মালদা, 25 মার্চ : কলমবাগান ময়দানে দলীয় প্রার্থী ইশা খান চৌধুরির সমর্থনে নির্বাচনী সভা করে গেছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধি। তার পালটা হিসেবে আজ সেই একই মাঠে মৌসম নুরের সমর্থনে সভা করবেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে প্রচারে থাকার কথা দলের রাজ্যসভার সাংসদ আহমেদ হাসান, মন্ত্রী গোলাম রব্বানির। সভায় উপস্থিত থাকতে পারেন দক্ষিণ মালদার তৃণমূল প্রার্থী মোয়াজ্জেম হোসেনও।
গতকাল সকাল থেকে সভাস্থানের দেখভাল করছেন জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অম্লান ভাদুড়ি ও দলের শ্রমিক সংগঠন INTTUC -র জেলা সভাপতি মানব বন্দ্যোপাধ্যায়। গতকাল অম্লানবাবু বলেন, "এই মুহূর্তে সভার প্রস্তুতি তুঙ্গে। কয়েকটি ব্লক বাদে দক্ষিণ মালদার প্রতিটি ব্লক, অঞ্চল থেকে মানুষ আসবেন। তৃণমূল কংগ্রেসের সমর্থনে শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনতেই মানুষ সভায় আসবেন। সভাকে সফল করতে গতকাল বাইক মিছিল এবং পদযাত্রা হচ্ছে। আমার আশা, রাহুল গান্ধির সভায় যত মানুষ এসেছিল, আজকের সভায় তার থেকে বেশি মানুষ আসবে। তবে এটা কোনও পালটা সভা নয়। নির্বাচন আসন্ন। এখন বিভিন্ন দল সভা করবে। সেটাই স্বাভাবিক। আমরাও নিজেদের পরিকল্পনামতো নির্বাচনী সভা করছি।"
রাহুল গান্ধি মন্তব্য করেছিলেন, এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনও উন্নয়ন করেননি। সেই প্রসঙ্গে অম্লানবাবু বলেন, "সাদা বাঘ দেখেছেন! চিড়িয়াখানায় থাকে। শীতকালে দেখা যায়। উনি সাদা বাঘ। মাঝেমধ্যে তাঁকে দেখা যায়। ভোটের সময় উনি আসেন। কোনও খোঁজখবর রাখেন না। সবসময় সানগ্লাস পরে থাকেন। তাই পশ্চিমবঙ্গে দিদির উন্নয়ন দেখতে পাচ্ছেন না।"
মানব বন্দ্যোপাধ্যায় বলেন, "দুপুর ১ টা নাগাদ আমরা নিজেদের সভার কাজ শুরু করব। ১ টা ৩০ নাগাদ শুভেন্দুবাবুরা হেলিকপ্টারে মাঠে চলে আসবেন। তাঁদের সঙ্গে জেলার দুই প্রার্থীও থাকবেন। এখানে সভা করার পর তাঁরা বৈষ্ণবনগরে একটি কর্মীসভায় অংশ নেবেন।" কংগ্রেস নেতৃত্ব প্রচার করেছিল তাদের কর্মীদের ডিম-ভাতের লোভ দেখিয়ে আটকে রাখা হয়েছিল। প্রশ্নের উত্তরে মানববাবু বলেন, "ডিম-ভাতের লোভে যদি কেউ তার নিজের দলের সভায় অংশ না নেয়, তবে তারা কি সেই দলের প্রার্থীকে ভোট দেবে? এই মাঠে ৪০ হাজারের বেশি লোক হয় না। তাই কংগ্রেসের সভায় লক্ষাধিক মানুষের উপস্থিতি বলে যা প্রচার হচ্ছে তা গল্প ছাড়া আর কিছু নয়।"
এই সভাকে সফল করতে গতকাল রতুয়া ১ নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের তরফে একটি বাইক মিছিল বের করা হয়। সেই মিছিলের নেতৃত্ব দেন স্থানীয় তৃণমূল নেতা মহম্মদ ইয়াসিন।