ETV Bharat / city

Malda Water Body Controversy: শহরের আবর্জনা ফেলে বিল ভরাটের অভিযোগ ! অস্বীকার পৌরসভার - ইংরেজবাজার পৌরসভা

মালদার (Malda) ইংরেজবাজার পৌরসভার (English Bazar Municipality) বিরুদ্ধে বিল ভরাটের অভিযোগ (Malda Water Body Controversy) ! সরব বিরোধীরা ৷ মানতে নারাজ পৌরকর্তৃপক্ষ ৷

water body filling allegations against English Bazar Municipality in Malda
Malda Water Body Controversy: শহরের আবর্জনা ফেলে বিল ভরাটের অভিযোগ ! অস্বীকার পৌরসভার
author img

By

Published : Jun 25, 2022, 5:27 PM IST

মালদা, 25 জুন: খোদ প্রশাসনের বিরুদ্ধেই উঠল জলাভূমি (Water Body) ভরাটের অভিযোগ ! কাঠগড়ায় মালদার (Malda) ইংরেজবাজার পৌরসভা (English Bazar Municipality) ৷ যদিও পৌরকর্তৃপক্ষের দাবি, এই অভিযোগ সঠিক নয় ৷ পৌরসভার তরফ থেকে যেখানে শহরের সংগৃহীত আবর্জনা ফেলা হচ্ছে, সেটি আসলে নিচু জমি (Low Land) ৷ জলাভূমি আর নিচু জমির মধ্যে ফারাক রয়েছে ৷ এমনটাই জানিয়েছেন পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী (Krishnendu Narayan Choudhury) ৷

ইংরেজবাজার পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের গান্ধি পার্ক এলাকায় আবর্জনা ফেলার জন্য একটি অস্থায়ী জায়গা রয়েছে ৷ অভিযোগ, তা সত্ত্বেও ইদানীংকালে শহর থেকে সংগৃহীত আবর্জনা সংশ্লিষ্ট ডাম্পিং গ্রাউন্ডের বদলে ফেলা হচ্ছে স্থানীয় চাতরা বিলে ৷ ফলে বিলের আকার ক্রমশ সঙ্কুচিত হচ্ছে (Malda Water Body Controversy) ৷ বাসিন্দাদের আশঙ্কা, এর ফলে আসন্ন বর্ষায় বৃষ্টির জল শহর থেকে বেরোনোর কোনও পথ পাবে না ৷ ভারী বৃষ্টিতে ভাসবে বসত এলাকা ৷ যদিও বিষয়টি নিয়ে ক্য়ামেরার সামনে মুখ খুলতে রাজি হননি তাঁরা ৷

আরও পড়ুন: Filling Pond for Illegal Construction : রানিগঞ্জে পুকুর ভরাট করে বহুতল ! অভিযোগ পেয়েই নড়েচড়ে বসল পৌরনিগম

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আগেও মাটি ফেলে এই বিল ভরাট করা হচ্ছিল ৷ কিন্তু, এখন মাটির বদলে আবর্জনা ফেলা হচ্ছে ৷ এই আবর্জনা পৌরসভাই শহর থেকে সংগ্রহ করে ৷ তাদেরই গাড়ি সেই আবর্জনা চাতরা বিলে ফেলে আসে ! এতে এলাকায় দূষণ ছড়াচ্ছে বলেও অভিযোগ করেছেন বাসিন্দারা ৷ তাঁদের দাবি, এই ঘটনার প্রতিবাদ করলেই এলাকার কিছু 'প্রভাবশালী'র হুমকির মুখে পড়তে হচ্ছে ৷

সিপিএম-এর জেলা আহ্বায়ক অম্বর মিত্র বলেন, "আমরা জানতে পেরেছি, রাস্তার ধারে পৌরসভার যেসব অস্থায়ী আবর্জনা ফেলার জায়গা রয়েছে, সেখান থেকে আবর্জনা তুলে নিয়ে গিয়ে চাতরা বিলে ফেলে জলাশয় বুঝিয়ে দেওয়া হচ্ছে ৷ এতে শহরের নিচু অংশের জল বেরোতে পারবে না ৷ এরকম যদি চলতে থাকে, তাহলে মালদা শহরের জল আর বেরোবে না ৷ মালদা শহরের রাস্তায় নৌকো চলাচল করবে ৷ এর থেকে বাঁচতে অবিলম্বে জল নিকাশিব্যবস্থা তৈরি করা দরকার ৷ জলাভূমি ভরাট করা আইনত অপরাধ ৷ আমরা একাধিকবার এর প্রতিবাদ করেছি। কিন্তু কোনও লাভ হয়নি ৷"

পৌরসভার বিরুদ্ধে গুরুতর অভিযোগ !

বিজেপি-র দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি পার্থসারথি ঘোষ বলেন, "ইংরেজবাজার পৌরসভার বিভিন্ন এলাকা সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে যাচ্ছে ৷ পৌর এলাকার নিকাশিব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে ৷ এর জন্য দায়ী পৌর প্রশাসন ৷ এখন পৌরসভার সঙ্গে জমি মাফিয়া, প্রোমোটাররা সরাসরি যুক্ত হয়ে ব্যবসা চালাচ্ছে ৷ শহরের জল যে বিলে যেত, সেই বিল এখন প্রায় অর্ধেকের বেশি ভরাট হয়ে গিয়েছে ৷ ইংরেজবাজার পৌরসভার আবর্জনা দিয়ে বিল ভরাট করা হচ্ছে ৷ পৌরসভা সরাসরি জমি মাফিয়াদের সঙ্গে জড়িয়ে ব্যবসায় নেমেছে ৷"

যদিও জলাজমিতে আবর্জনা ফেলার বিষয়টি মানতে চাননি ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী ৷ তাঁর বক্তব্য, "জলাভূমি ও নিচু জমির মধ্যে তফাত রয়েছে ৷ আমাদের শহরের অনেক জায়গায় নিচু জমি রয়েছে ৷ সেই নিচু জমিগুলিকেই পৌর এলাকার আবর্জনা দিয়ে উঁচু করা হচ্ছে ৷ আর জলাভূমি মানে হল পুকুর, বিল প্রভৃতি ৷ গান্ধি পার্ক বা কুলিপাড়ার ওই এলাকা কোনও জলাভূমি নয়, ওটি একটি নিচু জমি ৷ আবর্জনা ফেলে ওই এলাকা উঁচু করা হচ্ছে ৷ কারণ, ওই এলাকায় জল জমে থাকলে সেখান থেকে ডেঙ্গু-সহ বিভিন্ন রোগ ছড়াবে ৷"

মালদা, 25 জুন: খোদ প্রশাসনের বিরুদ্ধেই উঠল জলাভূমি (Water Body) ভরাটের অভিযোগ ! কাঠগড়ায় মালদার (Malda) ইংরেজবাজার পৌরসভা (English Bazar Municipality) ৷ যদিও পৌরকর্তৃপক্ষের দাবি, এই অভিযোগ সঠিক নয় ৷ পৌরসভার তরফ থেকে যেখানে শহরের সংগৃহীত আবর্জনা ফেলা হচ্ছে, সেটি আসলে নিচু জমি (Low Land) ৷ জলাভূমি আর নিচু জমির মধ্যে ফারাক রয়েছে ৷ এমনটাই জানিয়েছেন পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী (Krishnendu Narayan Choudhury) ৷

ইংরেজবাজার পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের গান্ধি পার্ক এলাকায় আবর্জনা ফেলার জন্য একটি অস্থায়ী জায়গা রয়েছে ৷ অভিযোগ, তা সত্ত্বেও ইদানীংকালে শহর থেকে সংগৃহীত আবর্জনা সংশ্লিষ্ট ডাম্পিং গ্রাউন্ডের বদলে ফেলা হচ্ছে স্থানীয় চাতরা বিলে ৷ ফলে বিলের আকার ক্রমশ সঙ্কুচিত হচ্ছে (Malda Water Body Controversy) ৷ বাসিন্দাদের আশঙ্কা, এর ফলে আসন্ন বর্ষায় বৃষ্টির জল শহর থেকে বেরোনোর কোনও পথ পাবে না ৷ ভারী বৃষ্টিতে ভাসবে বসত এলাকা ৷ যদিও বিষয়টি নিয়ে ক্য়ামেরার সামনে মুখ খুলতে রাজি হননি তাঁরা ৷

আরও পড়ুন: Filling Pond for Illegal Construction : রানিগঞ্জে পুকুর ভরাট করে বহুতল ! অভিযোগ পেয়েই নড়েচড়ে বসল পৌরনিগম

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আগেও মাটি ফেলে এই বিল ভরাট করা হচ্ছিল ৷ কিন্তু, এখন মাটির বদলে আবর্জনা ফেলা হচ্ছে ৷ এই আবর্জনা পৌরসভাই শহর থেকে সংগ্রহ করে ৷ তাদেরই গাড়ি সেই আবর্জনা চাতরা বিলে ফেলে আসে ! এতে এলাকায় দূষণ ছড়াচ্ছে বলেও অভিযোগ করেছেন বাসিন্দারা ৷ তাঁদের দাবি, এই ঘটনার প্রতিবাদ করলেই এলাকার কিছু 'প্রভাবশালী'র হুমকির মুখে পড়তে হচ্ছে ৷

সিপিএম-এর জেলা আহ্বায়ক অম্বর মিত্র বলেন, "আমরা জানতে পেরেছি, রাস্তার ধারে পৌরসভার যেসব অস্থায়ী আবর্জনা ফেলার জায়গা রয়েছে, সেখান থেকে আবর্জনা তুলে নিয়ে গিয়ে চাতরা বিলে ফেলে জলাশয় বুঝিয়ে দেওয়া হচ্ছে ৷ এতে শহরের নিচু অংশের জল বেরোতে পারবে না ৷ এরকম যদি চলতে থাকে, তাহলে মালদা শহরের জল আর বেরোবে না ৷ মালদা শহরের রাস্তায় নৌকো চলাচল করবে ৷ এর থেকে বাঁচতে অবিলম্বে জল নিকাশিব্যবস্থা তৈরি করা দরকার ৷ জলাভূমি ভরাট করা আইনত অপরাধ ৷ আমরা একাধিকবার এর প্রতিবাদ করেছি। কিন্তু কোনও লাভ হয়নি ৷"

পৌরসভার বিরুদ্ধে গুরুতর অভিযোগ !

বিজেপি-র দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি পার্থসারথি ঘোষ বলেন, "ইংরেজবাজার পৌরসভার বিভিন্ন এলাকা সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে যাচ্ছে ৷ পৌর এলাকার নিকাশিব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে ৷ এর জন্য দায়ী পৌর প্রশাসন ৷ এখন পৌরসভার সঙ্গে জমি মাফিয়া, প্রোমোটাররা সরাসরি যুক্ত হয়ে ব্যবসা চালাচ্ছে ৷ শহরের জল যে বিলে যেত, সেই বিল এখন প্রায় অর্ধেকের বেশি ভরাট হয়ে গিয়েছে ৷ ইংরেজবাজার পৌরসভার আবর্জনা দিয়ে বিল ভরাট করা হচ্ছে ৷ পৌরসভা সরাসরি জমি মাফিয়াদের সঙ্গে জড়িয়ে ব্যবসায় নেমেছে ৷"

যদিও জলাজমিতে আবর্জনা ফেলার বিষয়টি মানতে চাননি ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী ৷ তাঁর বক্তব্য, "জলাভূমি ও নিচু জমির মধ্যে তফাত রয়েছে ৷ আমাদের শহরের অনেক জায়গায় নিচু জমি রয়েছে ৷ সেই নিচু জমিগুলিকেই পৌর এলাকার আবর্জনা দিয়ে উঁচু করা হচ্ছে ৷ আর জলাভূমি মানে হল পুকুর, বিল প্রভৃতি ৷ গান্ধি পার্ক বা কুলিপাড়ার ওই এলাকা কোনও জলাভূমি নয়, ওটি একটি নিচু জমি ৷ আবর্জনা ফেলে ওই এলাকা উঁচু করা হচ্ছে ৷ কারণ, ওই এলাকায় জল জমে থাকলে সেখান থেকে ডেঙ্গু-সহ বিভিন্ন রোগ ছড়াবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.