ETV Bharat / city

মহানন্দা নদীর অস্থায়ী সেতু ভাঙল ক্ষুব্ধ জনতা

প্রশাসনকে জানিয়েও কোন লাভ না হওয়াতে মহানন্দা নদীর উপরে মালদা বইমেলার কারণে তৈরী হওয়া অস্থায়ী সেতু ভাঙল ক্ষুব্ধ জনতা ।

অস্থানীয় সেতু
author img

By

Published : Jun 9, 2019, 11:15 PM IST

মালদা , ৯ জুন : বারবার প্রশাসনকে জানিয়ে কোনও ফল মেলেনি । বাধ্য হয়েই মহানন্দা নদীর ওপরের অস্থায়ী সেতু ভাঙলেন স্থানীয় বাসিন্দারা । গোটা বিষয়ে দুই পৌরকর্তৃপক্ষের কোনও মন্তব্য পাওয়া যায়নি ।

এবছরের মালদা জেলা বইমেলাকে শহরের প্রাণকেন্দ্র থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল মহানন্দা নদীর ঘাটে । শহর থেকে দূরে নদীর ঘাটে বইপ্রেমীদের আকর্ষিত করতে তৈরি করা হয়েছিল অস্থায়ী সেতু । বইমেলা শেষ হওয়ার পাঁচ মাস হতে চললেও তুলে দেওয়া হয়নি অস্থায়ী সেতুটি । মহানন্দার ওপরে সেতু হওয়ায় যাতায়াতের খানিকটা সুবিধে হলেও, সেই অস্থায়ী সেতুর কারণে নদীর আবর্জনা রয়েই যাচ্ছে । ফলে নদীর একপ্রান্ত ভরে উঠেছে কচুরিপানায় । নোংরা জলে বাসা বেঁধেছে পোকামাকড় । দৈনন্দিন কাজে সেই জল ব্যবহার করতে গিয়ে চর্মরোগে ভুগছেন স্থানীয় মানুষজন ।

এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় কাউন্সিলরের সঙ্গে সঙ্গে পৌরসভাতেও এই বিষয়টি জানানো হয়েছে । স্থানীয় কাউন্সিলর-সহ পৌরকর্তৃপক্ষ নদী সংস্কারের আশ্বাস দিলেও তা হয়ে ওঠেনি । বাধ্য হয়েই আজ স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে ওই অস্থায়ী সেতু ভেঙে দেন ।

স্থানীয় বাসিন্দা গোবিন্দ রায় বলেন, “গত তিন-চার মাস ধরে মহানন্দা নদীতে কচুরিপানা, আবর্জনা জমে আছে । বইমেলা চলাকালীন এই অস্থায়ী সেতু তৈরি করা হয় । জমা জলে পোকামাকড় বাসা বেঁধেছে । নদীর জলে স্নান করতে গিয়ে চর্মরোগ হচ্ছে । বাড়ির মহিলাদের দৈনন্দিন কাজে সমস্যা হচ্ছে । স্থানীয় কাউন্সিলর-সহ পৌরসভার চেয়ারম্যানকেও বিষয়টি জানানো হয়েছে । পৌর কর্তৃপক্ষ সাতদিনের মধ্যে নদী সংস্কারের আশ্বাস দিয়েছিল । কিন্তু এখনও পর্যন্ত কোনও কাজ হয়নি । বাধ্য হয়েই আজ আমরা এই অস্থায়ী সেতু ভেঙে ফেলেছি ।”

মালদা , ৯ জুন : বারবার প্রশাসনকে জানিয়ে কোনও ফল মেলেনি । বাধ্য হয়েই মহানন্দা নদীর ওপরের অস্থায়ী সেতু ভাঙলেন স্থানীয় বাসিন্দারা । গোটা বিষয়ে দুই পৌরকর্তৃপক্ষের কোনও মন্তব্য পাওয়া যায়নি ।

এবছরের মালদা জেলা বইমেলাকে শহরের প্রাণকেন্দ্র থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল মহানন্দা নদীর ঘাটে । শহর থেকে দূরে নদীর ঘাটে বইপ্রেমীদের আকর্ষিত করতে তৈরি করা হয়েছিল অস্থায়ী সেতু । বইমেলা শেষ হওয়ার পাঁচ মাস হতে চললেও তুলে দেওয়া হয়নি অস্থায়ী সেতুটি । মহানন্দার ওপরে সেতু হওয়ায় যাতায়াতের খানিকটা সুবিধে হলেও, সেই অস্থায়ী সেতুর কারণে নদীর আবর্জনা রয়েই যাচ্ছে । ফলে নদীর একপ্রান্ত ভরে উঠেছে কচুরিপানায় । নোংরা জলে বাসা বেঁধেছে পোকামাকড় । দৈনন্দিন কাজে সেই জল ব্যবহার করতে গিয়ে চর্মরোগে ভুগছেন স্থানীয় মানুষজন ।

এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় কাউন্সিলরের সঙ্গে সঙ্গে পৌরসভাতেও এই বিষয়টি জানানো হয়েছে । স্থানীয় কাউন্সিলর-সহ পৌরকর্তৃপক্ষ নদী সংস্কারের আশ্বাস দিলেও তা হয়ে ওঠেনি । বাধ্য হয়েই আজ স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে ওই অস্থায়ী সেতু ভেঙে দেন ।

স্থানীয় বাসিন্দা গোবিন্দ রায় বলেন, “গত তিন-চার মাস ধরে মহানন্দা নদীতে কচুরিপানা, আবর্জনা জমে আছে । বইমেলা চলাকালীন এই অস্থায়ী সেতু তৈরি করা হয় । জমা জলে পোকামাকড় বাসা বেঁধেছে । নদীর জলে স্নান করতে গিয়ে চর্মরোগ হচ্ছে । বাড়ির মহিলাদের দৈনন্দিন কাজে সমস্যা হচ্ছে । স্থানীয় কাউন্সিলর-সহ পৌরসভার চেয়ারম্যানকেও বিষয়টি জানানো হয়েছে । পৌর কর্তৃপক্ষ সাতদিনের মধ্যে নদী সংস্কারের আশ্বাস দিয়েছিল । কিন্তু এখনও পর্যন্ত কোনও কাজ হয়নি । বাধ্য হয়েই আজ আমরা এই অস্থায়ী সেতু ভেঙে ফেলেছি ।”

Intro:মালদা, ৯ জুনঃ বারবার প্রশাসনকে জানিয়ে কোনও ফল মেলেনি। বাধ্য হয়েই মহানন্দা নদীর ওপরের অস্থায়ী সেতু ভাঙলেন স্থানীয় বাসিন্দারা। গোটা বিষয়ে দুই পৌরকর্তৃপক্ষের কোনও মন্তব্য পাওয়া যায়নি।Body:এবছরের মালদা জেলা বইমেলাকে শহরের প্রাণকেন্দ্র থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল মহানন্দা নদীর ঘাটে। শহর থেকে দূরে নদীর ঘাটে বইপ্রেমীদের আকর্ষিত করতে তৈরি করা হয়েছিল অস্থায়ী সেতু। বইমেলা শেষ হওয়া পাঁচ মাস হতে চললেও তুলে দেওয়া হয়নি অস্থায়ী সেতুটি। মহান্দার ওপরে সেতু হওয়ায় যাতায়াতের খানিকটা সুবিধেও হচ্ছে। তবে সেই অস্থায়ী সেতুর কারণে নদীর আবর্জনা বয়ে যেতে পারছে না। নদীর একপ্রান্ত ভরে উঠেছে কচুরিপানায়। নোংরা জলে বাসা বেঁধেছে পোকামাকড়। দৈনন্দিন কাজে সেই জল ব্যবহার করতে গিয়ে চর্মরোগে ভুগছেন স্থানীয় মানুষজন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় কাউন্সিলের সঙ্গে পৌরসভাতেও বিষয়টি জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় কাউন্সিলর সহ পৌরকর্তৃপক্ষ নদী সংস্কারের আশ্বাস দিলেও তা হয়ে ওঠেনি। বাধ্য হয়েই আজ স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে ওই অস্থায়ী সেতু ভেঙে দেয়।Conclusion:স্থানীয় এক বাসিন্দা গোবিন্দ রায় জানান, “গত তিন-চার মাস ধরে মহানন্দা নদীতে কচুরিপানা, আবর্জনা জমে আছে। মালদা জেলা বইমেলা চলাকালীন এই অস্থায়ী সেতু তৈরি করা হয়। নদীর আবর্জনা, কচুরিপানা সব অস্থায়ী সেতুতে বাধা পেয়ে জমে যাচ্ছে। জমা জলে পোকা-মাকড় বাসা বেঁধেছে। নদীর জলে স্নান করতে গিয়ে চর্মরোগ হচ্ছে। বাড়ির মহিলাদের দৈনন্দিন কাজে সমস্যা হচ্ছে। স্থানীয় কাউন্সিলর সহ পৌরসভার চেয়ারম্যানকেও বিষয়টি জানানো হয়েছে। পৌরকর্তৃপক্ষ সাতদিনের মধ্যে নদী সংস্কারের আশ্বাস দিয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত কোনও কাজ হয়নি। বাধ্য হয়েই আজ আমরা এই অস্থায়ী সেতু ভেঙে ফেলেছি।”
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.