ETV Bharat / city

"সাদা শাড়ি নয়, বাংলার মানুষ সাদা দাড়ি চায় " কটাক্ষ দিলীপের - dilip ghosh

শুক্রবার ইস্টার্ন বাইপাসের একটি ময়দানে ফুলবাড়ি বিধানসভার বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়ের সমর্থনে জনসভার আয়োজন করা হয় । এদিনের জনসভায় খোলাখুলি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমন শানেন দিলীপ ঘোষ ।

দিলীপ
দিলীপ
author img

By

Published : Apr 9, 2021, 9:23 PM IST

শিলিগুড়ি, 9 এপ্রিল : "সাদা শাড়ি নয় । বাংলার মানুষ সাদা দাড়ি চায় । আর এবার আর খেলা হবে না। এবার হুইল চেয়ার ঠ্যালা হবে ।" শুক্রবার শিলিগুড়িতে ডাবগ্রামে সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

শুক্রবার ইস্টার্ন বাইপাসের একটি ময়দানে ফুলবাড়ি বিধানসভার বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়ের সমর্থনে জনসভার আয়োজন করা হয় । জনসভায় তৃণমূল এবং তৃণমূল ছাত্র পরিষদ থেকে কর্মী সমর্থকরা বিজেপিতে যোগ দেয় । এদিনের জনসভায় খোলাখুলি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমন শানেন দিলীপ ঘোষ । তিনি বলেন, "রাজ্যে মানুষ মুখ্যমন্ত্রীর সাদা শাড়ি ও পায়ে চটি দেখে জয় পাইয়ে দিয়েছে । কিন্তু দশ বছরে তৃণমূলের কাজ দেখে এখন আর সাদা শাড়ি আর কেউ চায় না । এখন বাংলার মানুষ সাদা দাড়ি চায় । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার রাজ্যে স্থাপিত হবে ।"

জনসভায় দিলীপ ঘোষ

আরও পড়ুন : "বাঙালিরা রোমিয়োদেরও ভালোবাসে", যোগীকে জবাব মহুয়ার

পাশাপাশি দিলীপ ঘোষ আরও বলেন, "হুইল চেয়ারে বসে নাটক করে চলেছেন । মাঝে মাঝে ভুলে দাঁড়িয়ে পরছেন । আর খেলা হবে না । এবার হুইল চেয়ার ঠ্যালা হবে । দিদির ভাইয়েরা এখন হারার ভয়ে ভুলভাল বলছেন । ভোটের ফলাফলের জন্য আমার দুঃখ লাগছে । 2 মে এর পর তাদের রাঁচিতে চিকিৎসা করাতে যেতে হবে ।"

শিলিগুড়ি, 9 এপ্রিল : "সাদা শাড়ি নয় । বাংলার মানুষ সাদা দাড়ি চায় । আর এবার আর খেলা হবে না। এবার হুইল চেয়ার ঠ্যালা হবে ।" শুক্রবার শিলিগুড়িতে ডাবগ্রামে সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

শুক্রবার ইস্টার্ন বাইপাসের একটি ময়দানে ফুলবাড়ি বিধানসভার বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়ের সমর্থনে জনসভার আয়োজন করা হয় । জনসভায় তৃণমূল এবং তৃণমূল ছাত্র পরিষদ থেকে কর্মী সমর্থকরা বিজেপিতে যোগ দেয় । এদিনের জনসভায় খোলাখুলি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমন শানেন দিলীপ ঘোষ । তিনি বলেন, "রাজ্যে মানুষ মুখ্যমন্ত্রীর সাদা শাড়ি ও পায়ে চটি দেখে জয় পাইয়ে দিয়েছে । কিন্তু দশ বছরে তৃণমূলের কাজ দেখে এখন আর সাদা শাড়ি আর কেউ চায় না । এখন বাংলার মানুষ সাদা দাড়ি চায় । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার রাজ্যে স্থাপিত হবে ।"

জনসভায় দিলীপ ঘোষ

আরও পড়ুন : "বাঙালিরা রোমিয়োদেরও ভালোবাসে", যোগীকে জবাব মহুয়ার

পাশাপাশি দিলীপ ঘোষ আরও বলেন, "হুইল চেয়ারে বসে নাটক করে চলেছেন । মাঝে মাঝে ভুলে দাঁড়িয়ে পরছেন । আর খেলা হবে না । এবার হুইল চেয়ার ঠ্যালা হবে । দিদির ভাইয়েরা এখন হারার ভয়ে ভুলভাল বলছেন । ভোটের ফলাফলের জন্য আমার দুঃখ লাগছে । 2 মে এর পর তাদের রাঁচিতে চিকিৎসা করাতে যেতে হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.