ETV Bharat / city

লকডাউনের মাঝেই মালদায় রেশনের চাল পাচারের অভিযোগ, আটক 1 - মালদা

মালদার হাল্লা মহম্মদপুরের এক রেশন ডিলারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই কারচুপির অভিযোগ উঠছিল ৷ এবার ফের চাল পাচারের চেষ্টা করেন বলে অভিযোগ । তখনই হাতেনাতে ধরে ফেলেন গ্রামের বাসিন্দারা ।

smuggling rice during lockdown in west bengal
উদ্ধার হওয়া চালের বস্তা
author img

By

Published : Apr 16, 2020, 7:43 PM IST

Updated : Apr 16, 2020, 7:49 PM IST

মালদা, 16 এপ্রিল : লকডাউনের মাঝে রেশন দোকান থেকে চাল পাচারের অভিযোগ উঠল ৷ পাচারের সময় গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যায় একটি গাড়ি ৷ পুরনো মালদা ব্লকের হাল্লা মহম্মদপুর গ্রামের ঘটনা ৷ গ্রামবাসীরা সেখানে গেলে চাল বোঝাই গাড়ি ফেলে চম্পট দেয় চালক ৷ খবর পেয়ে পুলিশ এসে চাল সহ ওই গাড়িটি আটক করে থানায় নিয়ে যায় ৷ আজ ঘটনার তদন্তে এসে গ্রামবাসীদের ঘেরাওয়ের মুখে পড়েন খাদ্য দপ্তরের আধিকারিকরা ৷ ঘটনায় স্থানীয় এক রেশন ডিলারের ছেলেকে আটক করেছে মালদা থানার পুলিশ ৷

গতরাতে কয়েকজন গ্রামের কয়েকজন বাসিন্দা রাস্তায় ঘুরছিলেন ৷ সেই সময় তাঁদের নজরে পড়ে, একটি গাড়ি গ্রামের রেশন ডিলারের বাড়িতে ঢুকছে ৷ 15 মিনিট পর গাড়িটি গ্রাম ছেড়ে বের হচ্ছিল ৷ গ্রামের বাসিন্দারা গাড়িটিকে থামতে বললেও চালক সেকথা শোনেননি ৷ তখন গ্রামের কয়েকজন যুবক প্রায় দু’কিলোমিটার তাড়া করে গাড়িটিকে ধরে ফেলে ৷ গ্রামের বাসিন্দা শাহিদ ইসলাম বলেন, “গাড়িতে চালের বস্তা দেখেই আমাদের সন্দেহ হয় ৷ আমরা চালককে এই নিয়ে প্রশ্ন করি ৷ সে আমাদের জানায়, এর মধ্যে কিছু চাল সে গ্রামের রেশন ডিলার নবিজান আলির গুদাম থেকে নিয়েছে ৷ বাকি চাল সে অন্য ডিলারের কাছ থেকে সংগ্রহ করেছে ৷ লোকজন জড়ো হতেই ওই চালক গাড়ি ছেড়ে পালিয়ে যায় ৷ আমরা মালদা থানায় খবর দিলে পুলিশ আসে ৷ কিন্তু, পুলিশকর্মীরা ডিলারকে কিছু জিজ্ঞাসা করেনি ৷ তারা গাড়ি নিয়ে থানায় চলে গিয়েছে ৷”

গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্য মহম্মদ তৌসিফ আহমেদ বলেন, “এই ডিলার দীর্ঘদিন ধরেই রেশনের কারচুপিতে জড়িত ৷ এর আগে তিনমাসের জন্য তাঁকে সাসপেন্ড করা হয়েছিল ৷ কিন্তু তাতেও তাঁর শিক্ষা হয়নি ৷ ফের চাল পাচারের চেষ্টা করছিলেন তিনি । গ্রামবাসীরা সজাগ থাকায় তাঁর সেই চেষ্টা সফল হয়নি ৷ আমরা এই ডিলারের উপযুক্ত শাস্তি চাই ৷ লকডাউনে গরিবরা এখন খেতে পাচ্ছে না ৷ পরিস্থিতির সুযোগ নিয়ে এই ডিলার এখন ফের রেশনের জিনিস কালোবাজারি করছে ৷”

এদিকে রাতে ঘটনাস্থানে উপস্থিত এক পুলিশকর্মী বলেন, “ওই ছোটো গাড়িতে বেশ কয়েক বস্তা চাল রয়েছে ৷ গ্রামবাসীরা দাবি করছে, এসব রেশনের চাল ৷ আপাতত আমরা চালের বস্তাসহ ওই গাড়িটি থানায় নিয়ে যাচ্ছি ৷” আটক গাড়ি থেকে 18 বস্তা চাল উদ্ধার হয় ৷ খবর পেয়ে আজ সকালে গ্রামে পৌঁছায় খাদ্য দপ্তরের এক প্রতিনিধি দল ৷ দলের সদস্যদের ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা ৷ দপ্তরের দুই কর্মীকে দুপুর পর্যন্ত গ্রামেই বসিয়ে রাখা হয় ৷ গ্রামবাসীদের দাবি, অভিযুক্ত রেশন ডিলার নবিজান আলিকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ৷ সেই আশ্বাস পেলেই তাঁরা দপ্তরের কর্মীদের ছাড়বেন ৷

অভিযুক্ত রাসেদুর রহমান সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, “আব্বার নামে ডিলারশিপ থাকলেও এই দোকান এখন আমিই চালাই ৷ আমি বাইরের কাউকে রেশনের সামগ্রী বিক্রি করিনি ৷ গ্রামবাসীরা কে কী বলছে আমার দেখার প্রয়োজন নেই ৷ আমি তাদের অভিযোগের উত্তর দিতেও বাধ্য নই ৷ যার ইচ্ছে, সে আমার বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে পারে ৷ আমি বুঝে নেব ৷” অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া না হলে BDO অফিস ঘেরাওয়ের হুমকি দেন গ্রামের বাসিন্দারা ৷

মালদা, 16 এপ্রিল : লকডাউনের মাঝে রেশন দোকান থেকে চাল পাচারের অভিযোগ উঠল ৷ পাচারের সময় গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যায় একটি গাড়ি ৷ পুরনো মালদা ব্লকের হাল্লা মহম্মদপুর গ্রামের ঘটনা ৷ গ্রামবাসীরা সেখানে গেলে চাল বোঝাই গাড়ি ফেলে চম্পট দেয় চালক ৷ খবর পেয়ে পুলিশ এসে চাল সহ ওই গাড়িটি আটক করে থানায় নিয়ে যায় ৷ আজ ঘটনার তদন্তে এসে গ্রামবাসীদের ঘেরাওয়ের মুখে পড়েন খাদ্য দপ্তরের আধিকারিকরা ৷ ঘটনায় স্থানীয় এক রেশন ডিলারের ছেলেকে আটক করেছে মালদা থানার পুলিশ ৷

গতরাতে কয়েকজন গ্রামের কয়েকজন বাসিন্দা রাস্তায় ঘুরছিলেন ৷ সেই সময় তাঁদের নজরে পড়ে, একটি গাড়ি গ্রামের রেশন ডিলারের বাড়িতে ঢুকছে ৷ 15 মিনিট পর গাড়িটি গ্রাম ছেড়ে বের হচ্ছিল ৷ গ্রামের বাসিন্দারা গাড়িটিকে থামতে বললেও চালক সেকথা শোনেননি ৷ তখন গ্রামের কয়েকজন যুবক প্রায় দু’কিলোমিটার তাড়া করে গাড়িটিকে ধরে ফেলে ৷ গ্রামের বাসিন্দা শাহিদ ইসলাম বলেন, “গাড়িতে চালের বস্তা দেখেই আমাদের সন্দেহ হয় ৷ আমরা চালককে এই নিয়ে প্রশ্ন করি ৷ সে আমাদের জানায়, এর মধ্যে কিছু চাল সে গ্রামের রেশন ডিলার নবিজান আলির গুদাম থেকে নিয়েছে ৷ বাকি চাল সে অন্য ডিলারের কাছ থেকে সংগ্রহ করেছে ৷ লোকজন জড়ো হতেই ওই চালক গাড়ি ছেড়ে পালিয়ে যায় ৷ আমরা মালদা থানায় খবর দিলে পুলিশ আসে ৷ কিন্তু, পুলিশকর্মীরা ডিলারকে কিছু জিজ্ঞাসা করেনি ৷ তারা গাড়ি নিয়ে থানায় চলে গিয়েছে ৷”

গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্য মহম্মদ তৌসিফ আহমেদ বলেন, “এই ডিলার দীর্ঘদিন ধরেই রেশনের কারচুপিতে জড়িত ৷ এর আগে তিনমাসের জন্য তাঁকে সাসপেন্ড করা হয়েছিল ৷ কিন্তু তাতেও তাঁর শিক্ষা হয়নি ৷ ফের চাল পাচারের চেষ্টা করছিলেন তিনি । গ্রামবাসীরা সজাগ থাকায় তাঁর সেই চেষ্টা সফল হয়নি ৷ আমরা এই ডিলারের উপযুক্ত শাস্তি চাই ৷ লকডাউনে গরিবরা এখন খেতে পাচ্ছে না ৷ পরিস্থিতির সুযোগ নিয়ে এই ডিলার এখন ফের রেশনের জিনিস কালোবাজারি করছে ৷”

এদিকে রাতে ঘটনাস্থানে উপস্থিত এক পুলিশকর্মী বলেন, “ওই ছোটো গাড়িতে বেশ কয়েক বস্তা চাল রয়েছে ৷ গ্রামবাসীরা দাবি করছে, এসব রেশনের চাল ৷ আপাতত আমরা চালের বস্তাসহ ওই গাড়িটি থানায় নিয়ে যাচ্ছি ৷” আটক গাড়ি থেকে 18 বস্তা চাল উদ্ধার হয় ৷ খবর পেয়ে আজ সকালে গ্রামে পৌঁছায় খাদ্য দপ্তরের এক প্রতিনিধি দল ৷ দলের সদস্যদের ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা ৷ দপ্তরের দুই কর্মীকে দুপুর পর্যন্ত গ্রামেই বসিয়ে রাখা হয় ৷ গ্রামবাসীদের দাবি, অভিযুক্ত রেশন ডিলার নবিজান আলিকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ৷ সেই আশ্বাস পেলেই তাঁরা দপ্তরের কর্মীদের ছাড়বেন ৷

অভিযুক্ত রাসেদুর রহমান সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, “আব্বার নামে ডিলারশিপ থাকলেও এই দোকান এখন আমিই চালাই ৷ আমি বাইরের কাউকে রেশনের সামগ্রী বিক্রি করিনি ৷ গ্রামবাসীরা কে কী বলছে আমার দেখার প্রয়োজন নেই ৷ আমি তাদের অভিযোগের উত্তর দিতেও বাধ্য নই ৷ যার ইচ্ছে, সে আমার বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে পারে ৷ আমি বুঝে নেব ৷” অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া না হলে BDO অফিস ঘেরাওয়ের হুমকি দেন গ্রামের বাসিন্দারা ৷

Last Updated : Apr 16, 2020, 7:49 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.