মালদা, 3 মেঃ লকডাউনে বাজার করার নাম করে অপ্রয়োজনে রাস্তায় বের হচ্ছেন কিছু মানুষ। এই অবস্থা রুখতে অস্থায়ী বাজার গড়ে তুলল যুবকেরা। এলাকার মানুষকে এলাকা ছেড়ে যাতে বাইরে না যেতে পারে তাই এই সিদ্ধান্ত নিয়েছে চাঁচলের দক্ষিণপাড়া এলাকার যুবকেরা। স্থানীয় যুবকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে পুলিশ প্রশাসন থেকে সাধারণ মানুষ সকলেই।
কোরোনা সংক্রমণ রুখতে দেশ জুড়ে চলছে লকডাউন। কেন্দ্রীয় ও রাজ্য সরকার কোরোনা সংক্রমণ রুখতে একাধিক পদক্ষেপ নিচ্ছে। দিনের পর দিন কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে । লকডাউনের মাঝেই বাজার করার অছিলায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন অনেকে। এলাকায় কোরোনা সংক্রমণ রুখতে ও এলাকাবাসীকে ঘরবন্দী করে রাখতে এবার এগিয়ে এল স্থানীয় যুবকেরা। চাঁচলের দক্ষিণপাড়া এলাকার যুবকেরা এলাকাতেই গড়ে তুলেছে অস্থায়ী বাজার। নিত্য প্রয়োজনীয় শাক-সবজি থেকে মাছ-মাংস সবই মিলবে এই বাজারে। অস্থায়ী এই বাজারে জমায়েত এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে। পাশাপাশি বাজার করতে এসে সকলে মাস্ক ব্যবহার করছেন কিনা তা খতিয়ে দেখেছে স্থানীয় যুবকেরা।
চাঁচল দক্ষিণপাড়ার যুবক অমিতেশ পান্ডে বলেন, “দিনের পর দিন কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তবু যেন হুঁশ ফিরছে না সাধারণ মানুষের। বাজার করার অছিলায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। এতে কোরোনা সংক্রমণের আশঙ্কা বেড়ে যাচ্ছে। তাই আমরা এই এলাকায় অস্থায়ী বাজার বসিয়েছি। অস্থায়ী এই বাজার হওয়ায় এলাকাবাসীকে বাইরে বাজার করতে যেতে হবে না । এতে রাস্তায় যেমন লোকের সংখ্যা কমবে। তেমনই এলাকায় কোরোনা সংক্রমণের আশঙ্কাও কমবে।”