ETV Bharat / city

অপরিমিত কীটনাশকেই 15টি পরিযায়ী পাখির মৃত্যু?

প্রতি বছরই শীতের সময় পঞ্চানন্দপুরের চরগুলিতে প্রচুর পরিযায়ী পাখি আসে৷ মূলত সাইবেরিয়া সহ শীতকালীন দেশগুলি থেকে হাজার হাজার মাইল উড়ে আসে এরা ৷ তেমনই 15টি পাখির মৃতদেহ উদ্ধার হয়েছে ৷

author img

By

Published : Dec 9, 2019, 1:51 AM IST

migratory bird death
অপরিমিত কীটনাশকেই 15টি পরিযায়ী পাখির মৃত্যু?

মালদা, 9 ডিসেম্বর : বিরল প্রজাতির পরিযায়ী পাখির মৃত্যু ঘিরে বিতর্ক ৷ কৃষিক্ষেত্রে অপরিমিত কীটনাশক প্রয়োগের মাশুল দিতে হয়েছে 15টি পরিযায়ী পাখিকে, মনে করা হচ্ছে এমনই ৷ গতকাল কালিয়াচক 2 এলাকায় গঙ্গার চর থেকে পাখিগুলির দেহ উদ্ধার করেন একদল আলোকচিত্রী ৷ গত শীতেও এমন ঘটনা ঘটেছিল, দাবি করেন জেলার এক পক্ষীপ্রেমী সংস্থার কর্তা৷

কালিয়াচক 2 ব্লকের পঞ্চানন্দপুর এলাকায় গঙ্গার চরে পরিযায়ী পাখির ছবি তুলতে গিয়েছিলেন একদল আলোকচিত্রী৷ দূরবর্তী এক চরে বেশ কিছু পাখির দেহ দেখতে পান তাঁরা ৷ উদ্ধার হয় 16টি পাখি৷ সেগুলির মধ্যে একটি পাখিকে বাঁচানো গেলেও মৃত্যু হয় বাকিগুলির৷

মৃত পাখিগুলি লিটিল স্টিন্ট ও টেমিংকস স্টিন্ট প্রজাতির৷ চরে কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক মিশ্রিত জল পান করেই পাখিগুলির মৃত্যু হয়েছে, দাবি করেছেন পক্ষীপ্রেমীরা ৷ মালদা ওয়াল্ড লাইফ ওয়েলফেয়ার সোসাইটির এক সদস্য সুদীপ্ত মানি বলেন, ''প্রতি বছরই শীতের সময় পঞ্চানন্দপুরের চরগুলিতে প্রচুর পরিযায়ী পাখি আসে৷ মূলত সাইবেরিয়া সহ শীতকালীন দেশগুলি থেকে হাজার হাজার মাইল উড়ে আসে এরা ৷ কিছু পাখি কয়েকদিন থাকার পর আরও দক্ষিণে চলে যায়৷ আবার কয়েকটি প্রজাতি এখানেই গোটা শীত কাটিয়ে নিজেদের দেশে ফিরে যায় ৷''

চলতি বছরে 50টি প্রজাতির পাখি এখনও পর্যন্ত চরগুলিতে এসেছে ৷ মূলত জনমানববিহীন চরগুলি তাদের বেশি পছন্দ ৷ কিন্তু সেই সব চরের উর্বর পলিমাটিতে কৃষিকাজও ব্যাপক পরিমাণে হয়ে থাকে ৷ সেই কীটনাশকের মাশুল গুনতে হয়েছে এই 15টি পাখিকে, এমনই মনে করা হচ্ছে ৷ গতবছরও একইভাবে পাখি মৃত্যুর ঘটনা ঘটেছিল ৷ যদিও এবিষয়ে এখনও পরিবেশ দপ্তরের তরফে কোনও মন্তব্য মেলেনি ৷

মালদা, 9 ডিসেম্বর : বিরল প্রজাতির পরিযায়ী পাখির মৃত্যু ঘিরে বিতর্ক ৷ কৃষিক্ষেত্রে অপরিমিত কীটনাশক প্রয়োগের মাশুল দিতে হয়েছে 15টি পরিযায়ী পাখিকে, মনে করা হচ্ছে এমনই ৷ গতকাল কালিয়াচক 2 এলাকায় গঙ্গার চর থেকে পাখিগুলির দেহ উদ্ধার করেন একদল আলোকচিত্রী ৷ গত শীতেও এমন ঘটনা ঘটেছিল, দাবি করেন জেলার এক পক্ষীপ্রেমী সংস্থার কর্তা৷

কালিয়াচক 2 ব্লকের পঞ্চানন্দপুর এলাকায় গঙ্গার চরে পরিযায়ী পাখির ছবি তুলতে গিয়েছিলেন একদল আলোকচিত্রী৷ দূরবর্তী এক চরে বেশ কিছু পাখির দেহ দেখতে পান তাঁরা ৷ উদ্ধার হয় 16টি পাখি৷ সেগুলির মধ্যে একটি পাখিকে বাঁচানো গেলেও মৃত্যু হয় বাকিগুলির৷

মৃত পাখিগুলি লিটিল স্টিন্ট ও টেমিংকস স্টিন্ট প্রজাতির৷ চরে কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক মিশ্রিত জল পান করেই পাখিগুলির মৃত্যু হয়েছে, দাবি করেছেন পক্ষীপ্রেমীরা ৷ মালদা ওয়াল্ড লাইফ ওয়েলফেয়ার সোসাইটির এক সদস্য সুদীপ্ত মানি বলেন, ''প্রতি বছরই শীতের সময় পঞ্চানন্দপুরের চরগুলিতে প্রচুর পরিযায়ী পাখি আসে৷ মূলত সাইবেরিয়া সহ শীতকালীন দেশগুলি থেকে হাজার হাজার মাইল উড়ে আসে এরা ৷ কিছু পাখি কয়েকদিন থাকার পর আরও দক্ষিণে চলে যায়৷ আবার কয়েকটি প্রজাতি এখানেই গোটা শীত কাটিয়ে নিজেদের দেশে ফিরে যায় ৷''

চলতি বছরে 50টি প্রজাতির পাখি এখনও পর্যন্ত চরগুলিতে এসেছে ৷ মূলত জনমানববিহীন চরগুলি তাদের বেশি পছন্দ ৷ কিন্তু সেই সব চরের উর্বর পলিমাটিতে কৃষিকাজও ব্যাপক পরিমাণে হয়ে থাকে ৷ সেই কীটনাশকের মাশুল গুনতে হয়েছে এই 15টি পাখিকে, এমনই মনে করা হচ্ছে ৷ গতবছরও একইভাবে পাখি মৃত্যুর ঘটনা ঘটেছিল ৷ যদিও এবিষয়ে এখনও পরিবেশ দপ্তরের তরফে কোনও মন্তব্য মেলেনি ৷

Intro:মালদা, ৮ নভেম্বরঃ কৃষিক্ষেত্রে অপরিমিত কীটনাশক প্রয়োগের মাশুল দিল পনেরোটি পরিযায়ী পাখি৷ আজ কালিয়াচক ২ এলাকায় গঙ্গার চর থেকে পাখিগুলির দেহ উদ্ধার করেছে একদল পক্ষী আলোকচিত্রী৷ গত শীতেও এমন ঘটনা ঘটেছিল বলে জানিয়েছেন জেলার এক পক্ষীপ্রেমী সংস্থার কর্তা৷Body:আজ কালিয়াচক ২ ব্লকের পঞ্চানন্দপুর এলাকায় গঙ্গার চরে পরিযায়ী পাখির ছবি তুলতে যায় একদল আলোকচিত্রী৷ দূরবর্তী এক চরে আলোকচিত্রীদের নজরে পরে, সেখানে পড়ে রয়েছে বেশ কিছু পাখির দেহ৷ তাঁরা সেখানে ছুটে যান৷ একে একে উদ্ধার হয় ১৬টি পাখি৷ সেগুলির মধ্যে ১টি পাখিকে বাঁচাতে পেরেছেন তাঁরা৷ তাঁদের তরফে জানানো হয়েছে, মৃত পাখিগুলি লিটিল স্টিন্ট ও টেমিংকস্‌ স্টিন্ট প্রজাতির৷ জানা গেছে, চরে কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক মিশ্রিত জল পান করেই পাখিগুলির মৃত্যু হয়েছে৷Conclusion:মালদা ওয়াল্ড লাইফ ওয়েলফেয়ার সোস্যাইটির এক সদস্য সুদীপ্ত মানি জানান, “প্রতিবছরই শীতের সময় পঞ্চানন্দপুরের চরগুলিতে প্রচুর পরিযায়ী পাখি আসে৷ মূলত সাইবেরিয়া সহ শীতকালীন দেশগুলি থেকে সেই সব পাখি এখানে উপস্থিত হয়৷ কিছু পাখি এখানে কয়েকদিন থাকার পর আরও দক্ষিণে চলে যায়৷ আবার কয়েকটি প্রজাতি এখানেই গোটা শীত কাটিয়ে নিজেদের দেশে ফিরে যায়৷ এবছর অন্তত ৫০ প্রজাতির পাখি এখনও পর্যন্ত চরগুলিতে এসেছে৷ মূলত মানববিহীন চরগুলি তাদের বেশি পছন্দ৷ কিন্তু সেই সব চরের উর্বর পলিমাটিতে কৃষিকাজও ব্যাপক পরিমাণে হয়ে থাকে৷ সেই খেতে ব্যবহৃত কীটনাশকের মাশুল গুনতে হয়েছে এই ১৫টি পাখিকে৷ গতবছরও সেখানে একইভাবে পাখি মৃত্যুর ঘটনা ঘটেছিল৷”
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.