ETV Bharat / city

কানায় কানায় ভরতি মাটিগাড়ার COVID হাসপাতাল - শিলিগুড়ির কোরোনা ভাইরাসের খবর

SARI হাসপাতাল হিসেবে চিহ্নিত একটি হাসপাতাল COVID হাসপাতালে পরিবর্তন করতে নির্দেশিকা এলেও কিছু পরিকাঠামোগত অভাবের কারণে তা এখনও সম্ভব হয়নি । আর তাতেই চাপ বাড়ছে মাটিগাড়ার COVID 19 হাসপাতালে ।

মাটিগাড়ার COVID হাসপাতাল
মাটিগাড়ার COVID হাসপাতাল
author img

By

Published : Jun 8, 2020, 11:04 PM IST

শিলিগুড়ি, 8 জুন : প্রায় কানায় কানায় ভরতি হতে চলেছে শিলিগুড়িতে মাটিগাড়ার COVID হাসপাতাল । আর এতেই প্রমাদ গুনছে স্বাস্থ্য দপ্তর । শিলিগুড়িতে কোরোনা মোকাবিলায় নিযুক্ত OSD সুশান্ত রায় জানিয়েছেন, "ওই হাসপাতালে বেড সংখ্যা আগে ছিল 80 টি । পরে তা বাড়িয়ে 120 করা হয় । কিন্তু আজ বিকেল অবধি সেখানে 120 জন রোগী ভরতি নেওয়া হয়ে গেছে ।

সুশান্ত রায় জানান, SARI হাসপাতাল হিসেবে চিহ্নিত একটি হাসপাতাল COVID হাসপাতালে পরিবর্তন করতে নির্দেশিকা এলেও কিছু পরিকাঠামোগত অভাবের কারণে তা এখনও সম্ভব হয়নি । তাই আপাতত কোরোনা আক্রান্ত রোগীদের মাটিগাড়ার COVID হাসপাতাকেই রাখা হচ্ছে । কিছু জেলায় কোনও COVID হাসপাতাল না থাকায় আরও চাপ বাড়ছে । ফলে চিন্তাও বাড়ছে।

তবে সুশান্ত রায় বলেন, আশা করছি জেলাগুলি দু'একদিনের মধ্যে COVID হাসপাতাল চালু করে ফেলবে । ফলে চাপ কমবে শিলিগুড়িতে । এছাড়া কিছু রোগী ছুটিও পাবেন ।তাই পরিস্থিতি নাগালের বাইরে যাবে না বলেই মনে করছেন তিনি ।

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য কিছুুদিন আগে জানিয়েছিলেন, পরিকাঠামোগত কিছু উন্নতি সাধন করতে হবে দ্বিতীয় হাসপাতালে । তারপরেই জেলায় দ্বিতীয় COVID হাসপাতাল হিসেবে কাজ শুরু করবে সরকার অধিগৃহীত হাসপাতাল । তিনি আরও জানিয়েছিলেন, দ্রুত কোভিড হাসপাতাল চালু করতে প্রয়োজনীয় সবরকম পদক্ষেপ করছে সরকার ।

শিলিগুড়ি, 8 জুন : প্রায় কানায় কানায় ভরতি হতে চলেছে শিলিগুড়িতে মাটিগাড়ার COVID হাসপাতাল । আর এতেই প্রমাদ গুনছে স্বাস্থ্য দপ্তর । শিলিগুড়িতে কোরোনা মোকাবিলায় নিযুক্ত OSD সুশান্ত রায় জানিয়েছেন, "ওই হাসপাতালে বেড সংখ্যা আগে ছিল 80 টি । পরে তা বাড়িয়ে 120 করা হয় । কিন্তু আজ বিকেল অবধি সেখানে 120 জন রোগী ভরতি নেওয়া হয়ে গেছে ।

সুশান্ত রায় জানান, SARI হাসপাতাল হিসেবে চিহ্নিত একটি হাসপাতাল COVID হাসপাতালে পরিবর্তন করতে নির্দেশিকা এলেও কিছু পরিকাঠামোগত অভাবের কারণে তা এখনও সম্ভব হয়নি । তাই আপাতত কোরোনা আক্রান্ত রোগীদের মাটিগাড়ার COVID হাসপাতাকেই রাখা হচ্ছে । কিছু জেলায় কোনও COVID হাসপাতাল না থাকায় আরও চাপ বাড়ছে । ফলে চিন্তাও বাড়ছে।

তবে সুশান্ত রায় বলেন, আশা করছি জেলাগুলি দু'একদিনের মধ্যে COVID হাসপাতাল চালু করে ফেলবে । ফলে চাপ কমবে শিলিগুড়িতে । এছাড়া কিছু রোগী ছুটিও পাবেন ।তাই পরিস্থিতি নাগালের বাইরে যাবে না বলেই মনে করছেন তিনি ।

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য কিছুুদিন আগে জানিয়েছিলেন, পরিকাঠামোগত কিছু উন্নতি সাধন করতে হবে দ্বিতীয় হাসপাতালে । তারপরেই জেলায় দ্বিতীয় COVID হাসপাতাল হিসেবে কাজ শুরু করবে সরকার অধিগৃহীত হাসপাতাল । তিনি আরও জানিয়েছিলেন, দ্রুত কোভিড হাসপাতাল চালু করতে প্রয়োজনীয় সবরকম পদক্ষেপ করছে সরকার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.