ETV Bharat / city

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের হাতাহাতি, আহত 8 - ছাত্র সংঘর্ষ

বুধবার থেকে চলছিল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা । আজ প্রতিযোগিতার শেষ খেলা ছিল কবাডি । শিক্ষা বিভাগ ও গণিত বিভাগের কবাডি প্রতিযোগিতা চলাকালীন হাতহাতিতে জড়িয়ে পড়ে দুই বিভাগের পড়ুয়ারা । হাতাহাতিতে আহত হয় দু'পক্ষের আটজন ৷

Students clash
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়
author img

By

Published : Feb 13, 2020, 11:26 PM IST

মালদা, ১৩ ফেব্রুয়ারি : গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে বিবাদের জেরে হাতাহাতিতে জড়াল দুপক্ষ ছাত্র। আহত আট পড়ুয়া । তারা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন । হাতাহাতির পর দুইপক্ষের ছাত্রদের তরফে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । গত কয়েক মাসে একাধিক বিতর্কে জড়িয়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের সুনাম ফিরিয়ে আনতে ইতিমধ্যেই শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নূর ।

বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ক্রীড়া প্রতিযোগিতা । বৃহস্পতিবার প্রতিযোগিতার শেষ দিনে ভলিবল, কবাডি ও বেশ কিছু দৌড়ের ইভেন্ট ছিল । সকাল থেকে সুষ্ঠু পরিবেশে একের পর এক ইভেন্ট হচ্ছিল । প্রতিযোগিতার শেষ খেলা ছিল কবাডি । শিক্ষা ও গণিত বিভাগের কবাডি প্রতিযোগিতা চলাকালীন হাতহাতিতে জড়িয়ে পড়ে পড়ুয়ারা । হাতাহাতিতে আহত হয় দু'পক্ষের আটজন ।

থার্ড ইয়ারের ছাত্র সুমন ঘোষ বলেন, "আজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা বিভাগের সঙ্গে আমাদের বিভাগের খেলা ছিল । খেলাতে আমরা জয়ের কাছে পৌঁছে গিয়েছিলাম । আমাদের বিভাগের পড়ুয়ারা দলকে উৎসাহ দিচ্ছিল, একইরকম ওরাও নিজেদের দলকে উৎসাহ দিচ্ছিল । ওরা বিষয়টিকে ঝামেলার দিকে নিয়ে যায় । আমাদের লক্ষ্য করে অশালীন মন্তব্য করে । আমাদের দলের খেলোয়াড়দের মারধর করে । এই মুহূর্তে আমাদের বিভাগের তাপস দাস, মহঃ মোজাফ্ফর ইসলাম ও সইফুল ইসলাম মালদা মেডিকেলে চিকিৎসাধীন । শিক্ষা বিভাগের পড়ুয়াদের পাশাপাশি রাজনৈতিক সংগঠনের সমর্থক কয়েকজনও আমাদের উপর হামলা চালিয়েছে । আমরা রেজিস্ট্রারকে সব ঘটনা জানিয়ে পুলিশে অভিযোগ দায়ের করি । আমরা বিশ্ববিদ্যালয়ে শান্তি চাইছি ।"

পালটা অভিযোগ তুলেছে শিক্ষা বিভাগের সেকেন্ড ইয়ারের ছাত্রী মন্দিরা প্রামাণিক ৷ বলেন, " প্রতিযোগিতা চলাকালীন গণিত বিভাগের ছেলেরা আমাদের বিভাগের মেয়েদের খারাপ ইঙ্গিত করে, গালিগালাজ করে। এই ঘটনা দেখে দর্শকদের পাশাপাশি আমাদের বিভাগের পড়ুয়ারা প্রতিবাদ করতে গেলে গণিত বিভাগের পড়ুয়ারা আমাদের উপর চড়াও হয় । এই ঘটনার বিচার চেয়ে পুলিশ অভিযোগ দায়ের করেছি । আমাদের বিভাগের পাঁচজন ছাত্র আহত হয়েছে ।"

ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

মালদা, ১৩ ফেব্রুয়ারি : গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে বিবাদের জেরে হাতাহাতিতে জড়াল দুপক্ষ ছাত্র। আহত আট পড়ুয়া । তারা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন । হাতাহাতির পর দুইপক্ষের ছাত্রদের তরফে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । গত কয়েক মাসে একাধিক বিতর্কে জড়িয়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের সুনাম ফিরিয়ে আনতে ইতিমধ্যেই শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নূর ।

বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ক্রীড়া প্রতিযোগিতা । বৃহস্পতিবার প্রতিযোগিতার শেষ দিনে ভলিবল, কবাডি ও বেশ কিছু দৌড়ের ইভেন্ট ছিল । সকাল থেকে সুষ্ঠু পরিবেশে একের পর এক ইভেন্ট হচ্ছিল । প্রতিযোগিতার শেষ খেলা ছিল কবাডি । শিক্ষা ও গণিত বিভাগের কবাডি প্রতিযোগিতা চলাকালীন হাতহাতিতে জড়িয়ে পড়ে পড়ুয়ারা । হাতাহাতিতে আহত হয় দু'পক্ষের আটজন ।

থার্ড ইয়ারের ছাত্র সুমন ঘোষ বলেন, "আজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা বিভাগের সঙ্গে আমাদের বিভাগের খেলা ছিল । খেলাতে আমরা জয়ের কাছে পৌঁছে গিয়েছিলাম । আমাদের বিভাগের পড়ুয়ারা দলকে উৎসাহ দিচ্ছিল, একইরকম ওরাও নিজেদের দলকে উৎসাহ দিচ্ছিল । ওরা বিষয়টিকে ঝামেলার দিকে নিয়ে যায় । আমাদের লক্ষ্য করে অশালীন মন্তব্য করে । আমাদের দলের খেলোয়াড়দের মারধর করে । এই মুহূর্তে আমাদের বিভাগের তাপস দাস, মহঃ মোজাফ্ফর ইসলাম ও সইফুল ইসলাম মালদা মেডিকেলে চিকিৎসাধীন । শিক্ষা বিভাগের পড়ুয়াদের পাশাপাশি রাজনৈতিক সংগঠনের সমর্থক কয়েকজনও আমাদের উপর হামলা চালিয়েছে । আমরা রেজিস্ট্রারকে সব ঘটনা জানিয়ে পুলিশে অভিযোগ দায়ের করি । আমরা বিশ্ববিদ্যালয়ে শান্তি চাইছি ।"

পালটা অভিযোগ তুলেছে শিক্ষা বিভাগের সেকেন্ড ইয়ারের ছাত্রী মন্দিরা প্রামাণিক ৷ বলেন, " প্রতিযোগিতা চলাকালীন গণিত বিভাগের ছেলেরা আমাদের বিভাগের মেয়েদের খারাপ ইঙ্গিত করে, গালিগালাজ করে। এই ঘটনা দেখে দর্শকদের পাশাপাশি আমাদের বিভাগের পড়ুয়ারা প্রতিবাদ করতে গেলে গণিত বিভাগের পড়ুয়ারা আমাদের উপর চড়াও হয় । এই ঘটনার বিচার চেয়ে পুলিশ অভিযোগ দায়ের করেছি । আমাদের বিভাগের পাঁচজন ছাত্র আহত হয়েছে ।"

ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.