ETV Bharat / city

Tripura: বাম জমানায় বেআইনি নিয়োগ, ত্রিপুরায় 25 জনকে বরখাস্তের নির্দেশ আদালতের - তফসিলি জাতি

2013 সালে বাম সরকারের আমলে ত্রিপুরায় (Tripura) বেআইনিভাবে নিয়োগের অভিযোগ ওঠে ৷ সেই ঘটনায় 25 জনকে বরখাস্তের নির্দেশ দিল ওই রাজ্যের হাইকোর্ট (Tripura High Court) ৷

Tripura High Court
ত্রিপুরা হাইকোর্ট
author img

By

Published : Dec 20, 2022, 3:45 PM IST

আগরতলা (ত্রিপুরা), 20 ডিসেম্বর: বেআইনি নিয়োগের অভিযোগে 25 জন চাকরি হারাতে চলেছেন ত্রিপুরায় (Tripura) ৷ মঙ্গলবার ওই রাজ্যের হাইকোর্ট (Tripura High Court) ওই 25 জনকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছে ৷ এমনটাই জানিয়েছেন, আইনজীবী সৌমিক দেব ৷ তিনি জানান, বেআইনি নির্বাচন প্রক্রিয়ার জন্য ত্রিপুরা হাইকোর্টের রায়ে 25টির মতো তফসিলি উপজাতি (ST) এবং তফসিলি জাতির (SC) অ্যালোপ্যাথি ফার্মাসিস্ট তাঁদের চাকরি হারাতে চলেছেন ৷

তিনি জানান, 2013 সালের 30 সেপ্টেম্বর তৎকালীন ত্রিপুরা সরকার অ্যালোপ্যাথি ফার্মাসিস্টের 73টি শূন্যপদ পূরণের জন্য একটি ওয়াক-ইন ইন্টারভিউ করা হয় ৷ 73টি শূন্যপদের মধ্যে 60টি শূন্যপদ তফসিলি জাতি এবং তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত ছিল । বাকি 13টি পদ ছিল অসংরক্ষিত ৷

তিনি আরও জানান, ত্রিপুরা রাজ্যের সংরক্ষণ আইন অনুসারে, 31 শতাংশ আসন তফসিলি উপজাতিদের জন্য এবং 17 শতাংশ আসন তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত থাকা উচিত । অ্যালোপ্যাথি ফার্মাসিস্টের (Allopathy Pharmacists) 73টি শূন্যপদ পূরণে, 84 শতাংশ আসন সংরক্ষিত ছিল ।

তিনি বলেন, “এ বিষয়ে, 2015 সালে হাইকোর্টে একটি রিট পিটিশ দাখিল করা হয়েছিল । হাইকোর্টের একক বেঞ্চ সেই আবেদনটি খারিজ করে দেয় । পরে পঙ্কজ ভৌমিক ও রাজীব রায়-সহ আরও দু’জন রিট পিটিশন দাখিল করেন । হাইকোর্টে এই দু’টি রিট পিটিশনের শুনানি হয় । আজ হাইকোর্ট এই রায় দেন । হাইকোর্ট বলেছে, রাজ্য সরকার 50 শতাংশের বেশি আসন সংরক্ষণ করে শূন্যপদ পূরণ করতে পারবে না । তাই হাইকোর্ট ফার্মাসিস্ট অ্যালোপ্যাথির 73টি শূন্যপদ পূরণের জন্য তৎকালীন রাজ্য সরকার পরিচালিত নির্বাচন প্রক্রিয়া খারিজ করেছে ৷”

ওই আইনজীবী আরও বলেন, ‘‘একই সঙ্গে আদালত জানিয়েছে, আজ দেওয়া রায় অনুযায়ী শূন্যপদ পূরণের জন্য বাছাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ।’’ তিনি আরও বলেন, “এর ফলে, তফসিলি জাতি ও তফসিলি উপজাতিদের 25 জন লোক তাদের চাকরি হারাবেন ৷ অসংরক্ষিত আসনের 25 জন চাকরি পাবেন ৷”

আরও পড়ুন: ত্রিপুরায় তিনটি মাদক পাচারের মামলায় ইডি তল্লাশি অভিযান

আগরতলা (ত্রিপুরা), 20 ডিসেম্বর: বেআইনি নিয়োগের অভিযোগে 25 জন চাকরি হারাতে চলেছেন ত্রিপুরায় (Tripura) ৷ মঙ্গলবার ওই রাজ্যের হাইকোর্ট (Tripura High Court) ওই 25 জনকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছে ৷ এমনটাই জানিয়েছেন, আইনজীবী সৌমিক দেব ৷ তিনি জানান, বেআইনি নির্বাচন প্রক্রিয়ার জন্য ত্রিপুরা হাইকোর্টের রায়ে 25টির মতো তফসিলি উপজাতি (ST) এবং তফসিলি জাতির (SC) অ্যালোপ্যাথি ফার্মাসিস্ট তাঁদের চাকরি হারাতে চলেছেন ৷

তিনি জানান, 2013 সালের 30 সেপ্টেম্বর তৎকালীন ত্রিপুরা সরকার অ্যালোপ্যাথি ফার্মাসিস্টের 73টি শূন্যপদ পূরণের জন্য একটি ওয়াক-ইন ইন্টারভিউ করা হয় ৷ 73টি শূন্যপদের মধ্যে 60টি শূন্যপদ তফসিলি জাতি এবং তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত ছিল । বাকি 13টি পদ ছিল অসংরক্ষিত ৷

তিনি আরও জানান, ত্রিপুরা রাজ্যের সংরক্ষণ আইন অনুসারে, 31 শতাংশ আসন তফসিলি উপজাতিদের জন্য এবং 17 শতাংশ আসন তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত থাকা উচিত । অ্যালোপ্যাথি ফার্মাসিস্টের (Allopathy Pharmacists) 73টি শূন্যপদ পূরণে, 84 শতাংশ আসন সংরক্ষিত ছিল ।

তিনি বলেন, “এ বিষয়ে, 2015 সালে হাইকোর্টে একটি রিট পিটিশ দাখিল করা হয়েছিল । হাইকোর্টের একক বেঞ্চ সেই আবেদনটি খারিজ করে দেয় । পরে পঙ্কজ ভৌমিক ও রাজীব রায়-সহ আরও দু’জন রিট পিটিশন দাখিল করেন । হাইকোর্টে এই দু’টি রিট পিটিশনের শুনানি হয় । আজ হাইকোর্ট এই রায় দেন । হাইকোর্ট বলেছে, রাজ্য সরকার 50 শতাংশের বেশি আসন সংরক্ষণ করে শূন্যপদ পূরণ করতে পারবে না । তাই হাইকোর্ট ফার্মাসিস্ট অ্যালোপ্যাথির 73টি শূন্যপদ পূরণের জন্য তৎকালীন রাজ্য সরকার পরিচালিত নির্বাচন প্রক্রিয়া খারিজ করেছে ৷”

ওই আইনজীবী আরও বলেন, ‘‘একই সঙ্গে আদালত জানিয়েছে, আজ দেওয়া রায় অনুযায়ী শূন্যপদ পূরণের জন্য বাছাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ।’’ তিনি আরও বলেন, “এর ফলে, তফসিলি জাতি ও তফসিলি উপজাতিদের 25 জন লোক তাদের চাকরি হারাবেন ৷ অসংরক্ষিত আসনের 25 জন চাকরি পাবেন ৷”

আরও পড়ুন: ত্রিপুরায় তিনটি মাদক পাচারের মামলায় ইডি তল্লাশি অভিযান

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.