শিলিগুড়ি, 28 জুন : কোরোনা সংক্রমণ বাড়তেই দার্জিলিং জেলা প্রশাসনের তরফে আগামীকাল থেকে টাউন স্টেশন বাজার ও টিকিয়াপাড়া বাজার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সংক্রমণ রুখতে নতুন করে আরও চারটি বাজার বন্ধের নির্দেশিকা জারি করা হল । অন্যদিকে বিশেষ নজর রাখা হবে শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটে ।
কোরোনা সংক্রমণ রোধে একটানা বহুদিন বন্ধ থাকার পর আগামীকাল থেকে খুলছে শিলিগুড়ি রেগুলেটেড মার্কেট । তবে তার আগে সম্পূর্ণ এলাকা স্যানিটাইজ় করা হবে বলে জানানো হয়েছে ৷ ভিড় এড়াতে মাছের বাজার সরানো হবে রেগুলেটেড মার্কেট চত্বরের ফাঁকা জায়গায়। পাশাপাশি কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে শিলিগুড়ির রেগুলেটেড মার্কেট ও চম্পাসারি বাজারে ।
অন্যদিকে নতুন করে বন্ধ হতে চলেছে জলপাইগুড়ি জেলার অন্তর্গত শিলিগুড়ির চারটি বাজার। জেলা প্রশাসনের তরফে প্রকাশিত তালিকায় নাম হায়দরপাড়া বাজার, একটিয়াশাল হাট, শালুগাড়া মার্কেট ও বাংলা বাজারের । সোমবার থেকে টানা সাতদিনের জন্য বন্ধ রাখা হবে ওই বাজারগুলি । এই বিষয়ে শিলিগুড়ি পৌরনিগমের কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া বলেন, প্রশাসনের নির্দেশ অনুসারে আগামীকাল থেকে নতুন করে চারটি বাজার বন্ধ করা হচ্ছে । কোরোনা সংক্রমণ রুখতেই এই পদক্ষেপ করা হয়েছে।
একই কারণে ইতিমধ্যেই টাউন স্টেশন বাজার ও টিকিয়াপাড়া বাজার বন্ধের নির্দেশ জারি করেছে দার্জিলিং জেলা প্রশাসন ৷ আগামীকাল থেকে সাত দিনের জন্য বন্ধ থাকবে এই বাজারগুলিও ।