শিলিগুড়ি, 12 জুন : রাজ্যে 18 বছরের ঊর্ধ্বে করোনার টিকাকরণ শুরু হয়েছে ৷ কিন্তু বিশেষভাবে সক্ষমদের টিকাকরণের বিষয়ে এখনও পর্যন্তও কোনও পদক্ষেপ নেয়নি রাজ্য স্বাস্থ্য দফতর ৷ এবিষয়ে রাজ্য সরকারের নানাভাবে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ৷ তাতেও কোনও সদুত্তর মেলেনি ৷ এই সময়ে শিলিগুড়ির বিশেষভাবে সক্ষমদের পাশে দাঁড়ালেন এক স্বেচ্ছাসেবী সংস্থার আহ্বায়ক শক্তি পাল ৷ গতকাল শিলিগুড়ি শহরে শক্তি পাল ও তাঁর সংস্থার সদস্যরা বিশেষভাবে সক্ষমদের বিনামূল্যে টিকাকরণের ব্যবস্থা করেন ৷
আরও পড়ুন : করোনা আক্রান্ত হয়ে প্রয়াত রামকৃষ্ণ মিশনের ভাইস প্রেসিডেন্ট শিবমায়ানন্দ, শোকপ্রকাশ রাজ্যপালের
সম্প্রতি শক্তি পাল নিজের বেতনের টাকায় টিকা কেনেন ৷ গতকাল ওই টিকায় 30 জন বিশেষভাবে সক্ষমদের টিকাকরণের ব্যবস্থা করা হয় ৷ স্যানিটাইজ়ড বাসে করে তাঁদের বাড়ি থেকে টিকাকেন্দ্রে নিয়ে আসা ও বাড়ি ফেরানোর ব্যবস্থা করে ওই সংস্থা ৷ আগামীতে বাকিদেরও টিকাকরণ করা হবে বলে জানিয়েছেন শক্তিবাবু ৷
এবিষয়ে শক্তি পাল বলেন, "এরা এমনিতেই আর্থিক অনটনে রয়েছে ৷ তাঁদের জন্য রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে এখনও পর্যন্ত আলাদা কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি ৷ তাই আমরা নিজেরাই টিকা কিনেছি, তা দেওয়ার ব্যবস্থাও করেছি ৷ আগামীদিনে কুষ্ঠরোগীদের জন্য আমরা টিকাকরণের ব্যবস্থা করব ৷"