মালদা, 9 মে : সারা দেশ এক সঙ্গে কোরোনার বিরুদ্ধে লড়াই করছে৷ ডাক্তার, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিকদের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে সাফাইকর্মীরাও৷ সেই সব সাফাইকর্মীদের সংবর্ধনা দিলেন ইংরেজবাজার পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর৷ পাশাপাশি ওই সাফাইকর্মীদের মাস্ক ও খাদ্যসামগ্রী বিলি করা হয়৷
দিনের পর দিন বেড়েই চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা৷ কোরোনা সংক্রমণ রুখতে সারা দেশ একত্রিত হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে৷ কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে বড়ো ভুমিকা পালন করছেন সাফাইকর্মীরা৷ প্রতিদিন নিজেরা সংক্রামিত হওয়ার ঝুঁকি নিয়েই বিভিন্ন এলাকা সাফাই করে চলেছেন৷
ইংরেজবাজার পৌরসভার সাফাইকর্মীদের এজন্য সংবর্ধনা দিলেন পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ দাস৷ আজ দুপুরে মালদা শহরের পুরাটুলি এলাকায় 40 জন সাফাইকর্মীকে সংবর্ধনা জানানোর পাশাপাশি তাঁদের খাদ্যদ্রব্য ও মাস্ক তুলে দেওয়া হয়৷
প্রসেনজিৎ বাবু বলেন, “কোরোনার বিরুদ্ধে সারা দেশ একত্রিত হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে৷ কিন্তু সাফাইকর্মীদের কথা আলাদা করে বলতেই হয়৷ প্রাণের ঝুঁকি নিয়ে প্রতিদিন তাঁরা বিভিন্ন এলাকার আবর্জনা পরিষ্কার করছেন৷ আমরা ইংরেজবাজার পৌরসভার সাফাইকর্মীদের আজ সংবর্ধনা জানাচ্ছি৷ পাশাপাশি ওই সাফাইকর্মীদের হাতে মাস্ক ও কিছু খাদ্যসামগ্রী তুলে দেওয়া হল৷”