ETV Bharat / city

দার্জিলিঙের খড়িবাড়িতে উদ্ধার 30 কোটির সোনার বিস্কুট - সোনার বিস্কুট পাচার

বিহার সীমান্তের চেকরমারিতে আবগারি দপ্তর ও খড়িবাড়ি পুলিশের যৌথ নাকা চেকিংয়ের সময় উদ্ধার হয় 130টি সোনার বিস্কুট ৷ ঘটনায় গাড়ির চালক সহ তিনজনকে গ্রেপ্তার করেছে খড়িবাড়ি থানার পুলিশ ।

সোনার বিস্কুট উদ্ধার দার্জিলিংয়ের খড়িবাড়িতে
সোনার বিস্কুট উদ্ধার দার্জিলিংয়ের খড়িবাড়িতে
author img

By

Published : Nov 10, 2020, 8:36 AM IST

Updated : Nov 10, 2020, 11:01 AM IST

শিলিগুড়ি, 10 নভেম্বর : দার্জিলিঙের খড়িবাড়ি এলাকায় উদ্ধার হল 30 কোটি টাকার সোনার বিস্কুট ৷ এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ বাজেয়াপ্ত করা হয়েছে পাচারের কাজে ব্যবহৃত গাড়িটি ৷

দার্জিলিঙের খড়িবাড়িতে উদ্ধার 30 কোটির সোনার বিস্কুট

বিহার সীমান্তের চেকরমারিতে আবগারি দপ্তর ও খড়িবাড়ি পুলিশের যৌথ নাকা চেকিংয়ের সময় উদ্ধার হয় 130টি সোনার বিস্কুট ৷ ঘটনায় গাড়ির চালক সহ তিনজনকে গ্রেপ্তার করেছে খড়িবাড়ি থানার পুলিশ । ধৃতদের নাম মহম্মদ আফরোজ, শশীকান্ত এবং অনিল গুমাদি । বাজেয়াপ্ত হওয়া গাড়িটির চালক মহম্মদ আফরোজের বাড়ি মাটিগাড়ার থুম্বাজোত এলাকায় । বাকি দু'জন মুম্বইয়ের বাসিন্দা ।

পুলিশ সূত্রে খবর, প্রতিটি সোনার বিস্কুটের ওজন প্রায় 165 গ্রাম । উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলির মোট আনুমানিক বাজারমূল্য প্রায় 30 কোটি টাকা । খড়িবাড়ি থানার পুলিশের তরফে বিস্কুটগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে ।

শিলিগুড়ি, 10 নভেম্বর : দার্জিলিঙের খড়িবাড়ি এলাকায় উদ্ধার হল 30 কোটি টাকার সোনার বিস্কুট ৷ এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ বাজেয়াপ্ত করা হয়েছে পাচারের কাজে ব্যবহৃত গাড়িটি ৷

দার্জিলিঙের খড়িবাড়িতে উদ্ধার 30 কোটির সোনার বিস্কুট

বিহার সীমান্তের চেকরমারিতে আবগারি দপ্তর ও খড়িবাড়ি পুলিশের যৌথ নাকা চেকিংয়ের সময় উদ্ধার হয় 130টি সোনার বিস্কুট ৷ ঘটনায় গাড়ির চালক সহ তিনজনকে গ্রেপ্তার করেছে খড়িবাড়ি থানার পুলিশ । ধৃতদের নাম মহম্মদ আফরোজ, শশীকান্ত এবং অনিল গুমাদি । বাজেয়াপ্ত হওয়া গাড়িটির চালক মহম্মদ আফরোজের বাড়ি মাটিগাড়ার থুম্বাজোত এলাকায় । বাকি দু'জন মুম্বইয়ের বাসিন্দা ।

পুলিশ সূত্রে খবর, প্রতিটি সোনার বিস্কুটের ওজন প্রায় 165 গ্রাম । উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলির মোট আনুমানিক বাজারমূল্য প্রায় 30 কোটি টাকা । খড়িবাড়ি থানার পুলিশের তরফে বিস্কুটগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে ।

Last Updated : Nov 10, 2020, 11:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.