ETV Bharat / city

শিলিগুড়িতে কোরোনায় আক্রান্ত হয়ে মৃত 5 - siliguri corona update

শিলিগুড়িতে কোরোনায় মৃত্যু হল আরও পাঁচজনের ৷ সেখানে লকডাউন জারি করা হয়েছে । তবে শিলিগুড়ি মহকুমার চারটি ব্লকে কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে চললেও সেখানে লকডাউনের বিষয়ে কোনও চিন্তাভাবনা করা হয়নি প্রশাসনের তরফে ।

ছবি
ছবি
author img

By

Published : Jul 19, 2020, 11:01 AM IST

শিলিগুড়ি, 19 জুলাই : শিলিগুড়িতে ক্রমাগত বেড়েই চলেছে কোরোনায় মৃতের সংখ্যা ৷ সেখানে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে ৷ তবে কোরোনামুক্ত হয়েছে 20 জন ৷

স্বাস্থ্য বিভাগ ও পৌরনিগম সূত্রে খবর, শহরের ৩, ৮, ৯, ১৬, ৩৪, ৩৫, ৩৮, ৩৯, ৪১, ও ৪২ নম্বর ওয়ার্ডে একজন করে আক্রান্ত হয়েছে । 32 ও 35 নম্বর ওয়ার্ডে দু'জন করে আক্রান্ত হয়েছে । এদিকে ৫, ২৮ ও ৩১ নম্বর ওয়ার্ডে সংক্রমিত হয়েছে তিনজন করে । এছাড়াও শিলিগুড়ি মহকুমার মাটিগাড়া ব্লকে আক্রান্ত হয়েছে আরও ৯ জন । নকশালবাড়ি ও ফাঁসিদেওয়া ব্লকে একজন করে সংক্রমিত হয়েছে ।

কোরোনা সংক্রমণ মোকাবিলায় সাত দিনের লকডাউন জারি হয়েছে শিলিগুড়িতে । যদিও শিলিগুড়ি মহকুমার চারটি ব্লকে কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে চললেও সেখানে লকডাউন জারির বিষয়ে কোনও চিন্তাভাবনা করেনি প্রশাসন ।

মাটিগাড়া বাজার, পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত, খাপরাইল বাজার এবং চম্পাসারির দেবিডাঙাকে কনটেনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করা হয়েছে জেলা প্রশাসনের তরফে । এই বিষয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি তাপস সরকার বলেন, " মহকুমা এলাকাতেও সংক্রমণ বেড়েই চলেছে । মৃত্যুও হয়েছে কয়েকজনের । এই অবস্থায় সংক্রমণ মোকাবিলায় লকডাউনের দাবি জানানো হয় । শিলিগুড়ি পৌরনিগম এবং তার পার্শ্ববর্তী এলাকায় লকডাউন জারি করা হলেও মহকুমা এলাকায় এখনও লকডাউন ঘোষণা হয়নি ।"

শিলিগুড়ি, 19 জুলাই : শিলিগুড়িতে ক্রমাগত বেড়েই চলেছে কোরোনায় মৃতের সংখ্যা ৷ সেখানে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে ৷ তবে কোরোনামুক্ত হয়েছে 20 জন ৷

স্বাস্থ্য বিভাগ ও পৌরনিগম সূত্রে খবর, শহরের ৩, ৮, ৯, ১৬, ৩৪, ৩৫, ৩৮, ৩৯, ৪১, ও ৪২ নম্বর ওয়ার্ডে একজন করে আক্রান্ত হয়েছে । 32 ও 35 নম্বর ওয়ার্ডে দু'জন করে আক্রান্ত হয়েছে । এদিকে ৫, ২৮ ও ৩১ নম্বর ওয়ার্ডে সংক্রমিত হয়েছে তিনজন করে । এছাড়াও শিলিগুড়ি মহকুমার মাটিগাড়া ব্লকে আক্রান্ত হয়েছে আরও ৯ জন । নকশালবাড়ি ও ফাঁসিদেওয়া ব্লকে একজন করে সংক্রমিত হয়েছে ।

কোরোনা সংক্রমণ মোকাবিলায় সাত দিনের লকডাউন জারি হয়েছে শিলিগুড়িতে । যদিও শিলিগুড়ি মহকুমার চারটি ব্লকে কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে চললেও সেখানে লকডাউন জারির বিষয়ে কোনও চিন্তাভাবনা করেনি প্রশাসন ।

মাটিগাড়া বাজার, পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত, খাপরাইল বাজার এবং চম্পাসারির দেবিডাঙাকে কনটেনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করা হয়েছে জেলা প্রশাসনের তরফে । এই বিষয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি তাপস সরকার বলেন, " মহকুমা এলাকাতেও সংক্রমণ বেড়েই চলেছে । মৃত্যুও হয়েছে কয়েকজনের । এই অবস্থায় সংক্রমণ মোকাবিলায় লকডাউনের দাবি জানানো হয় । শিলিগুড়ি পৌরনিগম এবং তার পার্শ্ববর্তী এলাকায় লকডাউন জারি করা হলেও মহকুমা এলাকায় এখনও লকডাউন ঘোষণা হয়নি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.