মালদা, 12 অক্টোবর: মাদক ব্যবসায় এখন হাত পাকাচ্ছেন মহিলারাও ? গতকাল বিপুল পরিমাণ গাঁজা পাচারের সময় পুলিশের হাতে ধরা পড়েছিলেন কোচবিহার জেলার এক মহিলা ৷ মঙ্গলবার রাতেই মালদার কালিয়াচক 1 নম্বর ব্লকের জালুয়াবাথাল গ্রাম পঞ্চায়েতের ভুরনিশান গ্রামে বাড়িতে ব্রাউন সুগার বিক্রি (Drug Dealing) ও আসর বসানোর অভিযোগে আরও এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ৷ গ্রেফতার করা হয়েছে মাদকের আসরে থাকা দুই যুবককেও (Woman with Two Youth Arrest in Malda) ৷
পুলিশ সূত্রে খবর, ধৃত মহিলার নাম সাজু বিবি ৷ বয়স 35 বছর ৷ বাড়ি কালিয়াচক 1 নম্বর ব্লকের জালুয়াবাথাল গ্রাম পঞ্চায়েতের ভুরনিশান গ্রামে ৷ তাঁর স্বামী পেশায় পরিযায়ী শ্রমিক ৷ বর্তমানে ভিনরাজ্যে রয়েছেন ৷ গতকালই কালিয়াচক থানার পুলিশ জানতে পারে, সাজু বিবি বাড়িতে মাদকের ব্যবসা করছেন (Drug Dealing in Malda) ৷ রাতে তাঁর বাড়িতে হানা দেন পুলিশকর্মীরা ৷ সেই সময় ওই বাড়িতে বসেছিল মাদকের আসরও ৷ সেই আসর থেকে গ্রেফতার করা হয় মতিউর রহমান এবং চন্দন অধিকারী নামে দুই মাদকাসক্ত যুবককে ৷
বাড়িতে মাদকের কারবার চালানোর অভিযোগে গ্রেফতার হয় সাজু বিবিকে ৷ তাঁর বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে 115 গ্রাম ব্রাউন সুগার ৷ কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, সাজু বিবি-সহ মোট 3 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃত মহিলার তিনটি নাবালক সন্তান রয়েছে ৷ তাদেরও আদালতে পেশ করা হয়েছে ৷ গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ তবে, এ নিয়ে এখনও জেলার কোনও পুলিশকর্তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷
আরও পড়ুন: করিমগঞ্জ থেকে প্রায় 47 কোটির মাদক উদ্ধার বিএসএফ-অসম পুলিশের
আজ ধৃত সাজু বিবি, মতিউর রহমান এবং চন্দন অধিকারীকে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ৷ জানা গিয়েছে, ধৃত তিনজনের জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক ৷ প্রত্যককে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷ সাজু বিবির কাছে ওই মাদক কে বা কারা সরবরাহ করছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷