ETV Bharat / city

Cow Thief গরু চোর সন্দেহে গণধোলাই, বিএসএফের হাতে আটক 1 বাংলাদেশি সহ 2

মালদায় গরু চোর সন্দেহে (Cow Thief) দুই যুবককে গণধোলাই দেওয়ার অভিযোগ ৷ বিএসএফ আটক করেছে ওই দু'জন বাংলাদেশিকে (BSF detained Two Bangladeshi) ।

Cow Thief
Cow Thief
author img

By

Published : Aug 25, 2022, 5:58 PM IST

Updated : Aug 25, 2022, 6:35 PM IST

মালদা, 25 অগস্ট: গরু চোর সন্দেহে এক বাংলাদেশি-সহ দুই যুবককে আটক করে গণধোলাই দেওয়ার অভিযোগ উঠেছে (Two Bangladeshi alleged as Cow Thief) । খবর পেয়ে বিএসএফ ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইংরেজবাজারের কুমারপুরের ভারত-বাংলাদেশ সীমান্তে । ধৃতদের ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিএসএফ কর্তৃপক্ষ ।

জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর পাঁচটে নাগাদ দুই ব্যক্তিকে কুমারপুর এলাকার ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয় বাসিন্দারা । ওই এলাকায় গ্রামের গরু চরতে ছেড়ে আসেন তারা । এরপরই গরু চোর সন্দেহে (Cow Thief) দুই ব্যক্তিকে আটক করে গণধোলাই দেয় স্থানীয় বাসিন্দারা বলে অভিযোগ । খবর পেয়ে দুই ব্যক্তিকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায় বিএসএফের 44 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা (BSF detained Two Bangladeshi )।

আরও পড়ুন: জলপাইগুড়িতে গরু চোর সন্দেহে গণধোলাইয়ে মৃত ব্যক্তি

বিএসএফ সূত্রে খবর, ধৃতদের নাম আসরাফুল হক (25) ও ইয়াকুব মালিক (24) । আসরাফুল বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের আলালপুরের বাসিন্দা । ইয়াকুবের বাড়ি দক্ষিণ দিনাজপুরের তপন থানা এলাকায় । ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে বিএসএফ জানতে পারে, তাঁরা দুই বস্তা ফেনসিডিল বাংলাদেশ সীমান্তে ফেলেছেন ৷ পরে বিএসএফ গিয়ে সেখান থেকে 97 বোতল ফেনসিডিল উদ্ধার করেছে ৷ জানা গিয়েছে, তাঁদের ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিএসএফ কর্তৃপক্ষ ।

মালদা, 25 অগস্ট: গরু চোর সন্দেহে এক বাংলাদেশি-সহ দুই যুবককে আটক করে গণধোলাই দেওয়ার অভিযোগ উঠেছে (Two Bangladeshi alleged as Cow Thief) । খবর পেয়ে বিএসএফ ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইংরেজবাজারের কুমারপুরের ভারত-বাংলাদেশ সীমান্তে । ধৃতদের ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিএসএফ কর্তৃপক্ষ ।

জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর পাঁচটে নাগাদ দুই ব্যক্তিকে কুমারপুর এলাকার ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয় বাসিন্দারা । ওই এলাকায় গ্রামের গরু চরতে ছেড়ে আসেন তারা । এরপরই গরু চোর সন্দেহে (Cow Thief) দুই ব্যক্তিকে আটক করে গণধোলাই দেয় স্থানীয় বাসিন্দারা বলে অভিযোগ । খবর পেয়ে দুই ব্যক্তিকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায় বিএসএফের 44 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা (BSF detained Two Bangladeshi )।

আরও পড়ুন: জলপাইগুড়িতে গরু চোর সন্দেহে গণধোলাইয়ে মৃত ব্যক্তি

বিএসএফ সূত্রে খবর, ধৃতদের নাম আসরাফুল হক (25) ও ইয়াকুব মালিক (24) । আসরাফুল বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের আলালপুরের বাসিন্দা । ইয়াকুবের বাড়ি দক্ষিণ দিনাজপুরের তপন থানা এলাকায় । ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে বিএসএফ জানতে পারে, তাঁরা দুই বস্তা ফেনসিডিল বাংলাদেশ সীমান্তে ফেলেছেন ৷ পরে বিএসএফ গিয়ে সেখান থেকে 97 বোতল ফেনসিডিল উদ্ধার করেছে ৷ জানা গিয়েছে, তাঁদের ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিএসএফ কর্তৃপক্ষ ।

Last Updated : Aug 25, 2022, 6:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.