ETV Bharat / city

Siliguri Municipal Corporation : শিলিগুড়ি পৌরনিগমে প্রশাসক নিয়োগ অনৈতিক দাবি করে হাইকোর্টে মামলা বামেদের

শিলিগুড়ি পৌরনিগমের (Siliguri Municipal Corporation) মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও প্রশাসক নিয়োগ অনৈতিক বলে অভিযোগ আনল বামেরা ৷ প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের (Ashok Bhattacharya) দাবি, শিলিগুড়ি পৌরনিগম তো বটেই, রাজ্যের প্রতিটি পৌরসভায় নির্বাচন করাতে হবে ৷

শিলিগুড়ি পৌরনিগমে প্রশাসক নিয়োগ অনৈতিক দাবি করে হাইকোর্টে মামলা বামেদের
শিলিগুড়ি পৌরনিগমে প্রশাসক নিয়োগ অনৈতিক দাবি করে হাইকোর্টে মামলা বামেদের
author img

By

Published : Aug 30, 2021, 10:25 PM IST

শিলিগুড়ি, 30 অগস্ট : শিলিগুড়ি পৌরনিগমের (Siliguri Municipal Corporation) প্রশাসক বোর্ডের বিরুদ্ধে এবার হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের করল বামেরা । মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরেও অনৈতিকভাবে শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডে রাজনৈতিক নেতাদের বসানোর অভিযোগ তুলে ওই মামলা দায়ের করা হয়েছে বলে সোমবার সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন দার্জিলিং জেলা সিপিএমের সম্পাদক জীবেশ সরকার এবং সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya) ।

এদিন দার্জিলিং জেলা বামফ্রন্টের দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবন সাংবাদিক বৈঠকটি করেন অশোক ভট্টাচার্যরা ৷ ইতিমধ্যেই বিকাশ ভট্টাচার্য হাইকোর্টে মামলা রুজু করার প্রক্রিয়া শুরু করেছেন বলে জানিয়েছেন প্রাক্তন মেয়র । তাঁদের বক্তব্যের পরই রাজনৈতিকমহলে জোর বিতর্ক সৃষ্টি হয়েছে । শুধু তাই নয়, মেয়াদ বর্ধিত প্রশাসক বোর্ডের সময়কালে বরাদ্দকৃত রাজ্য ও কেন্দ্র সরকারের অর্থ এবং খরচ হওয়া অর্থের স্পেশাল অডিটের দাবিও জানিয়েছেন তাঁরা । পাশাপাশি, শিলিগুড়ি মহকুমা পরিষদ এবং শিলিগুড়ি পৌরনিগমের অবিলম্বে নির্বাচনের দাবিতে লাগাতার আন্দোলন এবং নাগরিক কনভেনশনের কর্মসূচির কথাও জানিয়েছেন তাঁরা ।

এদিন সাংবাদিক বৈঠকে অশোক ভট্টাচার্য বলেন, "2021 সালের 18 মে নির্ধারিত প্রশাসক বোর্ডের সময় পার হয়ে গিয়েছে । কিন্তু তারপরও রাজ্য সরকার বিভিন্ন নেতাদের পুনর্বাসন হিসাবে প্রশাসক বোর্ডে বসিয়ে চলেছে । এটা কোনও ভাবেই সম্ভব না । সম্পূর্ণটাই অনৈতিক এবং আইন বিরুদ্ধ । সেজন্যই আমরা আদালতের দ্বারস্থ হতে বাধ্য হয়েছি ।"

শিলিগুড়ি পৌরনিগম-সহ রাজ্যে পৌরসভাগুলিতে নির্বাচনের দাবি জানালেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য ৷

তিনি জানিয়েছেন, 2020 সালের 18 মে পর্যন্ত নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল । তারপর আরও এক বছর পৌরনিগমের প্রশাসক বোর্ড ক্ষমতায় ছিল । কিন্তু সেই সময়ও পার হয়ে গিয়েছে । শুধু শিলিগুড়ি পৌরনিগম নয়, রাজ্যের আরও 17টি পৌরসভায় তিন বছর ধরে কোনরকম নির্বাচন করছে না রাজ্য সরকার ।

অশোক ভট্টাচার্যের এই বক্তব্যে পাল্টা ক্ষোভ প্রকাশ করেছেন শিলিগুড়ি পৌরনিগমের বর্তমান প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব (Goutam Deb) । তিনি বলেন, "প্রশাসক নিয়োগ করা হয়েছে সম্পূর্ণটাই আইন মেনে । আইনের উপদেশ অশোকবাবুর থেকে নেব না । নানা রকম অনৈতিক কাজ ক্ষমতায় থাকাকালীন তাঁরাই করে গিয়েছেন । সেই সমস্ত কাগজ তৈরি করা হয়েছে । সময় এলে তা প্রকাশ্যে আনা হবে ।"

আরও পড়ুন : Siliguri Left Party : 17 অগস্ট শিলিগুড়ি পৌরনিগম অভিযানের ডাক দার্জিলিং জেলা বামফ্রন্টের

শিলিগুড়ি, 30 অগস্ট : শিলিগুড়ি পৌরনিগমের (Siliguri Municipal Corporation) প্রশাসক বোর্ডের বিরুদ্ধে এবার হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের করল বামেরা । মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরেও অনৈতিকভাবে শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডে রাজনৈতিক নেতাদের বসানোর অভিযোগ তুলে ওই মামলা দায়ের করা হয়েছে বলে সোমবার সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন দার্জিলিং জেলা সিপিএমের সম্পাদক জীবেশ সরকার এবং সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya) ।

এদিন দার্জিলিং জেলা বামফ্রন্টের দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবন সাংবাদিক বৈঠকটি করেন অশোক ভট্টাচার্যরা ৷ ইতিমধ্যেই বিকাশ ভট্টাচার্য হাইকোর্টে মামলা রুজু করার প্রক্রিয়া শুরু করেছেন বলে জানিয়েছেন প্রাক্তন মেয়র । তাঁদের বক্তব্যের পরই রাজনৈতিকমহলে জোর বিতর্ক সৃষ্টি হয়েছে । শুধু তাই নয়, মেয়াদ বর্ধিত প্রশাসক বোর্ডের সময়কালে বরাদ্দকৃত রাজ্য ও কেন্দ্র সরকারের অর্থ এবং খরচ হওয়া অর্থের স্পেশাল অডিটের দাবিও জানিয়েছেন তাঁরা । পাশাপাশি, শিলিগুড়ি মহকুমা পরিষদ এবং শিলিগুড়ি পৌরনিগমের অবিলম্বে নির্বাচনের দাবিতে লাগাতার আন্দোলন এবং নাগরিক কনভেনশনের কর্মসূচির কথাও জানিয়েছেন তাঁরা ।

এদিন সাংবাদিক বৈঠকে অশোক ভট্টাচার্য বলেন, "2021 সালের 18 মে নির্ধারিত প্রশাসক বোর্ডের সময় পার হয়ে গিয়েছে । কিন্তু তারপরও রাজ্য সরকার বিভিন্ন নেতাদের পুনর্বাসন হিসাবে প্রশাসক বোর্ডে বসিয়ে চলেছে । এটা কোনও ভাবেই সম্ভব না । সম্পূর্ণটাই অনৈতিক এবং আইন বিরুদ্ধ । সেজন্যই আমরা আদালতের দ্বারস্থ হতে বাধ্য হয়েছি ।"

শিলিগুড়ি পৌরনিগম-সহ রাজ্যে পৌরসভাগুলিতে নির্বাচনের দাবি জানালেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য ৷

তিনি জানিয়েছেন, 2020 সালের 18 মে পর্যন্ত নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল । তারপর আরও এক বছর পৌরনিগমের প্রশাসক বোর্ড ক্ষমতায় ছিল । কিন্তু সেই সময়ও পার হয়ে গিয়েছে । শুধু শিলিগুড়ি পৌরনিগম নয়, রাজ্যের আরও 17টি পৌরসভায় তিন বছর ধরে কোনরকম নির্বাচন করছে না রাজ্য সরকার ।

অশোক ভট্টাচার্যের এই বক্তব্যে পাল্টা ক্ষোভ প্রকাশ করেছেন শিলিগুড়ি পৌরনিগমের বর্তমান প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব (Goutam Deb) । তিনি বলেন, "প্রশাসক নিয়োগ করা হয়েছে সম্পূর্ণটাই আইন মেনে । আইনের উপদেশ অশোকবাবুর থেকে নেব না । নানা রকম অনৈতিক কাজ ক্ষমতায় থাকাকালীন তাঁরাই করে গিয়েছেন । সেই সমস্ত কাগজ তৈরি করা হয়েছে । সময় এলে তা প্রকাশ্যে আনা হবে ।"

আরও পড়ুন : Siliguri Left Party : 17 অগস্ট শিলিগুড়ি পৌরনিগম অভিযানের ডাক দার্জিলিং জেলা বামফ্রন্টের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.