ETV Bharat / city

শিলিগুড়িতে বোমা উদ্ধার, গ্রেফতার পাঁচ - বঙ্গ ভোট 2021

সোমবার মাঝরাতে গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার ইস্টার্ন বাইপাস সংলগ্ন কানকাটা মোড়ে অভিযান চালায় পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ । সেখান থেকে দু‘টি তাজা বোমা সহ পাঁচজনকে গ্রেফতার করা হয় ৷

শিলিগুড়িতে বোমা উদ্ধার
শিলিগুড়িতে বোমা উদ্ধার
author img

By

Published : Apr 6, 2021, 1:23 PM IST

শিলিগুড়ি, ৬ এপ্রিল : মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মাঝেই শিলিগুড়িতে বোমা উদ্ধার । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে ।

শিলিগুড়িতে ভোট প্রায় শিয়রে ৷ তার আগে শিলিগুড়িতে বোমা উদ্ধার মনে করিয়ে দিল, 2016 সালের কথা ৷ 2016 সালে শিলিগুড়িতে একই ভাবে বোমা উদ্ধার হয়েছিল ভোটের আগে ৷ সেবার মাটিগাড়া এলাকা থেকে একটি বোমা উদ্ধার করেছিল পুলিশ । সোমবার মাঝরাতে গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার ইস্টার্ন বাইপাস সংলগ্ন কানকাটা মোড়ে অভিযান চালায় পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ । সেখান থেকে দু‘টি তাজা বোমা সহ পাঁচজনকে গ্রেফতার করা হয় ৷ শিলিগুড়ির নেতাজিপাড়ার বাসিন্দা সুজিত সরকার, গোপাল বিশ্বাস, মধ্য শান্তিনগরের বাসিন্দা বাবু গুরুং ও গণেশ মন্ডল, ডাঙ্গিপাড়ার বাসিন্দা শঙ্কর দাসকে গ্রেফতার করে গোয়েন্দা বিভাগের পুলিশ । ধৃত সুজিত সরকারের দোকানের সিঁড়ির নীচে একটি ব্যাগে ওই বোমা দুটি লুকিয়ে রাখা হয়েছিল ।

ভোটের আগে শিলিগুড়িতে বোমা উদ্ধার

আরও পড়ুন : কার মুখে হাসি ফোটাতে ভোট দিলেন আব্বাস ?

নির্বাচনের সময় সন্ত্রাস ছড়াতেই ওই বোমা রাখা হয়েছিল বলে প্রাথমিক অনুমান পুলিশ আধিকারিকদের । যদিও এর আগে কোনও নির্বাচনেই শিলিগুড়িতে বোমাবাজি বা বড়সড় সন্ত্রাস হয়নি । কিন্তু ওই বোমা উদ্ধারের পর যথেষ্ট চিন্তিত কমিশনারেটের আধিকারিকরা । ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে গোয়েন্দা বিভাগ । বোমা দু‘টি সেখানেই তৈরি করা হয়েছিল নাকি বাইরে থেকে আনা হয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ ।

শিলিগুড়ি, ৬ এপ্রিল : মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মাঝেই শিলিগুড়িতে বোমা উদ্ধার । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে ।

শিলিগুড়িতে ভোট প্রায় শিয়রে ৷ তার আগে শিলিগুড়িতে বোমা উদ্ধার মনে করিয়ে দিল, 2016 সালের কথা ৷ 2016 সালে শিলিগুড়িতে একই ভাবে বোমা উদ্ধার হয়েছিল ভোটের আগে ৷ সেবার মাটিগাড়া এলাকা থেকে একটি বোমা উদ্ধার করেছিল পুলিশ । সোমবার মাঝরাতে গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার ইস্টার্ন বাইপাস সংলগ্ন কানকাটা মোড়ে অভিযান চালায় পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ । সেখান থেকে দু‘টি তাজা বোমা সহ পাঁচজনকে গ্রেফতার করা হয় ৷ শিলিগুড়ির নেতাজিপাড়ার বাসিন্দা সুজিত সরকার, গোপাল বিশ্বাস, মধ্য শান্তিনগরের বাসিন্দা বাবু গুরুং ও গণেশ মন্ডল, ডাঙ্গিপাড়ার বাসিন্দা শঙ্কর দাসকে গ্রেফতার করে গোয়েন্দা বিভাগের পুলিশ । ধৃত সুজিত সরকারের দোকানের সিঁড়ির নীচে একটি ব্যাগে ওই বোমা দুটি লুকিয়ে রাখা হয়েছিল ।

ভোটের আগে শিলিগুড়িতে বোমা উদ্ধার

আরও পড়ুন : কার মুখে হাসি ফোটাতে ভোট দিলেন আব্বাস ?

নির্বাচনের সময় সন্ত্রাস ছড়াতেই ওই বোমা রাখা হয়েছিল বলে প্রাথমিক অনুমান পুলিশ আধিকারিকদের । যদিও এর আগে কোনও নির্বাচনেই শিলিগুড়িতে বোমাবাজি বা বড়সড় সন্ত্রাস হয়নি । কিন্তু ওই বোমা উদ্ধারের পর যথেষ্ট চিন্তিত কমিশনারেটের আধিকারিকরা । ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে গোয়েন্দা বিভাগ । বোমা দু‘টি সেখানেই তৈরি করা হয়েছিল নাকি বাইরে থেকে আনা হয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.