শিলিগুড়ি, 10 এপ্রিল : প্রধানমন্ত্রীর টার্গেটে এবার রাজ্যের প্রাক্তন পর্যটন মন্ত্রী তথা বিধায়ক গৌতম দেব । শনিবার শিলিগুড়িতে নির্বাচনী প্রচারে এসে ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন পর্যটন মন্ত্রী গৌতম দেবের নাম করে আক্রমণ করেন নরেন্দ্র মোদি ৷
সম্প্রতি ফুলবাড়ি এলাকার ঠাকুরনগরে, প্রচারের সময় এক গ্রামবাসীকে বিজেপি করার জন্য সরকারি জায়গা থেকে উচ্ছেদ করার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে গৌতম দেবের বিরুদ্ধে । তার হুমকি দেওয়ার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় । আর এদিন কাওয়াখালী ময়দানে নির্বাচনী প্রচারের সময় জনসভার মঞ্চ থেকে এই ঘটনা নিয়েই গৌতম দেবের বিরুদ্ধে আক্রমণ শানান নরেন্দ্র মোদি। মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী বলেন, " দিদির পর্যটন মন্ত্রী সাধারণ মানুষকে বিজেপি করার জন্য হুমকি দিয়ে বের করছেন । সাধারণ মানুষ তা কোনওভাবেই মেনে নেবে না । এবারের নির্বাচনে মানুষ তার জবাব দিয়ে দেবে ।"
আরও পড়ুন : "নিজেই নিজের গাড়ি ভেঙেছেন", তৃণমূলের ভিডিয়োর জবাবে কী বললেন লকেট ?
এবিষয়ে পাল্টা পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন, " প্রধানমন্ত্রী নিজের আসনের গরিমা নষ্ট করছেন । তার বক্তব্য খুবই দুর্ভাগ্যজনক । তিনি আমাকে গুন্ডা আখ্যা দিতে চাইছেন । আমি আমার বিধানসভা কেন্দ্রের মানুষের উপরে সেই সিদ্ধান্ত ছেড়ে দিলাম ।"