এই ঘটনায় স্বাভাবিকভাবেই চড়তে শুরু করেছে রাজনীতির পারদ ৷ এলাকার এক তৃণমূল নেতার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় ঘটনার তীব্র সমালোচনা করেছে বিজেপি ৷ যদিও তৃণমূলের দাবি, ধৃত বিশ্বজিতের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই ৷ দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের নেতা তথা শিলিগুড়ি মহকুমা পরিষদের প্রাক্তন বিরোধী দলনেতা কাজল ঘোষ এই প্রসঙ্গে বলেন, ‘‘এক বছর আগেই বিশ্বজিৎকে অঞ্চল সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ৷ দলের সঙ্গে তাঁর কোনও সম্পর্কই নেই। আইন আইনের পথে চলবে ৷’’ অন্যদিকে, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি (পূর্ব, জোন-1) জয় টুডু বলেন, ‘‘অভিযানে বিহার পুলিশকে সহযোগিতা করা হয়েছে ৷ সব দিক খতিয়ে দেখা হচ্ছে ৷’’

শিলিগুড়ি, 20 জুলাই : নকল মদ তৈরি ও পাচারের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা ৷ ধৃতের নাম বিশ্বজিৎ সরকার ৷ সোমবার গভীর রাতে শিলিগুড়ির হাকিমপাড়া থেকে তাঁকে পাকড়াও করে বিহার পুলিশের একটি দল ৷ মঙ্গলবার তাঁকে ট্রানজিট রিমান্ডে বিহারে নিয়ে যাওয়া হয় ৷ সূত্রের দাবি, ধৃত বিশ্বজিৎ তৃণমূল কংগ্রেসের বিধাননগর-2-এর অঞ্চল সভাপতি ৷ অস্বীকার দলের জেলা নেতৃত্বের ৷ তাদের পাল্টা দাবি, এক বছর আগেই বিশ্বজিৎকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ৷ এমনকী, তাঁর সঙ্গে তৃণমূল দলেরই কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছেন জেলাস্তরের নেতারা ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি শহর লাগোয়া ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের বাসিন্দা এই বিশ্বজিৎ সরকার ৷ এলাকায় সকলেই তাঁকে তৃণমূলের দাপুটে নেতা বলে জানেন ৷ এমনকী, তাঁর স্ত্রীও একাধিকবার তৃণমূলের টিকিটে জিতে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য নির্বাচিত হয়েছেন ৷

আরও পড়ুন : শিশু পাচার চক্রে জড়িত অভিযোগে গ্রেফতার কেন্দ্রীয় স্কুলের অধ্যক্ষ

অভিযোগ, ফাঁসিদেওয়াতেই একটি নকল মদ তৈরির কারাখানা খুলেছিলেন বিশ্বজিৎ ৷ সেখানে মদ তৈরি করে তা বিহারে পাচার করতেন তিনি ৷ এ নিয়ে বিহারের একাধিক থানায় তাঁর নামে অভিযোগ দায়ের করা হয় ৷ সেই ঘটনার তদন্তে নেমেই বিশ্বজিতের খোঁজে পশ্চিমবঙ্গে এসে পৌঁছয় বিহার পুলিশের একটি দল ৷

সূত্রের খবর, বিশ্বজিতের নাগাল পেতে গত প্রায় 15 দিন ধরে নানা জায়গায় তল্লাশি চালাচ্ছিল পুলিশ ৷ শেষমেশ সোমবার রাতে তাঁর হদিশ পাওয়া যায় ৷ জানা যায়, শিলিগুড়়ির হাকিমপাড়ায় রয়েছেন তিনি ৷ এরপরই অভিযানে নামে পুলিশ ৷ গভীর রাতেই পাকড়াও করা হয় বিশ্বজিৎকে ৷ মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হলে সাত দিনের জন্য ট্রানজিট রিমান্ড দেন বিচারক ৷ এরপরই বিশ্বজিৎকে নিয়ে বিহার রওনা দেয় সেরাজ্যের পুলিশের দল৷

আরও পড়ুন : মঙ্গলকোটে তৃণমূলের অঞ্চল সভাপতি খুনে গ্রেফতার সহ-সভাপতি

এদিকে, এই ঘটনায় স্বাভাবিকভাবেই চড়তে শুরু করেছে রাজনীতির পারদ ৷ এলাকার এক তৃণমূল নেতার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় ঘটনার তীব্র সমালোচনা করেছে বিজেপি ৷ যদিও তৃণমূলের দাবি, ধৃত বিশ্বজিতের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই ৷ দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের নেতা তথা শিলিগুড়ি মহকুমা পরিষদের প্রাক্তন বিরোধী দলনেতা কাজল ঘোষ এই প্রসঙ্গে বলেন, ‘‘এক বছর আগেই বিশ্বজিৎকে অঞ্চল সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ৷ দলের সঙ্গে তাঁর কোনও সম্পর্কই নেই। আইন আইনের পথে চলবে ৷’’ অন্যদিকে, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি (পূর্ব, জোন-1) জয় টুডু বলেন, ‘‘অভিযানে বিহার পুলিশকে সহযোগিতা করা হয়েছে ৷ সব দিক খতিয়ে দেখা হচ্ছে ৷’’

Last Updated : Jul 20, 2021, 4:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.