ETV Bharat / city

Villagers Protest 20 বছরেও হাল ফেরেনি রাস্তার, ক্ষোভে পঞ্চায়েত প্রধানের বাড়িতে ইডি তল্লাশির দাবি গ্রামবাসীদের

20 বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তা (Bad Road Condition) । টাকা গেল কোথায় ? পঞ্চায়েত প্রধানের বাড়িতে ইডি তল্লাশির দাবি গ্রামবাসীদের ।

Villagers demand ED search at panchayat pradhan house in Malda
Bad Road Condition
author img

By

Published : Aug 24, 2022, 2:20 PM IST

মালদা, 24 অগস্ট: রাস্তা সংস্কারের দাবিতে গ্রামেগঞ্জে বিক্ষোভ কিংবা ভোট বয়কটের হুমকি মাঝেমধ্যেই শোনা যায় (Villagers Protest) । কিন্তু বেহাল রাস্তার জন্য এ বার পঞ্চায়েত প্রধানের বাড়িতে ইডির হানার দাবি উঠল ৷ পুরাতন মালদার যাত্রাডাঙা গ্রাম পঞ্চায়েতের দেউলি গ্রামের ঘটনা (Villagers demand ED search at pradhan house) ।

গ্রামবাসীদের অভিযোগ, দু'এক বছর নয় । দীর্ঘ 20 বছর ধরে তাঁরা রাস্তার যন্ত্রণা ভোগ করছেন । তাঁদের কথা যে খুব একটা মিথ্যে নয়, তা রাস্তার দশা দেখলেই বোঝা যায় । বৃষ্টির পর ওই রাস্তা দিয়ে মানুষের হাঁটাচলা, আর সার্কাসের ট্র্যাপিজের দড়িতে খেলোয়াড়দের ব্যালেন্স রাখা, একই ব্যাপার । স্থানীয়দের অভিযোগ, রাস্তা সংস্কারের জন্য তাঁরা বহুবার পঞ্চায়েতে আর্জি জানিয়েছেন । কিন্তু তাঁদের ভোগান্তি এখনও যায়নি ।

Villagers demand ED search at panchayat pradhan house
20 বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তা

গ্রামের বাসিন্দা মহম্মদ নাজমুল হক বলেন, "20 বছর ধরে রাস্তা নিয়ে আমাদের ভোগান্তি চলছে । একাধিকবার পঞ্চায়েতের প্রধানের কাছে গ্রামের সবাই মিলে গিয়েছি । কিন্তু প্রতিবারই তিনি বলেন, ভোটের পর করে দেব । এভাবে 20 বছরে অনেক ভোট চলে গেল । এ দিকে এই রাস্তা দিয়ে কোনও প্রসূতি কিংবা রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া যাচ্ছে না । তাঁদের কাঁধে তুলে পাকা রাস্তা পর্যন্ত নিয়ে যেতে হচ্ছে । গ্রামে কোনও গাড়ি ঢোকে না । এ নিয়ে পঞ্চায়েতে আবেদন জানানোয় প্রধানের পেটোয়া কিছু ছেলে আমাদের সঙ্গে মসকরা করছে । আমাদের দাবি, এখানকার প্রধানের বাড়িতেও পার্থ চট্টোপাধ্যায়ের মতো ইডিকে দিয়ে তল্লাশি চালানো হোক । তিনি যে কত টাকা আত্মসাৎ করেছেন, তার কোনও ঠিকানা নেই ।"

Villagers demand ED search at panchayat pradhan house in Malda
কোনও প্রসূতি কিংবা রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া যাচ্ছে না

গ্রামের এক বৃদ্ধা শ্রীমতি চৌধুরী বলেন, "আমাদের খেটে খেতে হয় । কিন্তু কাজ করার সময় এই রাস্তায় মাঝেমধ্যেই আছাড় খেতে হয় । জামাকাপড় নষ্ট হয়ে যায় । রোগীদের সময়মতো হাসপাতালে নিয়ে যাওয়া যায় না । সময়মতো হাসপাতালে না নিয়ে যেতে পারায় গতকালই এক যুবতী মারা গিয়েছে । আমরা রাস্তার দ্রুত সংস্কার চাইছি ।"

পঞ্চায়েত প্রধানের বাড়িতে ইডি তল্লাশির দাবি গ্রামবাসীদের

আরও পড়ুন: দেড় লাখ টাকায় ভুয়ো সিভিক ভলান্টিয়ার নিয়োগ তৃণমূল নেতার

পঞ্চায়েত প্রধান নুর হকের দাবি, "আমি কারও সঙ্গে কখনও দুর্ব্যবহার করি না । এই অভিযোগে দুঃখিত । 1993 সাল থেকে আমি দেউলি সংসদের সদস্য । এখন অন্য জায়গার সদস্য হলেও ওই গ্রামে আমি বহু কাজ করে দিয়েছি । ওই গ্রামের রাস্তা গতবারও সংস্কার করা হয়েছে । রাস্তাটি সংস্কারের জন্য 100 দিন প্রকল্পে কাজ ধরা ছিল । কিন্তু ওই প্রকল্পের টাকা না আসায় কাজ করা যায়নি । তবু পঞ্চায়েতের তরফে ওই রাস্তায় জন্য আমরা দু'লক্ষ টাকার টেন্ডার পাস করিয়ে ওয়ার্ক অর্ডার বের করেছি । 15-20 দিনের মধ্যেই কাজ হয়ে যাবে ।"

মালদা, 24 অগস্ট: রাস্তা সংস্কারের দাবিতে গ্রামেগঞ্জে বিক্ষোভ কিংবা ভোট বয়কটের হুমকি মাঝেমধ্যেই শোনা যায় (Villagers Protest) । কিন্তু বেহাল রাস্তার জন্য এ বার পঞ্চায়েত প্রধানের বাড়িতে ইডির হানার দাবি উঠল ৷ পুরাতন মালদার যাত্রাডাঙা গ্রাম পঞ্চায়েতের দেউলি গ্রামের ঘটনা (Villagers demand ED search at pradhan house) ।

গ্রামবাসীদের অভিযোগ, দু'এক বছর নয় । দীর্ঘ 20 বছর ধরে তাঁরা রাস্তার যন্ত্রণা ভোগ করছেন । তাঁদের কথা যে খুব একটা মিথ্যে নয়, তা রাস্তার দশা দেখলেই বোঝা যায় । বৃষ্টির পর ওই রাস্তা দিয়ে মানুষের হাঁটাচলা, আর সার্কাসের ট্র্যাপিজের দড়িতে খেলোয়াড়দের ব্যালেন্স রাখা, একই ব্যাপার । স্থানীয়দের অভিযোগ, রাস্তা সংস্কারের জন্য তাঁরা বহুবার পঞ্চায়েতে আর্জি জানিয়েছেন । কিন্তু তাঁদের ভোগান্তি এখনও যায়নি ।

Villagers demand ED search at panchayat pradhan house
20 বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তা

গ্রামের বাসিন্দা মহম্মদ নাজমুল হক বলেন, "20 বছর ধরে রাস্তা নিয়ে আমাদের ভোগান্তি চলছে । একাধিকবার পঞ্চায়েতের প্রধানের কাছে গ্রামের সবাই মিলে গিয়েছি । কিন্তু প্রতিবারই তিনি বলেন, ভোটের পর করে দেব । এভাবে 20 বছরে অনেক ভোট চলে গেল । এ দিকে এই রাস্তা দিয়ে কোনও প্রসূতি কিংবা রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া যাচ্ছে না । তাঁদের কাঁধে তুলে পাকা রাস্তা পর্যন্ত নিয়ে যেতে হচ্ছে । গ্রামে কোনও গাড়ি ঢোকে না । এ নিয়ে পঞ্চায়েতে আবেদন জানানোয় প্রধানের পেটোয়া কিছু ছেলে আমাদের সঙ্গে মসকরা করছে । আমাদের দাবি, এখানকার প্রধানের বাড়িতেও পার্থ চট্টোপাধ্যায়ের মতো ইডিকে দিয়ে তল্লাশি চালানো হোক । তিনি যে কত টাকা আত্মসাৎ করেছেন, তার কোনও ঠিকানা নেই ।"

Villagers demand ED search at panchayat pradhan house in Malda
কোনও প্রসূতি কিংবা রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া যাচ্ছে না

গ্রামের এক বৃদ্ধা শ্রীমতি চৌধুরী বলেন, "আমাদের খেটে খেতে হয় । কিন্তু কাজ করার সময় এই রাস্তায় মাঝেমধ্যেই আছাড় খেতে হয় । জামাকাপড় নষ্ট হয়ে যায় । রোগীদের সময়মতো হাসপাতালে নিয়ে যাওয়া যায় না । সময়মতো হাসপাতালে না নিয়ে যেতে পারায় গতকালই এক যুবতী মারা গিয়েছে । আমরা রাস্তার দ্রুত সংস্কার চাইছি ।"

পঞ্চায়েত প্রধানের বাড়িতে ইডি তল্লাশির দাবি গ্রামবাসীদের

আরও পড়ুন: দেড় লাখ টাকায় ভুয়ো সিভিক ভলান্টিয়ার নিয়োগ তৃণমূল নেতার

পঞ্চায়েত প্রধান নুর হকের দাবি, "আমি কারও সঙ্গে কখনও দুর্ব্যবহার করি না । এই অভিযোগে দুঃখিত । 1993 সাল থেকে আমি দেউলি সংসদের সদস্য । এখন অন্য জায়গার সদস্য হলেও ওই গ্রামে আমি বহু কাজ করে দিয়েছি । ওই গ্রামের রাস্তা গতবারও সংস্কার করা হয়েছে । রাস্তাটি সংস্কারের জন্য 100 দিন প্রকল্পে কাজ ধরা ছিল । কিন্তু ওই প্রকল্পের টাকা না আসায় কাজ করা যায়নি । তবু পঞ্চায়েতের তরফে ওই রাস্তায় জন্য আমরা দু'লক্ষ টাকার টেন্ডার পাস করিয়ে ওয়ার্ক অর্ডার বের করেছি । 15-20 দিনের মধ্যেই কাজ হয়ে যাবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.