ETV Bharat / city

সামাজিক দূরত্ব কোথায় ? গ্যাস সিলিন্ডারের লাইনে ভিড় মালদায়

গ্যাস সিলিন্ডার নেওয়ার লাইনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল মালদায় ।

Consumers crowded over gas collection lines
গ্যাসের লাইন
author img

By

Published : Apr 3, 2020, 8:45 PM IST

মালদা, 3 এপ্রিল: কোরোনা মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য সরকার বারবার সামাজিক দূরত্ব বজার রাখার পরামর্শ দিচ্ছে। স্থানীয় প্রশাসন মাইকিং করে প্রচার চালাচ্ছে। তারপরও সচেতন করা যাচ্ছে না সাধারণ মানুষকে। এমন ছবিই ফের ধরা পড়ল পুরাতন মালদায়। আজ পুরাতন মালদার সাহাপুরে গ্যাস সিলিন্ডার সংগ্রহের লাইনে দেখা গলে চূড়ান্ত অনিয়ম। পাশাপাশি দাঁড়াতে দেখা গেল সবাইকে । উপভোক্তাদের পালটা দাবি, প্রশাসনের তরফে ব্যবস্থা না নেওয়ার জন্যই এই ঘটনা প্রতিদিন ঘটছে।

কোরোনা মোকাবিলায় একজোট হয়ে লড়ছে গোটা দেশ। তারপরও লাফিয়ে বাড়ছে সংক্রমণ। আর সংক্রমণ থেকে বাঁচতেই ঘরে থাকার পরামর্শ দিচ্ছে সরকার। জরুরি প্রয়োজনে বাইরে বেরোলেও সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে। তবু হুঁশ নেই সাধারণ মানুষের । এতকিছুর পরও যে সচেতনতার অভাব রয়েছে তা পুরাতন মালদার সাহাপুরের ছবিতে ফের স্পষ্ট হল। আজ BPL-এর গ্যাস সংগ্রহের জন্য স্থানীয়রা লাইন দেন সাহাপুরে। সেখানে আদৌ সামাজিক দূরত্ব মানা হয়নি। গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়েই গ্যাস সংগ্রহ করতে দেখা গেল পুরাতন মালদার বাসিন্দাদের।

এক উপভোক্তা অনিতা দাস বলেন, “সকাল থেকে গ্যাস সংগ্রহের লাইন পড়েছে। বিক্রেতারা এক বারের জন্যও এসে বলেননি ফাঁকায় ফাঁকায় দাঁড়ান। সামাজিক দূরত্ব বজায় রাখার কথা যাঁদের জানা আছে তাঁরাও তা মানেননি। প্রশাসনের পক্ষ থেকেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।”

মালদা, 3 এপ্রিল: কোরোনা মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য সরকার বারবার সামাজিক দূরত্ব বজার রাখার পরামর্শ দিচ্ছে। স্থানীয় প্রশাসন মাইকিং করে প্রচার চালাচ্ছে। তারপরও সচেতন করা যাচ্ছে না সাধারণ মানুষকে। এমন ছবিই ফের ধরা পড়ল পুরাতন মালদায়। আজ পুরাতন মালদার সাহাপুরে গ্যাস সিলিন্ডার সংগ্রহের লাইনে দেখা গলে চূড়ান্ত অনিয়ম। পাশাপাশি দাঁড়াতে দেখা গেল সবাইকে । উপভোক্তাদের পালটা দাবি, প্রশাসনের তরফে ব্যবস্থা না নেওয়ার জন্যই এই ঘটনা প্রতিদিন ঘটছে।

কোরোনা মোকাবিলায় একজোট হয়ে লড়ছে গোটা দেশ। তারপরও লাফিয়ে বাড়ছে সংক্রমণ। আর সংক্রমণ থেকে বাঁচতেই ঘরে থাকার পরামর্শ দিচ্ছে সরকার। জরুরি প্রয়োজনে বাইরে বেরোলেও সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে। তবু হুঁশ নেই সাধারণ মানুষের । এতকিছুর পরও যে সচেতনতার অভাব রয়েছে তা পুরাতন মালদার সাহাপুরের ছবিতে ফের স্পষ্ট হল। আজ BPL-এর গ্যাস সংগ্রহের জন্য স্থানীয়রা লাইন দেন সাহাপুরে। সেখানে আদৌ সামাজিক দূরত্ব মানা হয়নি। গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়েই গ্যাস সংগ্রহ করতে দেখা গেল পুরাতন মালদার বাসিন্দাদের।

এক উপভোক্তা অনিতা দাস বলেন, “সকাল থেকে গ্যাস সংগ্রহের লাইন পড়েছে। বিক্রেতারা এক বারের জন্যও এসে বলেননি ফাঁকায় ফাঁকায় দাঁড়ান। সামাজিক দূরত্ব বজায় রাখার কথা যাঁদের জানা আছে তাঁরাও তা মানেননি। প্রশাসনের পক্ষ থেকেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.