শিলিগুড়ি, 20 মে : ফের শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের নিয়োগ নিয়ে বঞ্চনার অভিযোগে সরব হলেন শিলিগুড়ির বাম নেতা তথা সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অশোক ভট্টাচার্য । বৃহস্পতিবার দার্জিলিং জেলার সিপিএমের দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠক করেন তিনি৷ সেখানেই তিনি শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডে চার জন তৃণমূল নেতাকে নিয়োগ করা নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি । শুধু তাই নয় আসন্ন পুরনিগম নির্বাচনে ফের একবার বামেরা ক্ষমতায় আসবে বলে দাবি করেন অশোক ভট্টাচার্য ।
এদিন অশোক ভট্টাচার্য বলেন, "সারা রাজ্যে নির্বাচনের আগে যারা প্রশাসক হিসেবে নিযুক্ত ছিলেন, নির্বাচনের পরে তাঁদেরকেই প্রশাসক বোর্ডে বসানো হয়েছে ৷ কিন্তু শিলিগুড়ির ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি । নিয়ম ভেঙে শিলিগুড়ি পুরনিগমের প্রশাসন বোর্ডে পরাজিত প্রার্থী তথা প্রাক্তন মন্ত্রী গৌতম দেবকে চেয়ারম্যান করা হয়েছে । আর নিযুক্ত চার সদস্য করোনা পরিস্থিতি মোকাবিলার পরিবর্তে বিরোধীদের দল ভাঙানোর কাজ করছেন ।"
তিনি আরও বলেন, "দলের নেতা এবং প্রাক্তন কাউন্সিলরদের প্রলোভন এবং হুমকি দেওয়া হচ্ছে তৃণমূলে যোগ দেওয়ার জন্য । প্রশাসক বোর্ডে বসে পিছনের দরজা দিয়ে শিলিগুড়ি পুরনিগম দখলের চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস । কিন্তু তৃণমূলের সেই গুড়ে বালি । বিধানসভা নির্বাচনের যাই হোক না কেন, শিলিগুড়ি পুরনিগমের নির্বাচনে ফের আমরাই ক্ষমতায় আসব ।"
আরও পড়ুন : নরেন্দ্রপুরে বিজেপি কর্মী খুন, অভিযুক্ত তৃণমূল
পালটা অশোক ভট্টাচার্যের বিরুদ্ধে তোপ দেগেছেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য তথা দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জন সরকার । তিনি বলেন, "মেয়র এবং প্রশাসক বোর্ডে থাকার সময় শিলিগুডিকে অনুন্নয়নের দিকে ঠেলে দিয়েছেন অশোক ভট্টাচার্য । নির্বাচনে পরাজয় হওয়ার পরেও ক্ষমতার লোভ সামলাতে পারছেন না ৷ সেজন্য এসব কথা বলছেন ।"