মালদা, 26 এপ্রিল : মঙ্গলচণ্ডীর ব্রত পালন করেছিল দুই ছাত্রী ৷ পুজো দেওয়ার আগে ফুলহর নদীতে গিয়েছিল স্নান করতে। সেখানেই বিপত্তি ৷ নদীর স্রোতে বেসামাল হয়ে একজন তলিয়ে যেতে শুরু করে ৷ তা দেখে আরেকজন তাকে বাঁচাতে এগিয়ে যায় ৷ কিন্তু, কেউই রক্ষা পায়নি ৷ দু’জনেই তলিয়ে গিয়েছে নদীতে (Two Teenagers Drowned While Bathing in Fulhar River in Malda) ৷ আজ সকালে ঘটনাটি ঘটেছে রতুয়ার নাককাটি ব্রিজের নীচে ৷ দুই কিশোরীর খোঁজে স্থানীয়রা নদীতে তল্লাশি চালালেও, এখনও পর্যন্ত প্রশাসনের তরফে ডুবুরি কিংবা উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়নি বলে অভিযোগ ৷ তবে, ঘটনাস্থলে উপস্থিত রয়েছে রতুয়া থানার পুলিশ ৷
নিখোঁজ দুই কিশোরীর নাম পূজা মণ্ডল এবং সুপ্রিয়া মণ্ডল ৷ দু’জনেরই বাড়ি রতুয়া 1 নম্বর ব্লকের বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের ঝাকসুটোলা গ্রামে ৷ 14 বছরের পূজার বাবা আনন্দ মণ্ডল দিল্লিতে রাজমিস্ত্রির কাজ করেন ৷ তার মা’ও সেখানেই রয়েছেন ৷ একসময় পূজাও দিল্লিতে থাকত ৷ সেখানে একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করত সে ৷ তবে, বছরখানেক আগে সে গ্রামের বাড়িতে চলে আসে ৷ স্থানীয় কোনও স্কুলে তাকে ভর্তি করার চেষ্টা করছিল বাড়ির লোকজন ৷ নিখোঁজ আরেক ছাত্রী 13 বছরের সুপ্রিয়ার বাবা প্রফুল্ল মণ্ডলও পেশায় রাজমিস্ত্রি ৷ কর্মসূত্রে তিনিও এখন দিল্লিতে রয়েছেন ৷ সুপ্রিয়া স্থানীয় কাটাহা দিয়ারা হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ৷
পূজা মণ্ডল এবং সুপ্রিয়া মণ্ডল দু’জনে একই এলাকার বাসিন্দা ৷ দূর সম্পর্কের আত্মীয়ও হয় তারা ৷ মঙ্গলচণ্ডীর পুজো দেওয়ার আগে, আজ সকাল ন’টা নাগাদ তারা নাককাটি ব্রিজের নীচে ফুলহর নদীতে স্নান করতে যায় তারা ৷ সেখানেই নদীর তীব্র স্রোতের জেরে দু’জনে তলিয়ে যায় বলে পুলিশ সূত্রে খবর ৷
আরও পড়ুন : Teenager Death Controversy : মৃত ঘোষণার পরও জলে ডোবা কিশোর ‘বেঁচে’, অবশেষে মৃত্যু
পূজা ও সুপ্রিয়ার এক আত্মীয় অসীম মণ্ডল বলেন, “পূজা আর সুপ্রিয়া মঙ্গলচণ্ডী পুজো দেবে বলে উপোস করেছিল ৷ এলাকার 5-7 জন মেয়ে আজ সকালে একসঙ্গেই ঘাটে স্নান করতে আসে ৷ সেই সময় ওরা দু’জন নদীতে তলিয়ে যায় ৷ শুনেছি, প্রথমে সুপ্রিয়া জলে ডুবতে শুরু করে ৷ তাকে বাঁচাতে গিয়ে পূজাও জলে ডুবে যায় ৷ তখন ঘাটে আরও কয়েকজন মেয়ে থাকলেও, তারা দু’জনকে বাঁচাতে পারেনি ৷ আমরা ওদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছি। কিন্তু তাদের খোঁজ পাইনি ৷ ঘটনাস্থলে পুলিশ এসেছে ৷ তবে, প্রশাসনের উদ্ধারকারী দল এখনও আসেনি ৷”