শিলিগুড়ি, 3 মে : 24 ঘন্টা কাটতে না কাটতে ফের 6 জন জমি মাফিয়াকে গ্রেফতার করল পুলিশ (Six Land Mafias Arrested by Siliguri police)। মঙ্গলবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এনজেপি থানা ও দার্জিলিং জেলা পুলিশের খড়িবাড়ি থানার পুলিশ তিনটি পৃথক অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই 6 জনকে গ্রেফতার করে ।
এদিকে সরকারি জমি তছরুপের অভিযোগ উঠেছে দার্জিলিং জেলা সিপিএমের প্রাক্তন সম্পাদক তথা সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য জীবেশ সরকারের বিরুদ্ধে । আর জীবেশ সরকারের বিরুদ্ধে এই অভিযোগ উঠতেই উত্তাল রাজ্য রাজনীতি । অন্যদিকে আবার সরকারি জমিকাণ্ডে মূল অভিযুক্তদের আড়াল করে নির্দোষদের গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপ্যাধ্যায় ।
প্রসঙ্গত, গত দুদিনে অভিযান চালিয়ে মোট 43 জন জমি মাফিয়াকে গ্রেফতার করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট । পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি শিলিগুড়ি পৌরনিগমের 32 নম্বর ওয়ার্ডের জ্যোতির্ময় কলোনিতে মহানন্দা নদীর চর দখলের অভিযোগ ওঠে । ওই চর দখলের অভিযোগ উঠেছে জীবেশ সরকারের বিরুদ্ধেও । ওই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ গোবিন্দ দাস ও অনিল ঘোষ নামে দু'জন ব্যক্তিকে গ্রেফতার করে । দু'জনেই জ্যোতির্ময় কলোনির বাসিন্দা । অন্যদিকে, গজলডোবা ভোরের আলো পর্যটন কেন্দ্রের কাছে আরেকটি সরকারি জমি দখলের অভিযোগে গোলাপ রায় নামে আরেকজনকে গ্রেফতার করে আমবাড়ি ফাঁড়ির পুলিশ ।
ধৃতদের এদিন জলপাইগুড়ি আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দেন । এদিকে শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাতারিয়া নদী দখল করে অবৈধ নির্মাণ করার অভিযোগে তিনজনকে গ্রেফতার করে খড়িবাড়ি থানার পুলিশ । ধৃতরা হল গৌড়সিংজ্যোতের বাসিন্দা ধর্মেন্দ্র গিরি, জিতেন্দ্র গিরি এবং নকশালবাড়ির বাসিন্দা খোকন ঘোষ । তাদের বিরুদ্ধে বাতারিয়া নদীর চড় ও নদীর উপর পিলার দিয়ে 60 টিরও বেশি অবৈধ ঘর ও দোকান নির্মাণ করে, তা বিক্রি ও ভাড়া দেওয়ার অভিযোগে উঠেছে ৷ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ (Siliguri Land Mafia)।
দার্জিলিং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অচিন্ত্য গুপ্ত বলেন, "তিনজনকে বাতারিয়া নদীর উপর অবৈধ নির্মাণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে । সব খতিয়ে দেখা হচ্ছে ।" এদিকে, জমি কারবারে জীবেশ সরকারের নাম জড়ানোয় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে গিয়ে স্মারকলিপি দিয়ে পালটা অভিযোগ জানায় দার্জিলিং জেলা সিপিএম । উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা সিপিএমের সম্পাদক সমন পাঠক, জেলা কমিটির সদস্য শরদিন্দু চক্রবর্তী, নুরুল ইসলাম, দিলীপ সিং সহ অন্যান্যরা । সমন পাঠক অভিযোগ করে বলেন, "শুধুমাত্র জীবেশ সরকার এবং দলকে বদনাম করতে এসব মিথ্যে অভিযোগ করা হয়েছে । যাঁরা এই মিথ্যে অভিযোগ করেছে আমরা পুলিশকে আবেদন করেছি তাদের বিরুদ্ধে যেন কঠোর পদক্ষেপ নেওয়া হয় ।"
দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলক চক্রবর্তী বলেন, "শুধুমাত্র রাজনীতির জন্য কাউকে মিথ্যে অভিযোগে ফাঁসানো এটা আমাদের দলের সংস্কৃতি নয় । যাঁরা এই কাজ করেছে তাঁরা আমাদের দলের কেউ নয় । যদি কেউ হয়ে থাকে আমরা তার তদন্ত করব এবং পুলিশকে আবেদন করব তাদের বিরুদ্ধে যেন পদক্ষেপ করে। " বিধায়ক শিখা চট্টোপ্যাধ্যায় বলেন, "জমি কারবারে মূল অভিযুক্তদের না গ্রেফতার করে পুলিশ আসল সত্যকে ধামাচাপা দিতে নির্দোষদের গ্রেফতার করে চলেছে । আমরা চাই আসল জমির মাফিয়ারা গ্রেফতার হোক ।"
আরও পড়ুন : Land Mafias Arrested : মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তৎপর শিলিগুড়ি পুলিশ, গ্রেফতার ৪০ জমি মাফিয়া