ETV Bharat / city

Black Fungus : ফের ব্ল্যাক ফাংগাসে মৃত্যু উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে - মৃত্যু হল আরও একজনের

শুক্রবার নিভাদেবীকে করোনার সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি করেন পরিজনেরা । এরপর কর্তব্যরত চিকিৎসকদের সন্দেহ হলে তাঁর করোনার পরীক্ষার পাশাপাশি তিনি ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত কিনা নিশ্চিত হতে তাঁর টিস্যুর নমুনাও ভাইরাল রিসার্চ এন্ড ডায়গনস্টিক ল্যাবরেটরিতে পাঠানো হয় । এরপর তাঁর দুটো রিপোর্টই পজিটিভ আসে।

ফের ব্ল্যাক ফাংগাসে মৃত্যু উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে
ফের ব্ল্যাক ফাংগাসে মৃত্যু উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে
author img

By

Published : Jun 20, 2021, 10:09 PM IST

শিলিগুড়ি, 20 জুন : চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ফের ব্ল্যাক ফাংগাস বা মিউকরমাইকোসিসে মৃত্যু হল আরও একজনের । এবারও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালেই মৃত্যু হয়েছে এক গৃহবধূর । মৃতার নাম নিভা রায়সিংহ ৷ বয়স 54 বছর ৷ তিনি জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির মিলপাড়ার বাসিন্দা ।

জানা গিয়েছে, শুক্রবার নিভাদেবীকে করোনার সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি করেন পরিজনেরা । এরপর কর্তব্যরত চিকিৎসকদের সন্দেহ হলে তাঁর করোনার পরীক্ষার পাশাপাশি তিনি ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত কিনা নিশ্চিত হতে তাঁর টিস্যুর নমুনাও ভাইরাল রিসার্চ এন্ড ডায়গনস্টিক ল্যাবরেটরিতে পাঠানো হয় । এরপর তাঁর দুটো রিপোর্টই পজিটিভ আসে। কিন্তু তাঁর শারিরীক পরিস্থিতি খারাপ থাকায় নিভাদেবীকে কোভিড ব্লক থেকে স্থানান্তরিত করে অস্ত্রোপচার করা সম্ভব হয়নি ।

হাসপাতাল সূত্রে খবর, ওই মহিলার হাই ডায়াবেটিস ছিল ৷ এবং তাঁর ফুসফুসেও সংক্রমণ দেখা দিয়েছিল । ভেন্টিলেশনে ছিলেন ওই গৃহবধূ । কিন্তু রবিবার দুপুরেই তাঁর মৃত্যু হয় । এই নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালেই ব্ল্যাক ফাংগাসে মৃত্যু হল 11 জনের ৷

আরও পড়ুন : Black Fungus : উত্তরবঙ্গ মেডিক্যালে একদিনে ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত দুই রোগীর মৃত্যু

শিলিগুড়ি, 20 জুন : চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ফের ব্ল্যাক ফাংগাস বা মিউকরমাইকোসিসে মৃত্যু হল আরও একজনের । এবারও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালেই মৃত্যু হয়েছে এক গৃহবধূর । মৃতার নাম নিভা রায়সিংহ ৷ বয়স 54 বছর ৷ তিনি জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির মিলপাড়ার বাসিন্দা ।

জানা গিয়েছে, শুক্রবার নিভাদেবীকে করোনার সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি করেন পরিজনেরা । এরপর কর্তব্যরত চিকিৎসকদের সন্দেহ হলে তাঁর করোনার পরীক্ষার পাশাপাশি তিনি ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত কিনা নিশ্চিত হতে তাঁর টিস্যুর নমুনাও ভাইরাল রিসার্চ এন্ড ডায়গনস্টিক ল্যাবরেটরিতে পাঠানো হয় । এরপর তাঁর দুটো রিপোর্টই পজিটিভ আসে। কিন্তু তাঁর শারিরীক পরিস্থিতি খারাপ থাকায় নিভাদেবীকে কোভিড ব্লক থেকে স্থানান্তরিত করে অস্ত্রোপচার করা সম্ভব হয়নি ।

হাসপাতাল সূত্রে খবর, ওই মহিলার হাই ডায়াবেটিস ছিল ৷ এবং তাঁর ফুসফুসেও সংক্রমণ দেখা দিয়েছিল । ভেন্টিলেশনে ছিলেন ওই গৃহবধূ । কিন্তু রবিবার দুপুরেই তাঁর মৃত্যু হয় । এই নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালেই ব্ল্যাক ফাংগাসে মৃত্যু হল 11 জনের ৷

আরও পড়ুন : Black Fungus : উত্তরবঙ্গ মেডিক্যালে একদিনে ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত দুই রোগীর মৃত্যু

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.