শিলিগুড়ি, 2 এপ্রিল : বিজেপির নির্বাচনী পোস্টারে নরেন্দ্র মোদির মুখে গোবর দেওয়া এবং একাধিক বিজেপির পোস্টার, ব্যানার ছিড়ে ফেলার পাশাপাশি পদ্মফুলের পতাকা ছিড়ে নর্দমায় ফেলে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে । শুক্রবার সকালে এই ঘটনা ঘটেছে শিলিগুড়ি পুরনিগমের 16, 17 এবং 21 নম্বর ওয়ার্ডে ।
স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, ওই ওয়ার্ডগুলিতে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শংকর ঘোষের সমর্থনে লাগানো একাধিক পোস্টার ও ব্যানার ছিড়ে ফেলা হয়েছে । এর পাশাপাশি সমস্ত দলীয় পতাকা খুলে নর্দমায় ফেলে দেওয়া হয়েছে । ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলেছে গেরুয়া শিবির ।
আরও পড়ুন : তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত বারাসত, উভয়পক্ষে আহত 10
এদিন সকালে খবর পেয়েই 16 নম্বর ওয়ার্ডে গিয়ে পোস্টারে জল দিয়ে প্রধানমন্ত্রীর মুখ থেকে গোবর পরিষ্কার করেন প্রার্থী শংকর ঘোষ । তিনি বলেন, "এর আগে শিলিগুড়িতে এই ধরনের রাজনৈতিক নোংরামো দেখা যায়নি । যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তারা রাজ্য থেকে নিজেরাই নিজেদের মুছে ফেলার কাজ করছে । আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাব ।"
শিলিগুড়ি পুরনিগমের 21 নম্বর ওয়ার্ডের বিজেপি নেতা সুমন সরকার বলেন, " বৃহস্পতিবার বেশ কয়েকটি ওয়ার্ডে প্রার্থী শংকর ঘোষের সমর্থনে পোস্টার-ব্যানার এবং দলীয় পতাকা লাগানো হয়েছিল । সকালে উঠে দেখা যায় সেসব ছিড়ে ফেলা হয়েছে এবং সমস্ত দলীয় পতাকা খুলে নর্দমায় ফেলে দেওয়া হয়েছে । এই ধরনের নক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাই । "
যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ওমপ্রকাশ মিশ্র । তিনি বলেন, "এই ধরনের সংস্কৃতি তৃণমূলের নয় । তৃণমূল কোনোভাবেই এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত নয় । বিজেপি সংবাদ শিরোনামে থাকতে নিজেরাই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে ।"