ETV Bharat / city

উত্তরে সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে শিলিগুড়িতে সুনীল অরোরা - বিধানসভা নির্বাচন 2021

সোমবার শিলিগুড়িতে পৌঁছায় কেন্দ্রীয় নির্বাচন কমিশনের 13 সদস্যের এক বিশেষ প্রতিনিধি দল । উত্তরবঙ্গের আট জেলার প্রশাসন এবং উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের নিয়ে নির্বাচন সংক্রান্ত বিষয়ে বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার।

শিলিগুড়িতে সুনীল অরোরা
শিলিগুড়িতে সুনীল অরোরা
author img

By

Published : Mar 23, 2021, 2:39 PM IST

শিলিগুড়ি, 23 মার্চ : সুষ্ঠ ভাবে নির্বাচন পরিচালনা করতে শিলিগুড়ি পৌঁছালেন কেন্দ্রীয় মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল অরোরা । মঙ্গলবার শিলিগুড়ি সংলগ্ন সুখনায় একটি বেসরকারি হোটেলে ওঠেন নির্বাচনী আধিকারিক।

সোমবার শিলিগুড়িতে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের 13 সদস্যের এক বিশেষ প্রতিনিধি দল । নির্বাচন কমিশন এবং জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের আট জেলার জেলা প্রশাসন এবং উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের নিয়ে নির্বাচন সংক্রান্ত বিষয়ে বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার। নির্বাচন বিধি সংক্রান্ত বিষয়ে এখনও পর্যন্ত জেলা প্রশাসন এবং পুলিশের তরফে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে আর কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সে বিষয়ে আলোচনা করবেন অরোরা ।

শিলিগুড়িতে সুনীল অরোরা

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর চিকিৎসা সংক্রান্ত নথির ছবি তোলার চেষ্টা এসএসকেএম হাসপাতালে !

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা বলেন, " অসম থেকে নির্বাচন সংক্রান্ত বৈঠক করে এসেছি । পশ্চিমবঙ্গেও আলোচনা করব ৷ তারপর তামিলনাড়ুতে নির্বাচন সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে ।"

শিলিগুড়ি, 23 মার্চ : সুষ্ঠ ভাবে নির্বাচন পরিচালনা করতে শিলিগুড়ি পৌঁছালেন কেন্দ্রীয় মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল অরোরা । মঙ্গলবার শিলিগুড়ি সংলগ্ন সুখনায় একটি বেসরকারি হোটেলে ওঠেন নির্বাচনী আধিকারিক।

সোমবার শিলিগুড়িতে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের 13 সদস্যের এক বিশেষ প্রতিনিধি দল । নির্বাচন কমিশন এবং জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের আট জেলার জেলা প্রশাসন এবং উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের নিয়ে নির্বাচন সংক্রান্ত বিষয়ে বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার। নির্বাচন বিধি সংক্রান্ত বিষয়ে এখনও পর্যন্ত জেলা প্রশাসন এবং পুলিশের তরফে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে আর কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সে বিষয়ে আলোচনা করবেন অরোরা ।

শিলিগুড়িতে সুনীল অরোরা

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর চিকিৎসা সংক্রান্ত নথির ছবি তোলার চেষ্টা এসএসকেএম হাসপাতালে !

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা বলেন, " অসম থেকে নির্বাচন সংক্রান্ত বৈঠক করে এসেছি । পশ্চিমবঙ্গেও আলোচনা করব ৷ তারপর তামিলনাড়ুতে নির্বাচন সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.