ETV Bharat / city

কয়েক মিনিটের ঝড়ে আম চাষের সর্বনাশ মালদায় - আম চাষের সর্বনাশ মালদায়

জেলা উদ্যানপালন দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ বিকেলের কয়েক মিনিটের ঝড়ে জেলায় আমচাষের বেশ ক্ষতি হয়েছে। এবছর জেলায় আম উৎপাদনের মাত্রা ছিল আড়াই লাখ মেট্রিকটন। মরশুমের শুরুতে আমচাষের প্রতিকূল আবহাওয়ার জন্য মুকুলে কিছুটা সমস্যা হয়েছিল। তবে পরবর্তীতে সেই সমস্যা মিটে যায়। পাশাপাশি ভালো বৃষ্টির কারণে আমের আকারও বেশ বৃদ্ধি পেয়েছিল।

malda
আম চাষ
author img

By

Published : May 25, 2020, 10:59 PM IST

মালদা, 25 মে : কয়েক মিনিটের ঝড়ে আম চাষের সর্বনাশ জেলায়। এখনও পর্যন্ত আম চাষের ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য পাওয়া না গেলেও উদ্যান পালনের সূত্র অনুযায়ী প্রায় কয়েক হাজার মেট্রিকটন আমের ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ 8-10 কোটি হতে পারে বলেও অনুমান করছে উদ্যান পালন দপ্তর।

জেলা উদ্যানপালন দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ বিকেলের কয়েক মিনিটের ঝড়ে জেলায় আমচাষের বেশ ক্ষতি হয়েছে। এবছর জেলায় আম উৎপাদনের মাত্রা ছিল আড়াই লাখ মেট্রিকটন। মরশুমের শুরুতে আমচাষের প্রতিকূল আবহাওয়ার জন্য মুকুলে কিছুটা সমস্যা হয়েছিল। তবে পরবর্তীতে সেই সমস্যা মিটে যায়। পাশাপাশি ভালো বৃষ্টির কারণে আমের আকারও বেশ বৃদ্ধি পেয়েছিল।

কয়েকদিন আগে আমফানের ফলে প্রায় 38 হাজার মেট্রিকটন আমের ক্ষতি হয়েছিল। সেই ক্ষতির পরে ফের বড়োসড়ো ধাক্কা আমচাষে। আজ বিকেলের কয়েক মিনিটের ঝড়ে কয়েক হাজার মেট্রিকটন আমের ক্ষতি হতে পারে বলে অনুমান জেলা উদ্যান পালন দপ্তরের। ক্ষতির পরিমাণ 8-10 কোটি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে উদ্যানপালন দপ্তরের কর্তারা। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়া যায়নি।উল্লেখ্য, চলতি মরশুমে একাধিক বাধার মুখে পড়েছে জেলার আমচাষ৷ এই জেলার 31 হাজার হেক্টর জমিতেই কোনও না কোনও কারণে আমের ক্ষতি হয়েছে৷ চলতি মরশুমে জেলা উদ্যানপালন দপ্তর আড়াই থেকে তিন লাখ মেট্রিক টন আম উৎপাদনের সম্ভাবনা দেখেছিল৷ কিন্তু একের পর এক প্রাকৃতিক দুর্যোগে সেই লক্ষ্যমাত্রা এবার যে পূরণ হবে না, তা বিলক্ষণ বুঝতে পারছেন জেলার আমচাষিরা৷

মালদা, 25 মে : কয়েক মিনিটের ঝড়ে আম চাষের সর্বনাশ জেলায়। এখনও পর্যন্ত আম চাষের ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য পাওয়া না গেলেও উদ্যান পালনের সূত্র অনুযায়ী প্রায় কয়েক হাজার মেট্রিকটন আমের ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ 8-10 কোটি হতে পারে বলেও অনুমান করছে উদ্যান পালন দপ্তর।

জেলা উদ্যানপালন দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ বিকেলের কয়েক মিনিটের ঝড়ে জেলায় আমচাষের বেশ ক্ষতি হয়েছে। এবছর জেলায় আম উৎপাদনের মাত্রা ছিল আড়াই লাখ মেট্রিকটন। মরশুমের শুরুতে আমচাষের প্রতিকূল আবহাওয়ার জন্য মুকুলে কিছুটা সমস্যা হয়েছিল। তবে পরবর্তীতে সেই সমস্যা মিটে যায়। পাশাপাশি ভালো বৃষ্টির কারণে আমের আকারও বেশ বৃদ্ধি পেয়েছিল।

কয়েকদিন আগে আমফানের ফলে প্রায় 38 হাজার মেট্রিকটন আমের ক্ষতি হয়েছিল। সেই ক্ষতির পরে ফের বড়োসড়ো ধাক্কা আমচাষে। আজ বিকেলের কয়েক মিনিটের ঝড়ে কয়েক হাজার মেট্রিকটন আমের ক্ষতি হতে পারে বলে অনুমান জেলা উদ্যান পালন দপ্তরের। ক্ষতির পরিমাণ 8-10 কোটি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে উদ্যানপালন দপ্তরের কর্তারা। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়া যায়নি।উল্লেখ্য, চলতি মরশুমে একাধিক বাধার মুখে পড়েছে জেলার আমচাষ৷ এই জেলার 31 হাজার হেক্টর জমিতেই কোনও না কোনও কারণে আমের ক্ষতি হয়েছে৷ চলতি মরশুমে জেলা উদ্যানপালন দপ্তর আড়াই থেকে তিন লাখ মেট্রিক টন আম উৎপাদনের সম্ভাবনা দেখেছিল৷ কিন্তু একের পর এক প্রাকৃতিক দুর্যোগে সেই লক্ষ্যমাত্রা এবার যে পূরণ হবে না, তা বিলক্ষণ বুঝতে পারছেন জেলার আমচাষিরা৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.