ETV Bharat / city

সামাজিক দূরত্ব শিকেয়, পৌরসভার চাল-আলু-পেঁয়াজ বিলির লাইনে ভিড় - সামাজিক দূরত্ব শিকেয়

ইংরেজবাজার পৌরসভার চাল-আলু বিলি ব্যবস্থায় দেখা গেল সরকারি সতর্ক বার্তার বিপরীত ছবি ৷ ভিড়ে ছিল কিশোর-কিশোরীরাও ৷

Englishbazar Municipality
ইংরেজবাজার
author img

By

Published : Mar 29, 2020, 10:04 PM IST

Updated : Mar 29, 2020, 11:57 PM IST

মালদা, ২৯ মার্চ : লকডাউন চলছে দেশজুড়ে ৷ বন্ধ ব্যবসা-বাণিজ্য ৷ সমস্যায় পড়েছেন দিন আনা-দিন খাওয়া মানুষেরা ৷ এই পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের সাহায্যের জন্য পৌরসভা থেকে চাল, আলু ও পেঁয়াজ বিলি করা হল আজ ইংরেজবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে ৷ কিন্তু, যেখানে কোরোনা মোকাবিলায় রাজ্য সরকার জমায়েত এড়িয়ে চলার বার্তা দিচ্ছে, সেখানে পৌরসভার চাল-আলু বিলি ব্যবস্থায় দেখা গেল বিপরীত ছবি ৷ দীর্ঘ লাইনে প্রায়ে গায়ে গায়ে দাঁড়িয়ে চলছে সরকারি অনুদান সংগ্রহ ৷ ভিড় লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল কিশোর-কিশোরীদেরও ৷

প্রশ্ন উঠছে, জমায়েত এড়িয়ে চলার বদলে এভাবে আনুদান বিলি করার অর্থ কোরোনাকে আমন্ত্রণ জানানো নয় কি ? ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় শর্মা বলেন, “আজ ৪৫০-৫০০ জনকে চাল-আলু-পেঁয়াজ দেওয়া হয়েছে ৷ পৌরসভার তরফে এই ওয়ার্ডের জন্য 12 কুইন্টাল চাল, 9 বস্তা আলু ও 1 বস্তা পেঁয়াজের বন্দোবস্ত করা হয়েছে ৷"

কিন্তু, সামাজিক দূরত্ব যে বজায় থাকল না ! কাউন্সিলরের জবাব, "উপভোক্তাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে বারবার বলা হয়েছে ৷ কিন্তু, সবাই জিনিস নেওয়ার জন্য হুড়োহুড়ি করে ৷ রাস্তায় চক আউট করে এই উপভোক্তাদের বোঝানো সম্ভব নয় ৷ এই অনুদান বাড়ি বাড়ি পৌঁছে দেওয়াও সম্ভব নয় ।”

মালদা, ২৯ মার্চ : লকডাউন চলছে দেশজুড়ে ৷ বন্ধ ব্যবসা-বাণিজ্য ৷ সমস্যায় পড়েছেন দিন আনা-দিন খাওয়া মানুষেরা ৷ এই পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের সাহায্যের জন্য পৌরসভা থেকে চাল, আলু ও পেঁয়াজ বিলি করা হল আজ ইংরেজবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে ৷ কিন্তু, যেখানে কোরোনা মোকাবিলায় রাজ্য সরকার জমায়েত এড়িয়ে চলার বার্তা দিচ্ছে, সেখানে পৌরসভার চাল-আলু বিলি ব্যবস্থায় দেখা গেল বিপরীত ছবি ৷ দীর্ঘ লাইনে প্রায়ে গায়ে গায়ে দাঁড়িয়ে চলছে সরকারি অনুদান সংগ্রহ ৷ ভিড় লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল কিশোর-কিশোরীদেরও ৷

প্রশ্ন উঠছে, জমায়েত এড়িয়ে চলার বদলে এভাবে আনুদান বিলি করার অর্থ কোরোনাকে আমন্ত্রণ জানানো নয় কি ? ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় শর্মা বলেন, “আজ ৪৫০-৫০০ জনকে চাল-আলু-পেঁয়াজ দেওয়া হয়েছে ৷ পৌরসভার তরফে এই ওয়ার্ডের জন্য 12 কুইন্টাল চাল, 9 বস্তা আলু ও 1 বস্তা পেঁয়াজের বন্দোবস্ত করা হয়েছে ৷"

কিন্তু, সামাজিক দূরত্ব যে বজায় থাকল না ! কাউন্সিলরের জবাব, "উপভোক্তাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে বারবার বলা হয়েছে ৷ কিন্তু, সবাই জিনিস নেওয়ার জন্য হুড়োহুড়ি করে ৷ রাস্তায় চক আউট করে এই উপভোক্তাদের বোঝানো সম্ভব নয় ৷ এই অনুদান বাড়ি বাড়ি পৌঁছে দেওয়াও সম্ভব নয় ।”

Last Updated : Mar 29, 2020, 11:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.