শিলিগুড়ি, 3 অগাস্ট : শিলিগুড়িতে চালু হয়েছে অ্যান্টিজেন টেস্ট । এর ফলে কোরোনা পরীক্ষার ফল আরও দ্রুত পাওয়া যাবে । আজ শিলিগুড়ি জেলা হাসপাতালে রাখি বন্ধন উৎসবে যোগ দিতে এসে দার্জিলিং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য বলেন, "জেলায় আক্রান্তের সংখ্যা দু'হাজার ছাড়িয়েছে । ক্রমশ আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে । আগামীদিনে এই সংখ্যা আরও বাড়বে । এই পরিস্থিতিতে আমরা উপসর্গহীন এবং অল্প উপসর্গযুক্তদের বাড়িতেই চিকিৎসার উপর জোর দিচ্ছি । শিলিগুড়িতে চালু করা হয়েছে অ্যান্টিজেন টেস্ট । এর ফলে দ্রুত কয়েক ঘণ্টার মধ্যে টেস্টের ফলাফল পাওয়া যাবে । তার ফলে বেশি সংখ্যক আক্রান্তের সোয়াবের নমুনা পরীক্ষা করা সম্ভব হবে ৷ এছাড়াও তাদের চিকিৎসার আওতায় আনা যাবে । "
তিনি আরও জানান, " শিলিগুড়িতে কয়েকজন রোগীর মৃত্যু হলেও সুস্থতার হার প্রায় 98% । মানুষের ভয়ের কোনও কারণ নেই । তাদের উদ্বেগ দূরে সরিয়ে রেখে বের হয়ে আসতে হবে । উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা পরিষেবা নিতে হবে ।" তিনি বলেন, জেলায় আরও কোরোনা সেফ হোম এবং আইসোলেশন সেন্টার তৈরিতে জোর দেওয়া হচ্ছে । পাশাপাশি, ব্লক স্তরেও অ্যান্টিজেন টেস্ট শুরু করার প্রক্রিয়া চলছে । "
বর্তমানে দার্জিলিঙে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 2 হাজার 385 ৷ সুস্থ হয়েছে মোট 1 হাজার 673 জন ৷ মৃত্যু হয়েছে মোট 23 জনের ৷ সংক্রমণের নিরিখে উত্তরবঙ্গে মালদার পরই দ্বিতীয় স্থানে রয়েছে দার্জিলিং জেলা ।