ETV Bharat / city

Malda School Bus Accident: 71 জন ছাত্রছাত্রী নিয়ে উলটে গেল স্কুলবাস, আহত 15 পড়ুয়া

বাড়ি ফেরার পথে উলটে গেল স্কুলবাস । ঘটনায় আহত হয়েছে 15 জন পড়ুয়া (several school students injured in a bus accident in malda English Bazar) ৷ জানা গিয়েছে বাসটিতে মোট 71 জন পড়ুয়া ছিল ৷ শনিবার দুপুরের ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের সুলতানপুর এলাকায় ।

School Bus Accident
ইংরেজবাজারে উলটে গেল স্কুলবাস
author img

By

Published : Jul 2, 2022, 4:22 PM IST

Updated : Jul 2, 2022, 5:20 PM IST

মালদা, 2 জুলাই: বাড়ি ফেরার পথে উলটে গেল স্কুলবাস । ঘটনায় আহত হয়েছে 15 জন পড়ুয়া ৷ শনিবার দুপুরের ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের সুলতানপুর এলাকায় (several school students injured in a bus accident in malda English Bazar) । আহতদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ।

জানা গিয়েছে, এদিন দুপুরে হঠাৎই কেন্দ্রীয় বিদ্যালয়ের স্কুলবাসটি সুলতানপুর এলাকায় উলটে যায় । বিষয়টি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ছাত্রছাত্রীদের উদ্ধার কাজে হাত লাগান । স্থানীয়দের দাবি, বাসটি ধীর গতিতেই চলছিল ৷ মনে করা হচ্ছে বাসের টায়ার ফেটে এই বিপত্তি ৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডিএসপি (হেড কোয়ার্টার) প্রশান্ত দেবনাথ, ডিএসপি (ট্র্যাফিক) বিপুল বন্দ্যোপাধ্যায়-সহ, ইংরেজবাজার থানার পুলিশ ৷ আসে দমকলবাহিনীও । তড়িঘড়ি সমস্ত ছাত্রছাত্রীদের উদ্ধার করা হয় ।

আরও পড়ুন : ভাটপাড়ায় শুটআউট, এলোপাথাড়ি গুলিতে মৃত যুবক

ইংরেজবাজারে উলটে গেল স্কুলবাস

স্থানীয়দের দাবি, এই দুর্ঘটনায় 15 জন পড়ুয়া আহত হয়েছে, তাদের হাসপাতালে পাঠানো হয়েছে ৷ একজনের হাত ভেঙেছে ও একজনের মাথা ফেটেছে ৷ যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি 5 জন জন পড়ুয়া আহত হয়েছে ৷ স্কুলের এক শিক্ষক দেবব্রত দাস বলেন, “এই বাস রেলের । রেলের কর্মচারীদের ছেলেমেয়েরা এই বাসে যাতায়াত করে । কীভাবে এই ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি । ড্রাইভারের থেকে জানতে পারলাম বাসে 71 জন বাচ্চা ছিল । পাঁচজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে সকলেই বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচেছে । চালকের বিরুদ্ধে এখনও কোনও অভিযোগ আসেনি ।”

মালদা, 2 জুলাই: বাড়ি ফেরার পথে উলটে গেল স্কুলবাস । ঘটনায় আহত হয়েছে 15 জন পড়ুয়া ৷ শনিবার দুপুরের ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের সুলতানপুর এলাকায় (several school students injured in a bus accident in malda English Bazar) । আহতদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ।

জানা গিয়েছে, এদিন দুপুরে হঠাৎই কেন্দ্রীয় বিদ্যালয়ের স্কুলবাসটি সুলতানপুর এলাকায় উলটে যায় । বিষয়টি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ছাত্রছাত্রীদের উদ্ধার কাজে হাত লাগান । স্থানীয়দের দাবি, বাসটি ধীর গতিতেই চলছিল ৷ মনে করা হচ্ছে বাসের টায়ার ফেটে এই বিপত্তি ৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডিএসপি (হেড কোয়ার্টার) প্রশান্ত দেবনাথ, ডিএসপি (ট্র্যাফিক) বিপুল বন্দ্যোপাধ্যায়-সহ, ইংরেজবাজার থানার পুলিশ ৷ আসে দমকলবাহিনীও । তড়িঘড়ি সমস্ত ছাত্রছাত্রীদের উদ্ধার করা হয় ।

আরও পড়ুন : ভাটপাড়ায় শুটআউট, এলোপাথাড়ি গুলিতে মৃত যুবক

ইংরেজবাজারে উলটে গেল স্কুলবাস

স্থানীয়দের দাবি, এই দুর্ঘটনায় 15 জন পড়ুয়া আহত হয়েছে, তাদের হাসপাতালে পাঠানো হয়েছে ৷ একজনের হাত ভেঙেছে ও একজনের মাথা ফেটেছে ৷ যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি 5 জন জন পড়ুয়া আহত হয়েছে ৷ স্কুলের এক শিক্ষক দেবব্রত দাস বলেন, “এই বাস রেলের । রেলের কর্মচারীদের ছেলেমেয়েরা এই বাসে যাতায়াত করে । কীভাবে এই ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি । ড্রাইভারের থেকে জানতে পারলাম বাসে 71 জন বাচ্চা ছিল । পাঁচজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে সকলেই বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচেছে । চালকের বিরুদ্ধে এখনও কোনও অভিযোগ আসেনি ।”

Last Updated : Jul 2, 2022, 5:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.