শিলিগুড়ি, 5 মার্চ : উত্তরবঙ্গে মাশরুম ও অর্কিড বিপণনের কথা মাথায় রেখে পরিকাঠামো বাড়াতে উদ্যোগী রাজ্য সরকার । গতকাল উত্তরকন্যায় ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজির (পশ্চিমবঙ্গ সরকার) তরফে একটি স্টেক হোল্ডার্স মিটিংয়ের আয়োজন করা হয় । সেখানে উপস্থিত ছিলেন CII, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন দপ্তর ও সংগঠনের সদস্যরা ।
উত্তরবঙ্গে বিভিন্ন ধরনের মাশরুম ও অর্কিড পাওয়া যায় ৷ বাজারে এই অর্কিড ও মাশরুমের চাহিদাও প্রচুর ৷ তাই উত্তরবঙ্গের উন্নয়নে মাশরুম ও অর্কিড চাষে জোর দিতে চাইছে রাজ্য সরকার ৷
বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করেন দপ্তরের প্রধান সচিব বরুণ কুমার রায় । তিনি জানান, ‘‘আমাদের উদ্দেশ্য হচ্ছে কীভাবে উৎপাদিত মাশরুমকে একত্রিত করে তার বিপণন বৃদ্ধি করা যেতে পারে ৷ আজকের আলোচনায় কালিম্পংয়ে একটি বায়োটেকনোলজি হাব তৈরির প্রয়াস নেওয়া হয়েছে ৷ কলকাতায় একটি বায়োটেক পার্ক তৈরির সম্মতি পাওয়া গিয়েছে ভারত ও রাজ্য সরকারের তরফ থেকে ৷ 40 হাজার স্ক্য়য়ার ফিটের এই হাবে ইনকিউবেটর স্পেস তৈরি করা হবে ৷ ইতিমধ্যেই বহু দরখাস্ত জমা পড়েছে ৷ সেই হাবে একটি বায়ো টেকনোলজি এবং প্ল্যান্ট টিস্যু কালচারের ল্যাবও তৈরি করা হবে ৷’’
তিনি আরও যোগ করে বলেন, ‘‘উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে একটি ল্যাব রয়েছে । এছাড়াও কলকাতা ও কালিম্পংয়ে অত্যাধুনিক ল্যাব চালু করে সেখানে যাতে মাশরুম ও অন্যান্য গাছ নিয়ে গবেষণা করা যায়, তার পরিকল্পনা করা হচ্ছে । এই হাব তৈরি হলে তাতে মাশরুম ও অরিকিড চাষ এবং তার বিপণনে সুবিধা হবে । বিপুল মার্কেট রয়েছে মাশরুম ও অর্কিডের । ফলে আমরা এর পরিকাঠামো বৃদ্ধির লক্ষ্যে এগোচ্ছি ।’’