ETV Bharat / city

জমিতে নির্মাণ ঘিরে উত্তেজনা, পুলিশের গাড়ি ভাঙচুর; ব্যক্তিকে গণধোলাই - arrest

জমিতে নির্মাণ ঘিরে পুলিশের উপস্থিতিতে এক ব্যক্তিকে গণধোলাইয়ের অভিযোগ শিলিগুড়িতে।

পুলিশ
author img

By

Published : Feb 25, 2019, 6:56 PM IST


শিলিগুড়ি, ২৫ ফেব্রুয়ারি : পুলিশের উপস্থিতিতে এক ব্যক্তিকে গণধোলাইয়ের অভিযোগ উঠল। ঘটনাটি শিলিগুড়ির ডাবগ্রাম দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের ছোটা ফাপড়ি এলাকার। ধীরেন রায় নামে ওই ব্যক্তির অভিযোগ, তাঁর জমিতে জোর করে নির্মাণকাজ হচ্ছিল। তা রুখতে আজ সকালে পুলিশকে সঙ্গে নিয়ে এলাকায় পৌঁছাতেই স্থানীয়রা তাঁর উপর চড়াও হয়। পুলিশ বাধা দিতে গেলে তাদের উপরও চড়াও হয় স্থানীয়রা। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। শেষপর্যন্ত পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থানে পৌঁছান DCP জ়োন ১ গৌরব লালসহ অন্যরা।

উত্তপ্ত ডাবগ্রাম

এই ঘটনায় ন'জনকে আটক করে পুলিশ। গুরুতর জখম অবস্থায় ধীরেনকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভরতি করা হয়।

ডাবগ্রামের ছোটা ফাপড়িতে দীর্ঘদিন ধরেই একটি জমি ফাঁকা পড়ে রয়েছে। জমির একদিকে রয়েছে একটি ক্লাব। অন্যদিকে, একটি বেসরকারি স্কুল। সেই স্কুলের সামনে পাকা দোকানঘর নির্মাণের কাজ চলছিল। জমিকে নিজের বলে দাবি করে অবৈধ নির্মাণে বাধা দেন ফকদইবাড়ির বাসিন্দা ধীরেন রায়। আজ সকালে তিনি আশিঘর ফাঁড়িতে গিয়ে অভিযোগ জানান। পরে পুলিশ ধীরেনকে নিয়ে ঘটনাস্থানে পৌঁছায়। ধীরেনের অভিযোগ, স্থানীয়দের সঙ্গে কথা বলতে গেলে পুলিশের সামনেই চড়াও হয় তারা।

এই ঘটনার পরেই ওই জমি সংলগ্ন একটি স্থানীয় ক্লাবে তালা মেরে দেয় পুলিশ।

এই বিষয়ে স্থানীয় বাসিন্দা চম্পা কার্জি বলেন, "এলাকায় লোক পাঠিয়ে ধীরেন রায় প্রায়ই আমাদের ভয় দেখায়। রাতের অন্ধকারে তার অনুগামীরা অস্ত্র হাতে এলাকায় ঘুরে বেড়ায়। এই বিষয়ে পুলিশকে জানানো হয়েছে। কিন্তু পুলিশের তরফে কোনও সাহায্য মেলেনি। ধীরেন বলপূর্বক জমি নিজের বলে দাবি করে এলাকায় উত্তেজনা সৃষ্টি করে চলেছে।"

অন্যদিকে, স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রদীপ বর্মণ বলেন, "ওই জমিটি শুরু থেকেই ফাঁকা পড়ে আছে। তবে বর্তমানে এলাকার উন্নতি হওয়ায় জমির দাম বেড়েছে। সেক্ষেত্রে এখন ওই জমিটিকে নিজের বলে দাবি করছেন ধীরেন রায়। তাঁর কাছে সঠিক কোনও নথি আছে কি না তা নিয়ে সংশয় রয়েছে। জমিটি যদি ধীরেন রায়ের হত তবে তিনি অনেক আগেই জমির মালিকানা দাবি করতেন। এতদিন কেন আসেননি তিনি?"

undefined


শিলিগুড়ি, ২৫ ফেব্রুয়ারি : পুলিশের উপস্থিতিতে এক ব্যক্তিকে গণধোলাইয়ের অভিযোগ উঠল। ঘটনাটি শিলিগুড়ির ডাবগ্রাম দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের ছোটা ফাপড়ি এলাকার। ধীরেন রায় নামে ওই ব্যক্তির অভিযোগ, তাঁর জমিতে জোর করে নির্মাণকাজ হচ্ছিল। তা রুখতে আজ সকালে পুলিশকে সঙ্গে নিয়ে এলাকায় পৌঁছাতেই স্থানীয়রা তাঁর উপর চড়াও হয়। পুলিশ বাধা দিতে গেলে তাদের উপরও চড়াও হয় স্থানীয়রা। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। শেষপর্যন্ত পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থানে পৌঁছান DCP জ়োন ১ গৌরব লালসহ অন্যরা।

উত্তপ্ত ডাবগ্রাম

এই ঘটনায় ন'জনকে আটক করে পুলিশ। গুরুতর জখম অবস্থায় ধীরেনকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভরতি করা হয়।

ডাবগ্রামের ছোটা ফাপড়িতে দীর্ঘদিন ধরেই একটি জমি ফাঁকা পড়ে রয়েছে। জমির একদিকে রয়েছে একটি ক্লাব। অন্যদিকে, একটি বেসরকারি স্কুল। সেই স্কুলের সামনে পাকা দোকানঘর নির্মাণের কাজ চলছিল। জমিকে নিজের বলে দাবি করে অবৈধ নির্মাণে বাধা দেন ফকদইবাড়ির বাসিন্দা ধীরেন রায়। আজ সকালে তিনি আশিঘর ফাঁড়িতে গিয়ে অভিযোগ জানান। পরে পুলিশ ধীরেনকে নিয়ে ঘটনাস্থানে পৌঁছায়। ধীরেনের অভিযোগ, স্থানীয়দের সঙ্গে কথা বলতে গেলে পুলিশের সামনেই চড়াও হয় তারা।

এই ঘটনার পরেই ওই জমি সংলগ্ন একটি স্থানীয় ক্লাবে তালা মেরে দেয় পুলিশ।

এই বিষয়ে স্থানীয় বাসিন্দা চম্পা কার্জি বলেন, "এলাকায় লোক পাঠিয়ে ধীরেন রায় প্রায়ই আমাদের ভয় দেখায়। রাতের অন্ধকারে তার অনুগামীরা অস্ত্র হাতে এলাকায় ঘুরে বেড়ায়। এই বিষয়ে পুলিশকে জানানো হয়েছে। কিন্তু পুলিশের তরফে কোনও সাহায্য মেলেনি। ধীরেন বলপূর্বক জমি নিজের বলে দাবি করে এলাকায় উত্তেজনা সৃষ্টি করে চলেছে।"

অন্যদিকে, স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রদীপ বর্মণ বলেন, "ওই জমিটি শুরু থেকেই ফাঁকা পড়ে আছে। তবে বর্তমানে এলাকার উন্নতি হওয়ায় জমির দাম বেড়েছে। সেক্ষেত্রে এখন ওই জমিটিকে নিজের বলে দাবি করছেন ধীরেন রায়। তাঁর কাছে সঠিক কোনও নথি আছে কি না তা নিয়ে সংশয় রয়েছে। জমিটি যদি ধীরেন রায়ের হত তবে তিনি অনেক আগেই জমির মালিকানা দাবি করতেন। এতদিন কেন আসেননি তিনি?"

undefined
Intro:নির্মাণকে ঘিরে উত্তেজনা, ভাংচুর পুলিশের গাড়ি, গনধোলাই ব্যক্তিকে!

শিলিগুড়ি, ২৫ ফেব্রুয়ারিঃ নির্মান কাজ রুখতে পুলিশ সাথে নিয়ে এলাকায় পৌছতেই স্থানীয়দের হাতে গনধোলাই খেলেন ধীরেন রায় নামে এক ব্যক্তি। পুলিশের উপস্থিতিতেই তাকে গনধোলাই দেয় স্থানীয়রা। পুলিশ বাঁধা দিতে গেলে পুলিশের ওপরেও চড়াও হন স্থানীয়রা। ভাংচুর করা হয় পুলিশের গাড়ি। সামগ্রিক ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হতেই বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌছান ডিসিপি জোন ১ গৌরবলাল সহ অন্যান্য পদস্থ কর্তারা।

জানা গিয়েছে, ডাবগ্রাম দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ছোটা ফাপড়ি এলাকায় দীর্ঘদিন ধরেই এক জমি ফাঁকা পড়ে রয়েছে। তার এক কোনে রয়েছে ছোট একটি ক্লাব। অন্যদিকে, রয়েছে একটি বেসরকারী স্কুল। সেই স্কুলের সামনে পাকা দোকান ঘর নির্মানের কাজ চলছিল। ঘটনায় বাধা দিয়ে বসেন ফকদইবাড়ির বাসিন্দা ধীরেন রায়। বারকয় এলাকায় গিয়েছিলন অতীতে। তবে আজ সকালে তিনি আশিঘর ফাড়িতে গিয়ে অভিযোগ জানান অবৈধ নির্মানের বিরুদ্ধে। এরপরেই পুলিশ ওই ব্যক্তিকে নিয়ে ঘটনাস্থলে হাজির হন। পুলিশের উপস্থিতিতে ওই ব্যক্তি স্থানীয়দের সাথে কথা বলতে গেলেই তার ওপর চড়াও হন এলাকার মহিলারা। পুলিশের সামনেই তাকে মারধোর করেন মহিলারা। অন্যদিকে, পুলিশের গাড়িতেও ব্যাপক ভাংচুর চালান স্থানীয়রা। ঘটনায় নয়জন স্থানীয়কে আটক করে পুলিশ। অন্যদিকে, স্থানীয়দের হাত মার খেয়ে গুরুতর জখম ধীরেন রায়কে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠায় পুলিশ। অন্যদিকে, এই ঘটনার পরেই ওই জমি সংলগ্ন একটি স্থানীয় ক্লাবে তালা মেরে দেয় পুলিশ।

স্থানীয় বাসিন্দা চম্পা কার্জি বলেন, ধীরেন রায় প্রায়শই আমাদের ভয় দেখান এলাকায় লোক পাঠিয়ে। তার অনুগামীরা অস্ত্র হাতে এলাকায় ঘুড়ে বেড়ায় রাতের অন্ধকারে। অন্যদিকে, ধীরেন রায়ও এলাকায় ত্রাস সৃষ্টি করে রেখেছে। সামগ্রিক ঘটনায় পুলিশের তরফেও সেভাবে সহযোগিতা মিলছে না। তিনি আরও বলেন, ওই ব্যক্তি বলপূর্বক জমি নিজের বলে দাবী করে এলাকার উত্তেজনা সৃষ্টি করে চলছেন।

ঘটনাপ্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রদীপ বর্মণ বলেন, ওই জমিটি শুরু থেকেই ফাঁকা পড়ে আছে। তবে দিনকয় যাবৎ ওই এলাকার উন্নতি হওয়ায় জমির দাম বেড়েছে। সেক্ষেত্রে এখন ওই জমিটিকে নিজের বলে দাবী করছেন ধীরেন রায়। তবে তার কাছে সঠিক কোন নথি আছে কি না তা নিয়ে সংশয় রয়েছে। তিনি আরও বলেন, ওই জমিটি যদি ধীরেন রায়ের হত তবে তিনি অনেক আগেই জমির মালিকানা দাবী করতেন। এতদিন কেন আসেননি তিনি।

সামগ্রিক ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।




Body:.Conclusion:.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.